পররাষ্ট্র নীতি
বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র মারাঠী সংস্করণের মোড়ক উন্মোচন
ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ উপ হাইকমিশনের উদ্যোগে সম্প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’র মারাঠী সংস্করণ-‘অপূর্ণ আত্মকথা’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভিডিও বার্তায় জাতির পিতার আদর্শ আজও আমাদের পররাষ্ট্র নীতির মূল প্রতিপাদ্য বলে উল্লেখ করেন। তিনি বলেন, মারাঠী সংস্করণ-‘অপূর্ণ আত্মকথা’র মোড়ক উন্মোচনের মাধ্যমে বাংলাদেশ উপ-হাইকমিশন মুম্বাই নতুন মাত্রা যোগ করতে সক্ষম হয়েছে। যে দুই ডজন ভাষায় ঐতিহাসিক এ বইটি অনূদিত হয়েছে, তার সাথে এ অঞ্চলের মারাঠি ভাষা যুক্ত হলো।
আরও পড়ুন: মরিশাসে বঙ্গবন্ধুর স্মরণে বৃক্ষরোপণ
মুম্বাইতে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার মো. লুৎফর রহমান স্বাগত বক্তব্যে জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় তিনি ’অপূর্ণ আত্মকথা’ বইটি জাতির পিতার রাজনীতি সম্পর্কে সম্যক জ্ঞান লাভে এবং তার আদর্শ উপলব্ধি করতে মারাঠী ভাষাভাষীদের সহায়তা করবে বলে উল্লেখ করেন। এছাড়াও তিনি বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে ভারতীয় ওয়ার ভেটেরানদের অবদানের কথাও স্মরণ করেন।
অনুষ্ঠানে মহারাষ্ট্র রাজ্যের গভর্নর শ্রী ভগৎ সিং কুশিয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া মুম্বাই মারাঠী সাংবাদিক সমিতির সভাপতি শ্রী নরেন্দ্র ওয়াবেল, কন্সাল জেনারেল গ্রুপের সভাপতি শ্রী ভিজয় কালান্ত্রি এবং দিল্লীস্থ বাংলাদেশ হাইকমিশনের উপ-হাইকমিশনার মো. নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: তুরস্কে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোকচিত্র প্রদর্শনী
৩ বছর আগে
পররাষ্ট্র নীতি, কূটনীতির জন্য সুগন্ধায় বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করবে সরকার
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন শুক্রবার বলেছেন, পরবর্তী প্রজন্মের মনে বঙ্গবন্ধুর স্মৃতি বাঁচিয়ে রাখতে এ মুজিববর্ষে বঙ্গবন্ধু রিসার্চ সেন্টার ফর ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
৪ বছর আগে