শাকিব খান
ঈদুল ফিতর ২০২৫-এ মুক্তি বরবাদ ও দাগি: আবারও মুখোমুখি শাকিব খান ও আফরান নিশো
ছবি মুক্তির মঞ্চে ফের মুখোমুখি হতে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও ছোট পর্দার জনপ্রিয় মুখ আফরান নিশো। ২০২৫-এর ঈদুল ফিতরকে ঘিরে শাকিবের ‘বরবাদ’ ও নিশোর ‘দাগি’ মুক্তির কথা চলছে। এর আগে ২০২৩ সালের ঈদুল আজহায় ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ নিয়ে আলোচনায় এসেছিলেন দুজন। সেবার শাকিবের ব্লকবাস্টারের সঙ্গে বেশ ভালো প্রতিযোগিতা করেছিল নিশোর অভিষিক্ত সিনেমা। সেই ধারাবাহিকতায় এবার তবে কেমন হতে যাচ্ছে ঢালিউড বক্স অফিসের ডুয়েল! তা জানতে চলুন বিশদ পর্যালোচনা করা যাক- বহুদিন ধরে আলোচনায় থাকা ‘বরবাদ’ আর সদ্য ঘোষিত ‘দাগি’ নিয়ে।
শাকিব খানের বরবাদ
চলচ্চিত্রটি নির্দেশনার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের। শাকিবের বিপরীতে ছবির প্রধান চরিত্রে রয়েছেন কলকাতার ইধিকা পাল। ‘প্রিয়তমা’র পর এটি শাকিব-ইধিকা জুটির দ্বিতীয় সিনেমা।
অ্যাকশন ঘরানার ছবিটির আরও একটি বিশেষ আকর্ষণ হচ্ছে এতে অভিনয় করছেন ভারতের অভিনেতা যীশু সেনগুপ্ত। এছাড়া আইটেম গানে দর্শকদের নজর কাঁড়তে থাকবেন নুসরাত জাহান।বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মিশা সওদাগর এবং মানব সাচদেবকে।
ইতিমধ্যে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়ে গেছে মুম্বাইতে। পরিকল্পনা রয়েছে ভারতেই করা হবে সিনেমার অধিকাংশ শুটিং।
‘বরবাদ’-এর দৃশ্য পরিচালনায় রয়েছেন মুম্বাইয়ের রবি বর্মা, যিনি সাধারণত বলিউড ও তেলুগু সিনেমাগুলোতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেন। ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে আছেন বলিউডের আদিল শেখ। ছবির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন প্রীতমসহ বলিউডের কিছু শিল্পী।
চলচ্চিত্রটির বাজেট নির্ধারণ হয়েছে প্রায় ১৫ কোটি টাকা, যা রেকর্ড সৃষ্টি করবে বাংলাদেশি সিনেমাজগতে!
আরো পড়ুন: লাকি ভাস্কর মুভি রিভিউ: সততা বনাম লোভের এক জমজমাট গল্প
আফরান নিশোর দাগি
এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রযোজনায় ‘দাগি’ সিনেমার পরিচালনা করছেন শিহাব শাহীন। ‘ছুঁয়ে দিলে মন’ (২০১৫)-এরপর এটি নির্মাতার দ্বিতীয় সিনেমা। একই সঙ্গে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’(২০২৩)-এরপর এটি নিশোরও দ্বিতীয় সিনেমা।
মূল চরিত্রে নিশোর সঙ্গে দেখা যাবে তমা মির্জাকে। নিশোর মতো তিনিও প্রায় দেড় বছর বিরতির পর আসছেন ক্যামেরার সামনে। একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।
ছবির গল্প আবর্তিত হবে নিশোর চরিত্রটিকে ঘিরে, যেখানে ফুটে উঠবে মুক্তি ও প্রায়শ্চিত্যের উপাখ্যান।
মুক্তির দিনক্ষণকে সামনে রেখে ‘দাগি’র শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তবে তার বিশদ বৃত্তান্ত এখনও অপ্রকাশিত রেখেছেন নির্মাণ টিম।
আগে নিশো ও শিহাব শাহীন একত্রে কাজ করেছিলেন ‘মরীচিকা’(২০২১) ও ‘সিন্ডিকেট’(২০২২) ওয়েব সিরিজে। দুটোই যথেষ্ট প্রশংসা পেয়েছিলো দর্শক মহলে।
আরো পড়ুন: ৩৬-২৪-৩৬: কারিনা কায়সার বনাম সমাজে নারীর প্রথাগত সৌন্দর্য্যের মাপকাঠি
বরবাদ বনাম দাগি
গত বছর ‘প্রিয়তমা’ এবং ‘সুড়ঙ্গ’ মুক্তির সময় যেন প্রাণ ফিরে পেয়েছিল সারা দেশের হলগুলো। প্রথম দুই দিনে একক হলগুলোতে কর্তৃত্ব ছিল ‘প্রিয়তমা’র। আর মাল্টিপ্লেক্সগুলোতে দাপিয়ে বেড়িয়েছিল ‘সুড়ঙ্গ’।
মুক্তির আগে স্টার সিনেপ্লেক্সে ‘প্রিয়তমা’র থেকে ‘সুড়ঙ্গ’-এর জন্যই বেশি বুকিং হয়েছিল অগ্রিম টিকেটের। প্রথম দিনে স্টারের সব শাখায় ‘সুড়ঙ্গ’র মোট শো ছিল ১৮টি। দ্বিতীয় দিনে দর্শকের চাহিদার কারণে তা বাড়ানো হয়েছিল ৩০-এ। এমনকি হলিউডের সিনেমার শিডিউলও বাতিল করা হয়েছিল ‘সুড়ঙ্গ’র জন্য। অন্যদিকে প্রথম থেকেই ‘প্রিয়তমা’র নির্ধারিত আটটি শো অপরিবর্তিত ছিল। বাংলা ভাষার ছবি হিসেবে সিনেপ্লেক্সে এটি ছিল নতুন রেকর্ড।
সামাজিক মাধ্যমে সমালোচক ও ভক্তদের তর্ক-বিতর্কে একটি বিষয় খুব বেশি উঠে এসেছিল। আর তা হলো কনটেন্টের দিক থেকে ‘প্রিয়তমা’র চেয়ে ‘সুড়ঙ্গ’ অনেকটা এগিয়ে।
কিন্তু নির্দেশনায় এবারে রাফীর বদলে আছেন শাহীন। প্রযোজন সংস্থা এক হলেও গল্প ও চিত্রনাট্যে ‘দাগি’ কতটা ‘সুড়ঙ্গ’র সমপর্যায়ের হতে পারবে তা বলাই বাহুল্য। অভিনয় দিয়ে সুনেরাহ ও তমাকে নিয়ে বেশ শক্ত অবস্থান সৃষ্টি করতে পারবেন নিশো। তবে ‘বরবাদ’-এর মতো মাসালা মুভিকে ছাড়িয়ে যেতে হলে গল্প, সঙ্গীত, সম্পাদনা; মোটকথা সামগ্রিক পরিবেশনায় হতে হবে অনবদ্য। দেশের বর্তমান পরিস্থিতিতে হল সংকট এবং ছবিগুলোর প্রচারও বিরাট প্রভাবক হিসেবে কাজ করবে।
আরো পড়ুন: আল্লু অর্জুনের পুষ্পা-২ রিভিউ: ছবি নিয়ে যত হইচই
শেষাংশ
শাকিব খানের ‘বরবাদ’ এবং আফরান নিশোর ‘দাগি’ নিঃসন্দেহে এক উপভোগ্য ২০২৫ ঈদ মৌসুম উপহার দিতে যাচ্ছে বাংলাদেশি সিনেমাপ্রেমিদের। পরিচালনায় অভিজ্ঞতার দৌড়ে শিহাব শাহীনের তুলনায় মেহেদী হাসান হৃদয় যে কিছুটা পিছিয়ে থাকবেন তা বলার অপেক্ষা রাখে না। তবে এই ঘাটতিটুকু নিমেষেই পূরণ করে দেবে ঢালিউড কিং খানের উপস্থিতি। অভিনয়ের দিক থেকে নিশো-শাকিব দুজনেরই রয়েছে স্বপ্রতিভ ক্ষেত্র, যেখানে প্রত্যেকে রয়েছেন শিখরে। তাই লড়াইয়ের মূল পরিণতি ঠিক করে দেবে ছবি দুটির গল্প, চিত্রনাট্য, সঙ্গীতায়োজন এবং সম্পাদনা। উপরন্তু, এমন প্রতিযোগিতাপূর্ণ চলচ্চিত্র মৌসুমের পুনরাবৃত্তি জানান দিচ্ছে যে, ঢাকাই সিনেমায় সুদিন ফিরতে যাচ্ছে।
১ সপ্তাহ আগে
শাকিব খানের 'তুফান' চলচ্চিত্রের চমকপ্রদ কিছু তথ্য
২০২৩ সালের ১১ ডিসেম্বর আনুষ্ঠানিক ঘোষণার মধ্যে দিয়ে কাজ শুরু হয় ‘তুফান’ চলচ্চিত্রের। সেই থেকে হৈচৈ-এর শুরু ঢালিউড সুপার স্টার শাকিব খান অভিনীত এই নতুন মুভি নিয়ে। ২৮ মার্চ প্রথম পোস্টার প্রকাশিত হওয়ার পর থেকে দর্শক ও গণমাধ্যমজুড়ে জল্পনা-কল্পনা যেন আরও বেড়ে গেছে। শাকিব ভক্ত ছাড়াও ছবিটি এবার বাংলা মুভিপ্রেমিদের আরও বড় অংশকে আকৃষ্ট করছে। কেননা বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে অংশ নিচ্ছেন দুই বাংলার জনপ্রিয় সব তারকারা। চলুন, অ্যাকশন ঘরানার চলচ্চিত্র ‘তুফান’ নিয়ে চমকপ্রদ কিছু তথ্য জেনে নেওয়া যাক।
‘তুফান’ এর পর্দার পেছনের শিল্পীরা
ছবিটির নির্দেশনায় রয়েছেন এ সময়ের ভিন্ন ধারার চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি। প্রথম ছবি ‘পোড়ামন ২’ (২০১৮) দিয়ে বাজিমাত করার পর থেকে তিনি একের পর এক দুর্দান্ত ছবি উপহার দিয়ে চলেছেন। ‘পরান’ (২০২২), ‘খাঁচার ভেতর অচিন পাখি’ (২০২১) এবং ‘সুড়ঙ্গ’ (২০২৩) এ অনবদ্য নির্মাণশৈলী রাফিকে এনে দিয়েছে স্বতন্ত্র ভক্তশ্রেণী।
বাংলাদেশের আলফা-আই স্টুডিওস ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি এবং ভারতের এসভিএফ- এই ৩টি প্রোডাকশন হাউজ যৌথভাবে প্রযোজনা করছে ছবিটি। স্বভাবতই নির্মাণ খরচের প্রতিযোগিতায় সমসাময়িক সব সিনেমাকে পেছনে ফেলতে যাচ্ছে ‘তুফান’।
আরও পড়ুন: শাকিব-সোনাল জুটি: কতটা বরাবর হলো!
‘তুফান’ চলচ্চিত্রের গল্প
কাহিনী ও চিত্রনাট্য নিয়ে পরিচালক ও অভিনয়শিল্পীরা এখনও গোপনীয়তা বজায় রেখে চলেছেন। এরই মধ্যে ফার্স্ট লুক প্রকাশিত হওয়ার পর থেকে ভক্তদের মাঝে ছবি নিয়ে কৌতুহলটা দ্বিগুণ বেড়ে গেছে।
সোফায় হেলান দেওয়া শাকিব খানের বৈমানিক সানগ্লাসের সঙ্গে কালো জ্যাকেট, লম্বা ও ঢেউ খেলানো চুল মারদাঙ্গা কাহিনীর আভাস দিচ্ছে।
বুকের কাছে বোতাম খোলা শার্টের মাঝে গলার কালো লকেট, হাতের অনামিকা ও কনিষ্ঠায় কালো আংটি। এর সঙ্গে পায়ের কাছে কালো বন্দুকটি হলিউডের গডফাদার মুভির কথা মনে করিয়ে দেয়। সর্বপরি, দর্শক এবার পূর্ণদৈর্ঘ্য পর্দায় দেখতে চলেছে গ্যাংস্টার শাকিবকে। সেই সূত্রে বলা যেতে পারে যে, আদ্যোপান্ত হাই-ভোল্টেজ অ্যাকশন ঘরানার ছবি হতে যাচ্ছে ‘তুফান’।
আরও পড়ুন: ভারতের ৩ রাজ্যে শাকিব খানের ‘প্রিয়তমা’
‘তুফান’ এ দুই বাংলার সেরা তারকারা
সিনেমাটির সবচেয়ে চিত্তাকর্ষক বিষয়টি হলো এর কাস্টিং। বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় সব তারকাদের বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে এখানে। ফলে প্রত্যেক তারকার স্বতন্ত্র ভক্তদের সংযোজনে দুই বাংলা জুড়ে বিশাল এক দর্শক শ্রেণী তৈরি হয়েছে ‘তুফান’ এর জন্য।
শাকিব খানের বিপরীতে প্রধান সহশিল্পী হিসেবে রয়েছেন কলকাতার তারকা মিমি চক্রবর্তী।
এটি কেবল মিমি-শাকিব জুটির প্রথম ছবিই নয়, সেই সঙ্গে এটি মিমির অভিনয় ক্যারিয়ারেও প্রথম বাংলাদেশি চলচ্চিত্র। ২০১২ সালের ‘বাপি বাড়ি যা’ এবং ‘বোঝেনা সে বোঝেনা’ দিয়ে লাইমলাইটে আসেন মিমি। এরপর থেকে বিভিন্ন আর্ট ফিল্মসহ অনেক ব্যবসায়িক ছবিতে অভিনয় করেছেন তিনি। বিগত বছরগুলোতে তার সেরা কাজগুলোর মধ্যে রয়েছে ‘এসওএস কলকাতা’ (২০২০) এবং ‘বাজি’ (২০২১)।
আরও পড়ুন: রাফির পরিচালনায় শাকিব খানের ‘তুফান’
‘তুফান’-এ প্রধান সহশিল্পী হিসেবে আরও থাকছেন বাংলাদেশের ছোট পর্দার তারকা মাসুমা রহমান নাবিলা। বড় পর্দায় আনাগোণাটা খুব একটা না থাকলেও ‘আয়নাবাজি’ (২০১৬)-এর মাধ্যমে দর্শকদের মনে এক বিশাল জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী।
ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে টলিউড অভিনেতা যীশু সেনগুপ্তকে। বিনোদন জগতে তার পদার্পণ বেশ আগে হলেও ‘সব চরিত্র কাল্পনিক’ (২০০৮), ‘আবহমান’ (২০১০), ‘নৌকাডুবি’ (২০১১), ‘চিত্রাঙ্গদা’ (২০১২) চলচ্চিত্রগুলো তাকে ব্যাপক সুখ্যাতি এনে দিয়েছে। বিগত দশকে তার সেরা কাজগুলো ছিলো ২০১৪-এর ‘জাতিস্মর’, ২০১৫-এর ‘রাজকাহিনী’ ও ‘আরশিনগর’, ২০১৬-এর ‘জুলফিকার’।
অতিথি চরিত্র হলেও ‘তুফান’-এর সঙ্গে চঞ্চল চৌধুরীর যুক্ত হওয়াটা দারুণ চমক দিয়েছে মুভিপ্রেমীদের।
আরও পড়ুন: একই প্ল্যাটফর্মে দুই তারকা শাকিব-সাকিব
চলতি বছরের ‘রুমি’ এবং ‘মনোগামী’ এর জনপ্রিয়তার রেশ কাটতে না কাটতেই নতুন সিনেমার খবরটি নেটিজেনদের মধ্যে রীতিমতো প্রত্যাশার ঝর বইয়ে দিয়েছে। বিশেষ চরিত্রটি কেমন হবে তা এখনও খোলাসা করা হয়নি। ফলে রায়হান রাফি ও চঞ্চল চৌধুরীর এই কাজ নিয়ে কৌতুহল বেড়েই চলেছে সিনেমাপ্রেমীদের।
এখানেই শেষ নয়; ‘তুফান’ টিমের সঙ্গে আরও রয়েছেন ৬ বার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার বিজয়ী বর্ষিয়ান অভিনেতা ফজলুর রহমান বাবু। তার এই সেরা কাজগুলো হচ্ছে ‘শঙ্খনাদ’ (২০০৪), ‘মেয়েটি এখন কোথায় যাবে’ (২০১৬), ‘ফাগুন হাওয়ায়’ (২০১৯), ‘গহীন বালুচর’ (২০১৭) এবং ‘বিশ্বসুন্দরী’ (২০২০), এবং ‘নোনা জলের কাব্য’ (২০২১)। দীর্ঘ অভিনয় জীবনে বহু সিনেমায় কাজ করলেও শাকিব খানের সঙ্গে এই প্রথম কাজ করছেন ফজলুর রহমান বাবু।
এছাড়া রায়হান রাফির ২০২১ সালের সিনেমা ‘খাচার ভিতর অচিন পাখি’তেও তার কাজ ব্যাপক ভাবে সমাদৃত হয়। যে কোনো চরিত্রে অবলীলায় মিশে যাওয়ার মতো এক অদ্ভূত স্বতঃস্ফূর্ততা রয়েছে এই শক্তিমান অভিনেতার মাঝে।
আরও পড়ুন: না ফেরার দেশে অভিনেতা রুমি
‘তুফান’ সিনেমায় আরও দেখা যাবে শহীদুজ্জামান সেলিম, একে আজাদ সেতু, গাজী রাকায়েত এবং হাসনাত রিপনকে।
কবে মুক্তি পাচ্ছে ‘তুফান’
সিনেমার শুটিং শুরু হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। এ পর্যন্ত ভারতের হায়দারাবাদের রামুজি ফিল্ম সিটিতে শুটিংয়ের কাজ শেষ হয়েছে। ৯০ দশকের গাড়ি, বাড়িঘর ও অন্যান্য স্থাপনায় সাজানো সেটটি দারুণ ভাবে নজর কেঁড়েছিল দর্শকদের।
বর্তমানে কলকাতা শহরে দৃশ্য ধারণের কাজ চলছে, যেটি শুরু হয়েছিল গত ১৫ এপ্রিল থেকে। চলবে প্রায় এক মাস ধরে। পরিকল্পনা অনুসারে একটি ট্রেইলারও প্রকাশ করা হবে শিগগিরই। বাকি সবকিছু ঠিকঠাক থাকলে যাবতীয় চমক নিয়ে ‘তুফান’ এর পর্দা উঠবে আগামী ঈদুল আজহায়।
আরও পড়ুন: খালিদকে স্মরণ করে শুরু হচ্ছে টিএমএম বাংলা সংগীত প্রতিযোগিতা ২০২৪
শেষাংশ
দুই বাংলার বড় বড় ৩টি প্রযোজনা প্রতিষ্ঠানের সমর্থনে শাকিব খানের ‘তুফান’ মুভি বাংলাদেশি ছবির জন্য এক মাইলফলক হতে যাচ্ছে। বিশেষ করে ওটিটি (ওভার-দ্য-টপ) এর বদৌলতে রায়হান রাফির ভিন্ন ধারার নির্মাণশৈলী বাংলাদেশি ছবির নতুনত্বের ব্যাপারে অবহিত করবে গোটা বিশ্বকে।
অন্যদিকে, শাকিব খানসহ মিমি চক্রবর্তী, যীশু সেনগুপ্ত, চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, ও ফজলুর রহমান বাবুর ভক্তরা সব মিলে বিশাল এক দর্শক শ্রেণী তৈরি করছে ‘তুফান’-এর জন্য। এই ধারাবাহিকতায় সর্বাঙ্গীনভাবে এই সিনেমার জন্য শৈল্পিক গুনগত মানের পাশাপাশি থাকছে ব্যবসায়িক ভাবেও সফল হওয়ার অপার সম্ভাবনা।
আরও পড়ুন: কারিনা-টাবু ও কৃতির ক্রু: তিন প্রজন্মের তিন নায়িকার রম্য সিনেমা
৭ মাস আগে
নাম্বার ওয়ান কোম্পানির সঙ্গে যুক্ত হলাম: শাকিব খান
এদেশে সিনেমা নিয়ে যত আলোচনা তার বেশিরভাগ শাকিব খানকে ঘিরে। একের পর এক তিনটি সিনেমার ঘোষণা দিয়েছেন তিনি। সেগুলো নিয়ে চলছে তুমুল ব্যস্ততা। আর এরমধ্যেই ঢালিউড কিংকে নিয়ে এলো নতুন খবর। এবার কর্পোরেট ব্যবসায় নাম লেখাচ্ছেন তিনি।
একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে যুক্ত হলেন শাকিব খান। যেখানে বিশ্বমানের স্কিনকেয়ার, কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, পারফিউমসহ নানা পণ্য পাওয়া যাবে। বাংলাদেশ ছাড়াও শাকিব খানের এই কোম্পানির পণ্য পাওয়া যাবে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, ইউরোপের বিভিন্ন দেশে।
এ উপলক্ষে শনিবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন শাকিব খান।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির আর দুই পরিচালক শাহরিয়ার আলম ও আবুল বাশার হাওলাদার এবং প্রধান নির্বাহী এমদাদুল হক সরকার প্রমুখ।
অনুষ্ঠানে নিজের ব্যবসা প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘আমি ভীষণ আনন্দিত। কারণ, যে স্বপ্ন আমি দেখেছিলাম কয়েক বছর আগে, সে স্বপ্নের বাস্তবায়ন হতে যাচ্ছে। আমি যখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শপিং মলে মেড ইন বাংলাদেশ লেখা কাপড় দেখতাম, খুব গর্বিত হতাম। সেই সঙ্গে ভাবতাম, এই কাপড়ের মতো বাকি সব পণ্য, যেমন কসমেটিকস, টয়লেট্রিজ, ইলেকট্রনিকসও যদি আমার দেশে তৈরি হতো, কতই–না অসাধারণ হতো। তখন আমার বন্ধুদের সঙ্গে আমি কথা বলেছিলাম এমন একটা কসমেটিকস, টয়লেট্রিজ, স্কিনকেয়ার ইন্ডাস্ট্রির স্বপ্ন আমি দেখি, যা হবে বিশ্বমানের কিন্তু উৎপাদন হবে আমার দেশে তা হবে সব শ্রেণির মানুষের হাতের নাগালে ও সহজলভ্য আর মানে ও গুণে হবে সেরা।’
শাকিব আরও বলেন, ‘যেহেতু আমি সিনেমার মানুষ। প্রযোজনার ব্যবসা প্রতিষ্ঠান আমার রয়েছে। তবে এবার ভিন্ন এক জায়গায়। গণ্ডির বাইরে এসে ব্যবসায়ী হয়ে ওঠা, এটা সত্যিই আমার জন্য চ্যালেঞ্জিং বিষয়। আপনারা যেমন ভালোবেসে আমাকে নাম্বার ওয়ান বলে ডাকেন, আমিও কিন্তু নাম্বার ওয়ান কোম্পানির সঙ্গে যুক্ত হলাম।’
১১ মাস আগে
সিনেমাটি নতুন বছরের অনন্য পাওয়া: বুবলি
একসময় শাকিব খান ছাড়া বড়পর্দায় দেখা যেত না শবনম বুবলিকে। আর সেই চিত্রনায়িকা এখন ঢালিউডের অন্যতম ব্যস্ত তারকা।
ব্যক্তিগত বিভিন্ন চড়াই-উতরাইয়ের মধ্যেও ক্যারিয়ারে অটল রয়েছেন তিনি। ২০২৩ সালে আরও ভালোভাবে তার প্রমাণ দেন বুবলি।
বুবলির নতুন বছরটা শুরু হলো নতুন এক খবর দিয়ে। কলকাতার সিনেমায় দেখা যাবে তাকে। নাম ‘ফ্ল্যাশব্যাক’।
আরও পড়ুন: শুটিংয়ে হবু বরের সঙ্গে পরিচয় মৌসুমীর
টলিউডের সিনেমা হলেও এর পরিচালক বাংলাদেশের রাশেদ রাহা ও গল্প লিখেছেন বাংলাদেশের খাইরুল বাশার নির্ঝর।
আর এতে আরও অভিনয় করবেন কৌশিক গাঙ্গুলি, সৌরভ দাস।
‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার কলকাতার অংশের কাজ এরইমধ্যে শেষ হয়েছে। বাকি শুটিং হবে ডুয়ার্সে।
প্রথমবার টালিউড ইন্ডাস্ট্রিতে কাজ নিয়ে বুবলি গণমাধ্যমে বলেন, ‘টলিউড ইন্ডাস্ট্রিতে এটা আমার প্রথম ছবি। এতে সহশিল্পী হিসেবে আছেন কৌশিক গাঙ্গুলি স্যার ও সৌরভ দাস দাদার মতো অভিনেতা। এমন একটি ছবিতে কাজের মাধ্যমে বছর শুরু হওয়া সৌভাগ্যের। সবকিছু মিলে মনে হচ্ছে বিশেষ কিছুই হতে যাচ্ছে। সিনেমাটি নতুন বছরের অনন্য পাওয়া।’
আরও পড়ুন: গাঁটছড়া বাঁধলেন অর্ষা-নূর
বুবলি আরও বলেন, ‘বাংলাদেশ ও এখানকার মধ্যে বড় মিল হলো ভাষাগত। যদিও আমাদের একই ভাষা কিন্তু দুই বাংলাতেই মিষ্টি-দুষ্টু একটা ভাব আছে। আর ভালোবাসাটা ভাগাভাগি হয়ে গেছে। বাংলাদেশ-কলকাতায় আমরা মিলেমিশে একাকার। ঢাকা থেকে কলকাতা আসতে ৩০-৪০ মিনিট লাগে। কিন্তু এই অল্প সময়ের মধ্যে ব্যারিকেড, নিয়ম-কানুন, ভিসা- এতো কিছু না থেকে যদি অবাধ যাতায়াত হতো তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো। অবশ্য এটাতে কিছু করার নেই। কারণ, দেশের জায়গা থেকে মেইনটেইন করতে হয়। তবে দুই ইন্ডাস্ট্রির আবেগ ভালোবাসা শেয়ার হচ্ছে।’
উল্লেখ্য, ‘দেয়ালের দেশ’, ‘মায়া: দ্য লাভ’, ‘তুমি যেখানে আমি সেখানে’সহ এ বছরে মুক্তির অপেক্ষায় বুবলির বেশ কয়েকটি সিনেমা।
আরও পড়ুন: 'টপ গান থ্রি' নির্মাণ হচ্ছে কি?
১১ মাস আগে
শুরু হচ্ছে ‘রাজকুমার’ সিনেমার শুটিং
শাকিব খানের সঙ্গে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির জুটি নিয়ে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা এসেছিল বেশ আগে। তবে এতদিন এ নিয়ে কোনো আলোচনা ছিল না। এরমধ্যে শাকিবের কয়েকটি সিনেমা মুক্তি পেয়ে যায়। অবশেষে শুরু হতে যাচ্ছে সিনেমাটির শুটিং।
কোর্টনি কফি এরইমধ্যে ঢাকায় এসেছেন ‘রাজকুমার’ এর শুটিংয়ে অংশ নিয়ে। রবিবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে গিয়েছিলেন শাকিব ও কফি। সেখানেই ফ্রেমবন্দি হন তারা আর সেখানেই খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেন সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ।
আরও পড়ুন: বলিউডেও দ্যুতি ছড়ালেন জয়া
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কফির সঙ্গে শাকিব ছবি পোস্ট করে লিখেছেন ‘রাজকুমার’ আসছে।
হিমেল আরও জানান, মঙ্গলবার (১২ ডিসেম্বর) থেকে ঢাকায় শুরু হবে ‘রাজকুমার’ সিনেমার শুটিং। শুটিং হবে পাবনা ও আমেরিকায়। সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর রোজার ঈদে।
উল্লেখ্য, বঙ্গভবনে অনুষ্ঠিত হওয়া রাষ্ট্রপতির জন্মদিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রযোজক আরশাদ আদনান, হিমেল আশরাফ, অভিনেতা চঞ্চল চৌধুরী, ‘প্রিয়তমা’র নায়িকা ইধিকা পাল ও কণ্ঠশিল্পী কোনাল।
আরও পড়ুন: বিনা কর্তনে চলছে ‘অ্যানিমেল’, আটকে আছে ‘কাঠগোলাপ’
চরকির পর্দায় যৌথ প্রযোজনার ‘দম’
১ বছর আগে
আবারও টলিউডের নায়িকার সঙ্গে শাকিব খান
কলকাতার বেশ কয়েকজন নায়িকার সঙ্গে জুটি বেঁধেছেন ঢালিউড কিং শাকিব খান। গত ঈদে ‘প্রিয়তমা’ সিনেমায় দেখা যায় ইধিকা পালকে। তাদের রসায়ন বেশ ভালোভাবে গ্রহণ করেছে দর্শক।
নতুন খবর হচ্ছে আবারও কলকাতার নায়িকার সঙ্গে জুটি বাঁধবেন শাকিব। পরিচালক অনন্য মামুনের পরবর্তী সিনেমার একটিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন মিষ্টি চক্রবর্তী। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে এই খবর জানা যায়।
আরও জানা যায়, আগামী বছর শুরু হবে সিনেমাটির কাজ।
আরও পড়ুন: ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে এবার বলিউড নায়িকা
এদিকে পরিচালক অনন্য মামুনের বিপরীতে এরই মধ্যে বলিউডের নায়িকা সোনাল চৌহানের সঙ্গে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। যার শুটিংও শুরু হয়েছে।
এই সিনেমায় বাংলাদেশ ও কলকাতার আরও তারকা রয়েছেন। তারা হলেন- মিশা সওদাগর, লুৎফর রহমান জর্জ, এলিনা শাম্মি, পায়েল সরকার, রাজেশ শর্মা, দেব চন্দ্রিমা প্রমুখ।
আরও পড়ুন: আনকাট ছাড়পত্র পেল শাকিব খানের 'প্রিয়তমা'
১ বছর আগে
ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে এবার বলিউড নায়িকা
প্রসঙ্গ যখন শাকিব খান, তখন ঘটনার পাশাপাশি রটনাও যেন খুব স্বাভাবিক ব্যাপার। বাংলাদেশি এই সুপারস্টারের নতুন সিনেমায় এবার তার বিপরীতে অভিনয় করতে চলেছেন একজন বলিউড নায়িকা। কে হতে যাচ্ছেন সেই নায়িকা, সে ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি মেলেনি। তবে, ইতোমধ্যে দু’-একটি নাম সিনেমাপাড়াসহ যোগাযোগমাধ্যমগুলোতে ব্যাপক উন্মাদনার খোরাক যোগাচ্ছে। চলুন, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
শাকিবের বিপরীতে কোন বলিউড নায়িকা
একেবারেই অতিরঞ্জিত নয়, বরং এই হৈচৈটাকে বেশ সঙ্গতই বলা চলে। একে একে ঢালিউড, টালিউডের পর এবার বলিউড নায়িকাদের নাম শোনা যাচ্ছে শাকিব খানের বিপরীতে। তাও আবার সরাসরি বাংলাদেশি চলচ্চিত্রের অভিনেত্রী হিসেবে।
বিস্ময়কর ব্যাপার হলেও সত্য যে একদম প্রথম দিকে উঠে এসেছিল এ প্রজন্মের কিছু জনপ্রিয় বলিউড নায়িকাদের নাম। তারা হলেন ২০১২ সালের বোল বাচ্চান-খ্যাত প্রাচী দেশাই, ইনফ্লুয়েন্সার ও ২০১৯-এর রিয়েলিটি শো বিগ বস ১৩-খ্যাত শেহনাজ গিল এবং ২০১২ সালের কিয়া সুপার কুল হ্যা হাম-খ্যাত নেহা শর্মা।
আরও পড়ুন: পাতালঘর: চরকিতে আসছে নুসরাত ফারিয়ার ওয়েব ফিল্ম
এদের মধ্যে আরও একজন ছিলেন- জেরিন খান। আর ২০১০-এর ভীর, ২০১১-এর রেডি এবং ২০১২-এর হাউজফুল-২-এর মত ব্লকবাস্টারের এই নায়িকার কথাই সব থেকে বেশি শোনা যাচ্ছে। কেননা ঢাকাই সিনেমাটির জন্য এখন পর্যন্ত একমাত্র জেরিন খানের সঙ্গেই কথা বার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম প্রকাশ করা হয়নি।
১ বছর আগে
ঈদ সিনেমা: আলোচনা বড় শক্তি
শোবিজ জগতে বাংলা সিনেমা আলোচনার দ্বিতীয় সাড়িতে ছিল বহুদিন। অশ্লীলতার সময় পেরিয়ে ঢালিউডে খুব বেশিদিন সুবাতাস বয়নি। এ যেন এক ঘুনে খাওয়া অবস্থা। আর ঈদে বাংলা সিনেমার চেয়ে টিভি নাটক নিয়েই গণমাধ্যমের পাতায় বেশি খবর ও আলোচনা প্রকাশ পেত।
সেই সময়টা ঘুরেছে। এখন ঈদে সর্বোচ্চ আলোচনায় থাকছে বাংলা সিনেমা। এমনকি ঈদের দুই-তিন মাস পর্যন্ত তা স্থায়ী হচ্ছে। তাই বলা যায় শুধু আলোচনা নয়, এরসঙ্গে ব্যবসার দিক থেকে নতুন দিগন্তে ফিরছে ঢালিউড ইন্ডাস্ট্রি।
কয়েকদিন আগে পর্যন্তও চিত্রনায়ক শাকিব খান পুরো ইন্ডাস্ট্রির একমাত্র শক্ত খুঁটি ছিল। এই সময়ে অনেকে নায়কের সাড়িতে থাকলেও, ঠিক যেন কিছু হয়ে উঠছিল না।
তবে গত বছর থেকে ঢালিউডের চেহাড়া পাল্টে দিল তরুণ কয়েকজন নির্মাতা। সেই তালিকায় রয়েছেন- মেজবাউর রহমান সুমন, রায়হান রাফি, তপু খানসহ আরও কয়েকজন।
এরমধ্য দিয় ঢালিউডে একটি বিষয় ফিরে এলো যে নির্মাতা হলো ‘ক্যাপ্টেন অব দ্য শিপ’। এই অভাবটা ইন্ডাস্ট্রিতে ছিল বহুদিন। এরসঙ্গে ঈদ উৎসবে সিনেমার প্রভাবও বেড়ে গেল। দর্শক হলমুখি হওয়া শুরু করলো। এরপর যেটা প্রয়োজন ছিল সেটি নিয়মিত থাকা।
এ বছরের রোজার ঈদ আর আসন্ন কোরবানি ঈদ সেই ধারাবাহিকতা এখন ঠিকঠাক।
আরও পড়ুন: ঈদুল আজহার বাংলাদেশী সিনেমা ২০২৩: ওটিটি ও হলে মুক্তি পাচ্ছে যে সিনেমাগুলো
আগামীকাল ঈদুল আযহা। এ দিন মুক্তি পেতে যাচ্ছে পাঁচটি সিনমা। সেগুলো হলো- ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘প্রহেলিকা’, ‘লাল শাড়ি’ ও ‘ক্যাসিনো’।
হল বুকিংয়ের দিক থেক শাকিব খানের সিনেমা বরাবরই এগিয়ে থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি।‘প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফ জানিয়েছেন ১০৭টি হলে মুক্তি পাচ্ছে এই সিনেমা।
রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা প্রযোজনা করেছেন আরশাদ আদনান। কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার নায়িকা ইধিকা পাল।এতে আরও অভিনয় করছেন- কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।
এবার ঈদে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে আফরান নিশোর। ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় এই তারকার সিনেমায় আগমনকে ইন্ডাস্ট্রির জন্য বেশ ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা। রায়হান রাফির পরিচালনায় ঈদে মুক্তি পাচ্ছে তার ‘সুড়ঙ্গ’। এরইমধ্যে ৩০টির মতো হল বুকিং হয়েছে।রাফি জানান, পরবর্তীতে তা আরও বাড়নো হবে।
আফরান নিশোর বিপরীতে ‘সুড়ঙ্গ’তে অভিনয় করেছেন তমা মির্জা। ঈদের পর কলকাতায় মুক্তি পাবে এই সিনেমা।
আরও পড়ুন: ৩০ হলে দেখা যাবে ‘সুড়ঙ্গ’
এবার ঈদের আরও একটি চমক হলেন মাহফুজ আহমেদ। দীর্ঘদিন পর্দার বাইরে থাকা এই তারকা ফিরছেন ‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে। চয়নিকা চৌধুরীর নির্মাণে এতে মাহফুজ আহমেদের সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলি।পান্থ শাহরিয়ারের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।
এবার ঈদে চিত্রনায়িকা অপু বিশ্বাসের অভিষেক হচ্ছে প্রযোজক হিসেবে। সরকারি অনুদানের সিনেমা ‘লাল শাড়ি’ মুক্তি পাবে তার। প্রযোজনার পাশাপাশি সিনেমাটির নায়িকা অপু বিশ্বাস।
‘লাল শাড়ি’ পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। এতে অপুর সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন সায়মন সাদিক।
রোজার ঈদের পর এবারের ঈদেও মুক্তি পাচ্ছে নির্মাতা সৈকত নাসিরের সিনেমা। ‘ক্যাসিনো’ শিরোনামে এই সিনেমায় জুটি বেঁধেছেন নিরব হোসেন ও শবনম বুবলি।
এছাড়াও ‘ক্যাসিনো’তে অভিনয় করেছেন তাসকিন রহমান, দোয়েল ম্যাশ প্রমুখ।
সিনেমার লাভ-লোকসানের হিসেবটা যাই হোক প্রতিটি সিনেমাই আগামীর দর্শক তৈরি করে যাবে বলে বিশ্বাস করেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: ঈদ-উল-আজহার বাংলা নাটক ২০২৩: যে নাটকগুলো দর্শকনন্দিত হওয়ার অপেক্ষায়
১ বছর আগে
আনকাট ছাড়পত্র পেল শাকিব খানের 'প্রিয়তমা'
ঈদে সিনেমা মুক্তির সংখ্যা বেড়েছে। এই প্রতিযোগিতায় বরাবরই আলোচনার শীর্ষে থাকেন শাকিব খান। আর ধারাবাহিকতা থাকছে আসন্ন কুরবানির ঈদেও।
এরইমধ্যে সবার জানা, ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের সিনেমা 'প্রিয়তমা'।
আরও পড়ুন: মাইকেল জ্যাকসনের স্মৃতিমাখা ওয়েস্টলেক স্টুডিওতে চিরকুট
এরইমধ্যে ঢালিউড কিং এর ফার্স্টলুক প্রকাশের পর ব্যাপক সাড়া ফেলেছে।
তবে এতদিন পর্যন্ত সেন্সরবোর্ডের কাছে জমা ছিল 'প্রিয়তমা'। অবশেষে আনকাট ছাড়পত্র পেল সিনেমাটি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক হিমেল আশরাফ।
'প্রিয়তমা'র ফার্স্টলুক প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। সিনেমা সংশ্লিষ্ট অনেকেই শাকিবের প্রশংসায় মেতে উঠে।
সেই সাড়িতে ছিলেন তার সাবেক স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।
হিমেল আশরাফের পরিচালনায় আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত ‘প্রিয়তমা’ রোমান্টিক অ্যাকশন ধাঁচের কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন।
ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া ‘প্রিয়তমা’ সিনেমায় আরও অভিনয় করছেন ইধিকা পাল, কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।
আরও পড়ুন: চলচ্চিত্রে এবার যারা সরকারি অনুদান পেলেন
তারকাদের স্মৃতিচারণে ‘বাবা’
১ বছর আগে
শাকিব খানের পর ঘরটি শূন্য!
ঢালিউড ইন্ডাস্ট্রি এক সময় ছিল তারকায় ভরপুর। একসঙ্গে একাধিক সুপারস্টারের সিনেমা মুক্তি পেত। নব্বইয়ের দশক পর্যন্ত দেখলে চিত্রটা এমনই। ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়েছে একসঙ্গে কয়েকজন নায়ক। কিন্তু সেই চিত্র পাল্টে যেতে থাকে একুশ শতকের শুরু থেকে। যাদের নাম-খ্যাতি দিয়েছে এই বাংলা সিনেমা, তাদের অনেকেই ক্যামেরার সামনে থাকার চেয়ে নিজেদের অন্যান্য কাজে ব্যস্ত রাখতে শুরু করেন।
সিনেমায় অশ্লীলতা ছড়াতে থাকে সেই সময়ই। তবে তখন যেই মানুষটি শুধু সিনেমা ঘিরেই ছিলেন তিনি প্রয়াত চিত্রনায়ক মান্না। তবে তার সঙ্গে আরও একটি নাম জুড়ে দিতে হয় আজ যার ক্যারিয়ারের দুই যুগ পার হলো। বলছিলাম শাকিব খানের কথা।
মান্না প্রয়াত হওয়ার পর তার উত্তরসূরীর জায়গাটা শাকিব খান সফলতার সঙ্গেই গুছিয়ে নিয়েছেন। অনেকগুলো বছর তার ওপর ভরসা করেই চলেছে ঢালিউড ইন্ডাস্ট্রি। সিনেমার ডিজিটাল ফর্ম আসার পর অনেকেই চিত্রনায়ক পরিচয়ে ইন্ডাস্ট্রিতে এসেছেন এবং আসছেন। তবে এখন পর্যন্ত শাকিব খানের পর ঘরটি শূন্য।
আরও পড়ুন: আরিয়ানকে সিনেমার প্রস্তাব দেন শাকিব খান
আজও সর্ব্বোচ্চ হল পাওয়া সিনেমার নায়ক শাকিব খান। আর প্রযোজকদের কাছে এখনও তিনি ভরসার নাম। ক্যারিয়ারের দুই যুগপূর্তির দিনটিও তিনি নতুন সিনেমা ‘প্রিয়তমা’র শুটিংয়ে কক্সবাজারে ব্যস্ত আছেন। শুটিং ইউনিটের সঙ্গে কেক কেটে দিনটি শুরু করেন শাকিব।
আসন্ন ঈদুল আজহার সিনেমা প্রিয়তমার শুটিংয়ে কক্সবাজারে ব্যস্ত সময় পার করছেন এই নায়ক। ‘প্রিয়তমা’ নির্মাণ করছেন হিমেল আশরাফ। যেখানে শাকিবের বিপরীতে রয়েছেন ইধিকা পাল।
ক্যারিয়ারের দুই যুগ উপলক্ষে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন শাকিব।
সেখানে তিনি বলেন, ‘আজ আমার চলচ্চিত্রের ক্যারিয়ারের বিশেষ দিন। আমার তো মনে হয় সেদিন চলচ্চিত্রে এলাম। আফতাব খান টুলু ভাইয়ের সবাই তো সুখী হতে চায় ছবির মাধ্যমে প্রথম সেদিনও তো ক্যামেরার সামনে দাঁড়ালাম। সময় আসলেই কারও জন্য অপেক্ষা করে না। তবে আমার মনে হয়, আমি সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করেছি। আমার দর্শকরা যেভাবে চেয়েছেন তাদের হিরোকে দেখতে, সেভাবে উপস্থিত হওয়ার চেষ্টা করে গেছি। এখনও করছি।’
শাকিব আরও বলেন, ‘আসলে সাফল্যের কোনো মূলমন্ত্র নেই। তবে একজন হিরোর সাফল্যের মূলমন্ত্র কিন্তু দর্শকদের ভালোবাসা। নায়ক যদি দর্শকদের চাওয়া-পাওয়ার মূল্য দেয়, তাহলে দর্শকদের কাছে সে গ্রহণযোগ্যতা পায়। সাফল্যও আসে।’ দর্শকরা তাকে সেই ভালোবাসা দিতেও কার্পণ্য করেননি। সেই জায়গা থেকে নিজেকে বাংলাদেশের সিনেমার আচ্ছ্বাদন মনে করেন কি-না প্রশ্নে শাকিব বলেন, ‘আমি যখন যে কাজটি করি, তা শতভাগ মনোযোগ দিয়েই করি। সেই কাজের সঙ্গে আমার প্রেম থাকে। এখন দর্শক আমাকে বাংলাদেশের সিনেমার শামিয়ানা মনে করলে তাদের রায় মাথা পেতে নেবো।’
উল্লেখ্য, এখন পর্যন্ত শাকিব খানের ঝুলিতে রয়েছে ২৪৭টি সিনেমা। ১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ দিয়ে তার চলচ্চিত্রের পথচলা শুরু।
আরও পড়ুন: অবশেষে শাকিব খানকে পেলেন নির্মাতা রায়হান রাফি
১ বছর আগে