মেডিকেল শিক্ষার্থী
মেডিকেল শিক্ষার্থীদের ওপর সেনাবাহিনীর লাঠিচার্জের প্রতিবাদে সুজনের মানববন্ধন
সুনামগঞ্জ মেডিকেল কলেজে দ্রুত হাসপাতালের কার্যক্রম চালু, প্রয়োজনীয় ক্লিনিক্যাল ক্লাস (হাতে-কলমে শিক্ষা) নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধকালে শিক্ষার্থীদের ওপর সেনাবাহিনীর লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে সুশাসনের জন্য নাগরিক সুজনের আয়োজনে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মেডিকেল কলেজে নিয়মিত ক্লাস চালুসহ শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জের মদনপুরে অবস্থিত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত এবং এর হাসপাতাল কার্যক্রম দ্রুত চালুসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের অবরোধ চলাকালে সেনাবাহিনীর শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সব দাবি বাস্তবায়নে সরকারের নিকট আমরা জোর দাবি জানাচ্ছি।
আরও পড়ুন: ধর্ষকদের শাস্তি ও নারীদের নিরাপত্তার দাবিতে জাবিতে মানববন্ধন
সুজন সহ-সভাপতি শাহিনা চৌধুরী রুবির সভাপতিত্বে ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফজলুল করিম সাঈদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি এ কে এম আবু নাছার, সুনামগঞ্জ জেলা হাওর বাচাঁও আন্দোলনের সভাপতি ইয়াকুব বখত বহলুল, জেলা পরিষদের সাবেক সদস্য মো. মনির উদ্দিন, সাংবাদিক পঙ্কজ কান্তি দে, সাংবাদিক অ্যাডভোকেট মহসিন রেজা মানিক, হাওর বাচাঁও আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন, জেলা এলডিপির সাধারণ সম্পাদক শেখ এমদাদুল, সাংবাদিক দিলাল আহমেদ, সুজন সদর উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আশরাফ আলী, সুনামগঞ্জ সরকারি কলেজ শিক্ষার্থী বাকি বিল্লাহ, এস এম মারুফ হোসেন প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন রাজনীতিবিদ সিরাজুল ইসলাম পলাশ, সাংবাদিক আমিনুল হক, হেলিনা আক্তার, ইউপি চেয়ারম্যান মাইদুল হক মামুন, প্রভাষক শাহিনুল ইসলাম, মানিক উল্লাহ, দেশ টিভির সাংবাদিক কর্ণবাবু দাস।
১১ দিন আগে
গাজীপুরে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন
এমবিবিএস ডিগ্রি ছাড়া চিকিৎসক পদবি ব্যবহার বন্ধসহ ৫ দফা দাবিতে গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষার্থী ও হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। পরে তারা অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন।
ইন্টার্ন চিকিৎসকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে এই আন্দোলনে নামে মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ক্লাস ও চিকিৎসা সেবা বর্জন করে তারা এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।
আরও পড়ুন: স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
তারা 'ছয় মাসের ডাক্তার, মামা বাড়ি আবদার', 'ভুয়া ডাক্তার বাংলা ছাড়', 'জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার' এসব নানা স্লোগান দিয়ে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে হাসপাতালের সামনে এসে মানববন্ধন ও সমাবেশ করেন।
এ সময় আন্দোলনকারীরা বলেন, চিকিৎসা সুরক্ষা আইনের বাস্তবায়ন, শূন্য পদের চিকিৎসক নিয়োগ, 'নামসর্বস্ব' ম্যাটসের কার্যক্রম বন্ধসহ তাদের সকল দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
সাম্প্রতিক ম্যাটস ও ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে তারা এই পাঁচ দফা দাবি জানান।
৬৫ দিন আগে
সিরাজগঞ্জে মেডিকেল শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় মামলা
সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী আরাফাত আশিক তমালকে গুলি করার ঘটনায় অভিযুক্ত সেই শিক্ষক ডা. রায়হান শরীফের নামে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৪ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে আহত শিক্ষার্থী তমালের বাবা আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন। আরাফাত আশিক তমাল শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
আরও পড়ুন: মামলা জট কমাতে হলে বিচারকের সংখ্যা বাড়াতে হবে: প্রধান বিচারপতি
রায়হান শরীফ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক। তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাকের ছেলে এবং শহরের দত্তবাড়ি মহল্লার বাসিন্দা।
এদিকে এ ঘটনা তদন্তে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
কমিটির অন্য দুই সদস্য হলেন- স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক মো. মহিউদ্দিন মাতুব্বর, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এ বিষয়ে ওই কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমিরুল হোসেন চৌধুরীকে বার বার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, সোমবার রাতে আহত শিক্ষার্থীর বাবা বাদী হয়ে শিক্ষককে আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: খুলনায় ২ শিশুকে ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন
দুর্নীতির মামলায় ড. ইউনূসসহ ৮ জনের জামিন
৪২৩ দিন আগে
বরিশালে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে মেডিকেল শিক্ষার্থী নিহত
বরিশাল নগরীর ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশা যাত্রী মেডিকেল কলেজ শিক্ষার্থী শুভ নিহত হয়েছেন। এ সময় অটোরিকশা চালক গুরুতর আহত হন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের সিঅ্যান্ডবি রোডের বৌদ্ধপাড়া সড়কে কাছে এই ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম তৌফিক রহমান শুভ। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। শুভ বাকেরগঞ্জের গোমা এলাকার মতিউর রহমানের ছেলে। তিনি দুই ভাই-বোনের মধ্যে ছোট ছিলেন। এদিকে, আহত অটোরিক্সা চালককে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের প্রতীকী অনশন
ট্রাকচালক রিয়াজকে (২৪) আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম বলেন, অটোরিকশাটি নথুল্লাবাদের দিকে যাচ্ছিল এবং নথুল্লাবাদ থেকে রুপাতলীর দিকে ট্রাকটি যাচ্ছিল। এ সময় সংঘর্ষ ঘটলে মেডিকেল কলেজ ছাত্র শুভ ও অটোচালক আহত হয়।
তিনি আরও বলেন, তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।
ওসি আনোয়ার হোসেন বলেন, ‘লাশ মর্গে রয়েছে। ট্রাক চালককে আটক করা হয়েছে। এই ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: ৫০০ টাকা নিয়ে দ্বন্দ্ব, মারামারিতে নিহত ১
চুয়াডাঙ্গায় গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, চালক নিহত
৫২১ দিন আগে
ঈদে নতুন পোশাক কিনতে যাচ্ছেন কী?
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে এ বছর বিশ্বজুড়ে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে ভূতপূর্ব উদ্বেগ ও নিরানন্দের মধ্যদিয়ে।
১৮২২ দিন আগে
কুমিল্লায় পিকনিকের বাস খাদে, মেডিকেল শিক্ষার্থী নিহত
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার শহিদনগর এলাকায় পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন শিক্ষার্থী।
২০০৭ দিন আগে