বিধানসভা নির্বাচন
করোনার প্রকোপ কমায় ভারতজুড়ে হোলি উদযাপিত
আবারও রঙের উৎসব হোলিতে মেতেছে পুরো ভারত। করোনা মহামারির প্রকোপ কমায় শুক্রবার ভারতজুড়ে হোলি উদযাপিত হচ্ছে।
করোনার আচরণবিধিসহ সামাজিক দূরত্বের নিয়মগুলো মানার আহ্বান জানানো হয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে।
করোনার কারণে গত দুটি হোলি উদযাপন না করতে পারায় ভারতবাসী এ বছর তুমুল উত্সাহ ও ধুমধামের মধ্য দিয়ে হোলি উদযাপন করতে চেয়েছে। এবছর হোলি ছাড়াও রঙের বিক্রি অনেক বেড়েছে।
গত ১০ মার্চ বিধানসভা নির্বাচনে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিজয় উপলক্ষে দলটির নেতা -কর্মীদের বিজয় উদযাপনে একে অপরের মুখে রঙ লাগিয়ে দিতে দেখা গেছে।
আরও পড়ুন: ই-ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করল ভারত
প্রাচীনকাল থেকে হোলি ভারতের অন্যতম প্রধান উত্সব। জলে মিশ্রিত রং ও শুকনো রঙের গুঁড়ো এক অপরের গায়ে নিক্ষেপ করে। মানুষ একে অপরের উপর রঙিন-জল ভর্তি বেলুন ছুঁড়ে আনন্দ উপভোগ করে।
উত্তর প্রদেশের মথুরা এবং বৃন্দাবনের দুটি শহরে হোলির উত্সব অনেক ধুমধাম এবং উত্সাহের সঙ্গে উদযাপিত হয়। সেখানে ভক্তরা প্রায় এক মাস আগে থেকেই উদযাপনে লিপ্ত হয়।
গত চার দিনে ভারতে প্রায় দুই হাজার ৫০০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে এবং দৈনিক মৃত্যুর সংখ্যা একশ’র নিচে নেমে এসেছে।
গত দুই দিন আগে দেশটিতে ১২-১৪ বছর বয়সী শিশুদের টিকাদান কর্মসূচী শুরু করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। বৃহস্পতিবার দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৩ মিলিয়ন ছাড়িয়েছে এবং প্রাণ হারিয়েছে ৫ লাখ ১৬লাখ ২৮১ জন মানুষ।
আরও পড়ুন: ভারতের বিধানসভা নির্বাচনে বিজেপির বিশাল জয়
ভারতে ২৭ মার্চ থেকে আন্তর্জাতিক ফ্লাইট ফের চালু
২ বছর আগে
আবারও তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা
বিধানসভা নির্বাচনে বিপুলভোটে জেতার ১০ মাস পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও তার ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দলের সভানেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।
বুধবার সভানেত্রী নির্বাচিত হওয়ার পর রাজ্যের রাজধানী কলকাতায় তৃণমূল কংগ্রেসের সদর দপ্তরে দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বক্তব্য দেন। এসময় তিনি আগামী সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) পরাজিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
আরও পড়ুন: জাতীয় সঙ্গীত 'অবমাননা': মমতার বিরুদ্ধে সমন জারি
বিজেপিকে তাদের ‘প্রধান শত্রু’ হিসাবে অভিহিত করে মমতা ব্যানার্জি বলেন, ‘আমরা চাই বিজেপির বিরুদ্ধে সব দল এক হোক। কিন্তু কেউ যদি আমাদের কথা না শোনে, অহংকার নিয়ে দূরে সরে থাকে; তাহলে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়-আমরা একাই চলব।’
উল্লেখ্য, গত বছরের ২ মে বিধানসভা নির্বাচনে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে ইতিহাস গড়েন মমতা ব্যানার্জি।
আরও পড়ুন: ভবানীপুরে জিতে আবারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা
উপনির্বাচনে জয়ের পথে মমতা
২ বছর আগে
করোনা: ভারতে আরও ৮৫৩৬২ শনাক্ত, মৃত্যু ১০৮৯
ভারতে গত ২৪ ঘণ্টায় ৮৫ হাজার ৩৬২ জন করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে।
৪ বছর আগে