মেডিকেল শিক্ষার্থী
সিরাজগঞ্জে মেডিকেল শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় মামলা
সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী আরাফাত আশিক তমালকে গুলি করার ঘটনায় অভিযুক্ত সেই শিক্ষক ডা. রায়হান শরীফের নামে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৪ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে আহত শিক্ষার্থী তমালের বাবা আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন। আরাফাত আশিক তমাল শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
আরও পড়ুন: মামলা জট কমাতে হলে বিচারকের সংখ্যা বাড়াতে হবে: প্রধান বিচারপতি
রায়হান শরীফ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক। তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাকের ছেলে এবং শহরের দত্তবাড়ি মহল্লার বাসিন্দা।
এদিকে এ ঘটনা তদন্তে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
কমিটির অন্য দুই সদস্য হলেন- স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক মো. মহিউদ্দিন মাতুব্বর, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এ বিষয়ে ওই কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমিরুল হোসেন চৌধুরীকে বার বার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, সোমবার রাতে আহত শিক্ষার্থীর বাবা বাদী হয়ে শিক্ষককে আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: খুলনায় ২ শিশুকে ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন
দুর্নীতির মামলায় ড. ইউনূসসহ ৮ জনের জামিন
৮ মাস আগে
বরিশালে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে মেডিকেল শিক্ষার্থী নিহত
বরিশাল নগরীর ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশা যাত্রী মেডিকেল কলেজ শিক্ষার্থী শুভ নিহত হয়েছেন। এ সময় অটোরিকশা চালক গুরুতর আহত হন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের সিঅ্যান্ডবি রোডের বৌদ্ধপাড়া সড়কে কাছে এই ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম তৌফিক রহমান শুভ। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। শুভ বাকেরগঞ্জের গোমা এলাকার মতিউর রহমানের ছেলে। তিনি দুই ভাই-বোনের মধ্যে ছোট ছিলেন। এদিকে, আহত অটোরিক্সা চালককে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের প্রতীকী অনশন
ট্রাকচালক রিয়াজকে (২৪) আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম বলেন, অটোরিকশাটি নথুল্লাবাদের দিকে যাচ্ছিল এবং নথুল্লাবাদ থেকে রুপাতলীর দিকে ট্রাকটি যাচ্ছিল। এ সময় সংঘর্ষ ঘটলে মেডিকেল কলেজ ছাত্র শুভ ও অটোচালক আহত হয়।
তিনি আরও বলেন, তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।
ওসি আনোয়ার হোসেন বলেন, ‘লাশ মর্গে রয়েছে। ট্রাক চালককে আটক করা হয়েছে। এই ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: ৫০০ টাকা নিয়ে দ্বন্দ্ব, মারামারিতে নিহত ১
চুয়াডাঙ্গায় গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, চালক নিহত
১১ মাস আগে
ঈদে নতুন পোশাক কিনতে যাচ্ছেন কী?
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে এ বছর বিশ্বজুড়ে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে ভূতপূর্ব উদ্বেগ ও নিরানন্দের মধ্যদিয়ে।
৪ বছর আগে
কুমিল্লায় পিকনিকের বাস খাদে, মেডিকেল শিক্ষার্থী নিহত
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার শহিদনগর এলাকায় পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন শিক্ষার্থী।
৫ বছর আগে