অ্যান্ড্রয়েড
এক্সে অডিও-ভিডিও কল করা যাবে অ্যান্ড্রয়েড থেকেও
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ওএস) ব্যবহারকারীরা এখন থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অডিও ও ভিডিও কলিং সুবিধা ব্যবহার করতে পারবেন। এই সুবিধা আইওএস অপারেটিং সিস্টেমে গত বছরের অক্টোবরে চালু করা হয়।
শুক্রবার (১৯ জানুয়ারি) মাধ্যমটির একজন ডেভেলপার এনরিক ব্যারাগান তার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে জানান, আজ থেকে অ্যান্ড্রয়েড মুঠোফোন ব্যবহারকারীরা এই সুবিধা ব্যবহার করতে পারবেন। এর জন্য অ্যাপ হালনাগাদ করে নিতে হবে। তবে শুধু প্রিমিয়াম সাবস্ক্রাইবাররাই কল করতে পারবেন। আর সাধারণ ব্যবহারকারীরা শুধু কল রিসিভ করতে পারবেন।
আরও পড়ুন: ৪০% চাকরিকে প্রভাবিত করবে এআই: আইএমএফ
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জে এসব তথ্য জানানো হয়।
যেভাবে সুবিধাটি চালু করবেন
সব অ্যান্ড্রয়েড ওএস চালিত মুঠোফোনে কবে থেকে সুবিধাটি চালু করা হবে তা নিশ্চিত করে জানানো হয়নি। তবে নিজের মুঠোফোনে এক্স অ্যাপ হালনাগাদ করে সুবিধাটি পেয়ে গেছেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলেছেন ইউএনবির এই প্রতিবেদক।
আরও পড়ুন: 'ইনকগনিটো মোড' ব্যবহার সত্ত্বেও নজরদারি, ৫০০ কোটি ডলারের মামলা নিষ্পতিতে গুগলের সম্মতি
সুবিধাটি চালু বা বন্ধ করতে প্রোফাইল আইকন থেকে 'সেটিংস অ্যান্ড প্রাইভেসি' অপশনে যেতে হবে। এরপর 'প্রাইভেসি অ্যান্ড সেফটি' নির্বাচন করতে হবে। 'ডিরেক্ট মেসেজ' অপশন থেকে পেয়ে যাবেন 'এনেইবল অডিও অ্যান্ড ভিডিও কলিং' সুবিধা। এই অপশন থেকেই ঠিক কাদের থেকে কল পেতে চাচ্ছেন তাও নির্বাচন করা যাবে।
প্রিমিয়াম সাবস্ক্রিপশনটির খরচ প্রতি মাসে ৩ ডলার থেকে শুরু।
আরও পড়ুন: ঢাকার বাসরুট খুঁজে পেতে দরকারি কিছু মোবাইল অ্যাপ
৪২৮ দিন আগে
অ্যান্ড্রয়েড ফোনে বিজয় কি-বোর্ড ব্যবহারকারীর জন্য বাধ্যতামূলক নয়: মোস্তাফা জব্বার
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, অ্যান্ড্রয়েড ফোনে বিজয় কি-বোর্ড অ্যাপলিকেশন ব্যবহারকারীর জন্য বাধ্যতামূলক নয়।
বুধবার(২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আজ দ্বিতীয় দিন। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দ্বিতী দিনের দ্বিতীয় অধিবেশনে ডিসিদের সঙ্গে আলাপের সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি একটি ব্যাখ্যা দেব, সেটি হচ্ছে বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) একটি শব্দ ব্যবহার করেছে ‘বাধ্যতামূলক’, শব্দটি বিভ্রান্তিকর।’
আরও পড়ুন: নগদ-এর অর্জন মানে ডাক বিভাগের অর্জন: মোস্তাফা জব্বার
তিনি আরও বলেন, ‘যেকোনো অ্যান্ড্রয়েড ফোনে আপনি যেকোনো অ্যাপলিকেশন রাখতে পারেন, আন-ইনস্টল করতে পারেন, নতুন করে ইনস্টল করতে পারেন। অতএব বাধ্যতামূলক শব্দ প্রয়োগ করার কিছু নেই। এটি বাধ্যতামূলক নয়।’
মন্ত্রী বলেন, ‘উৎপাদক অথবা আমদারিকারক বাংলা লেখার সুবিধা তৈরি করে দেয়ার জন্য একটি সফওয়্যার দিয়ে দেবেন। ব্যবহারকারী সেই সফটওয়্যার ব্যবহার করবে কি করবে না, সেটি সম্পূর্ণ তার এখতিয়ার।’
আরও পড়ুন: আমরা ডাকঘর ডিজিটাল করার কাজ শুরু করেছি: মোস্তাফা জব্বার
৭৮৭ দিন আগে
অত্যাধুনিক প্রযুক্তির চমক নিয়ে এল অপো রেনো৫
অনেক জল্পনার পর প্রতিক্ষার অবসান ঘটিয়ে ফ্ল্যাগশিপ সিরিজের নতুন স্মার্টফোন আনলো অপো। রেনো সিরিজের অপো রেনো৫ স্মার্টফোনটিতে রয়েছে বেশ কয়েকটি অত্যাধুনিক প্রযুক্তির চমক। যার মধ্যে অন্যতম হলো স্মার্টফোনটি ৫জি সাপোর্টেড, সবশেষ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। সেইসাথে রয়েছে ৬৪এমপি প্রাইমারি ক্যামেরা।
১৫৩১ দিন আগে
অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেডের মাধ্যমে নতুন মোবাইল অভিজ্ঞতা দিবে স্যামসাং
লক্ষাধিক গ্যালাক্সি ডিভাইসে তিন প্রজন্মের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ওএস) উন্নত করার মাধ্যমে গ্যালাক্সি ব্যবহারকারীদের জন্য সর্বোত্তম মোবাইল অভিজ্ঞতা দেয়ার প্রতিশ্রুতিকে জোরদার করেছে স্যামসাং ইলেকট্রনিকস।
১৬৫৮ দিন আগে
‘এআই’র দারুণ অভিজ্ঞতা দিতে বাজারে নোকিয়া ২.৩
অ্যান্ড্রয়েড ব্যবহারে নতুন অভিজ্ঞতার প্রতিশ্রুতি নিয়ে বাজারে এসেছে জনপ্রিয় মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবালের ‘নোকিয়া ২.৩’। একইসাথে ‘নোকিয়া ৮০০ টাফ’ ফোনটিও শুক্রবার থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
১৮৯১ দিন আগে
স্মার্টফোনের পুরানো ভার্সনে চলবে না হোয়াটসঅ্যাপ!
উইনডোজ ফোনে ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে বিশ্বজুড়ে যোগাযোগের জন্য অন্যতম জনপ্রিয় মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ। ১ ফেব্রুয়ারি থেকে এবার অ্যান্ড্রয়েডের বেশ কিছু ফোন থেকেও এই অ্যাপটি তুলে নেওয়া হবে। একইসঙ্গে অ্যাপেলের ডিভাইসেও বন্ধ হয়ে যাবে অ্যাপটি।
১৮৯৪ দিন আগে
গুগলের অ্যানড্রয়েড ১০ গো: যা যা থাকছে
টেক জায়ান্ট গুগল তাদের ‘অ্যানড্রয়েড কিউ’ প্রজেক্টের নাম পরিবর্তন করে গত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ‘গুগল অ্যান্ড্রয়েড ১০ গো’ এডিশন প্রকাশ করেছে। অ্যান্ড্রয়েড গো হচ্ছে গুগলের তৈরি করা এমন এক এডিশন যা গুগলের পিক্সেল ডিভাইস ছাড়াও কম বাজেটের স্মার্টফোনগুলোতে ব্যবহার করা যাবে। চলুন তবে দেখে নেয়া যাক এতে কি কি ফিচার রয়েছে-
১৯৬৭ দিন আগে