১৪ দফা দাবি
১১ মার্চ সব বিভাগীয় শহরে মানববন্ধন করবে গণতন্ত্র মঞ্চ
আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ ১৪ দফা দাবি আদায়ে সাত রাজনৈতিক দলের জোট গণতন্ত্র মঞ্চ ১১ মার্চ ঢাকাসহ বিভাগীয় সব শহরে মানববন্ধন করার ঘোষণা দিয়েছে।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে ভাষানী আনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবুল চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করেন।
আরও পড়ুন: যুগপৎ আন্দোলন: ঢাকায় গণতন্ত্র মঞ্চের গণমিছিল
তিনি বলেন, আমরা ভোটের অধিকার রক্ষা, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার, এই সরকারের পদত্যাগ, নির্দলীয় অন্তর্বর্তী সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান, বিদ্যুৎ, গ্যাস এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য হ্রাসসহ আমাদের ১৪দফা দাবি বাস্তবায়নে ১১ মার্চ মানববন্ধন কর্মসূচি ঘোষণা করছি।
বাবুল নতুন কর্মসূচি সফল করতে গণতন্ত্র মঞ্চের সকল সহযোগী ও সংগঠনের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, মানববন্ধন কর্মসূচি পালন করে গণতন্ত্র মঞ্চকে আরও শক্তি প্রদর্শন করতে হবে। তাই এ ব্যাপারে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করুন।
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সকাল সাড়ে ১১টার দিকে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন।
সেখানে সমাবেশ শেষে জোটের নেতাকর্মীরা ১৪ দফা দাবি আদায়ে কাকরাইল অভিমুখে পদযাত্রা করেন।
এছাড়া গণতন্ত্র মঞ্চ ছাড়াও সারাদেশে মহানগরের আওতাধীন সব ওয়ার্ডে একই ধরনের কর্মসূচি পালন করছে বিএনপিসহ বিভিন্ন বিরোধী দল ও সংগঠন।
আরও পড়ুন: দেশব্যাপী ১১ ফেব্রুয়ারি পদযাত্রা কর্মসূচি ঘোষণা গণতন্ত্র মঞ্চের
১১ জানুয়ারি অবস্থান কর্মসূচি ঘোষণা গণতন্ত্র মঞ্চের
১ বছর আগে
রাষ্ট্রায়ত্ব পাটকল চালুর দাবিতে খুলনা ডিসি অফিস ঘেরাও
পঁচিশটি বন্ধ পাটকল অবিলম্বে রাষ্ট্রীয় মালিকানায় চালু, আধুনিকায়ন, অবসরপ্রাপ্ত ও কর্মরত শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধসহ ১৪ দফা দাবিতে খুলনার জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) ঘেরাও কর্মসূচি পালন করেছে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ।
৪ বছর আগে