ফখরুল ইসলাম আলমগীর
সরকার দেশকে ‘নরকে’ পরিণত করেছে: ফখরুল
মহামারির মধ্যে বিরোধী নেতা-কর্মীদের গ্রেপ্তার ও দমন করে সরকার দেশকে 'নরকে' পরিণত করেছে বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন।
বুধবার এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, পুলিশ কেবল ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীদের শুধু গ্রেপ্তারই করছে না, তাদের বাড়িতে পর্যন্ত অভিযান চালিয়ে কঠোর ব্যবস্থা নেয়া শুরু করছে।
আরও পড়ুন: লকডাউনে বিরোধীদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নিয়েছে সরকার, অভিযোগ ফখরুলের
ফখরুল বলেন, 'আওয়ামী লীগ সরকার পুরো দেশকে একটি নরকে পরিণত করেছে। তারা বিএনপি, তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরকে ধারাবাহিকভাবে গ্রেপ্তার করছে। রমজান মাসে সরকারের আগ্রাসী রূপ আরও বেড়ে গেছে বলে মনে হয় আমার।'
তিনি অবিলম্বে এই ধরণের গ্রেপ্তার বন্ধ এবং গ্রেপ্তারকৃত বিরোধী নেতা-কর্মীদের মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, করোনাভাইরাস মহামারিতে দেশবাসীর আতঙ্ক ও উদ্বেগের মধ্যেও বিরোধীদলের ওপর সরকারের জুলুম, নির্যাতনের কোনো কমতি নেই। 'বরং আরও বহুগুণ বেড়েছে।'
আরও পড়ুন: মূল্য বৃদ্ধির জন্য দুর্নীতিবাজ সিন্ডিকেটকে দায়ী করছে বিএনপি
ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ এখন 'নিপীড়ক' শাসকের 'বর্বর' শাসনের অধীনে এক কঠিন সময় পার করছে।
তিনি বলেন, 'আওয়ামী সরকারের নিষ্ঠুর ও অমানবিক আচরণে দেশের জনগণ হতাশ। দেশকে অপশাসন থেকে রক্ষার জন্য দেশপ্রেমিক জনগণ এবং রাজনৈতিক নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্য গঠনের বিকল্প নেই।'
১৭১৭ দিন আগে
মহামারিতেও ‘ডাকাতি শাসন ব্যবস্থা’ কায়েম করেছে আ’লীগ: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, করোনাভাইরাস মহামারিতেও সরকার ব্যাপক ‘লুণ্ঠন’ করে দেশে ‘ডাকাতি শাসন ব্যবস্থা কায়েম’ প্রতিষ্ঠা করেছে।
১৮১৫ দিন আগে
খালেদা জিয়ার মুক্তি এখন বিএনপির একমাত্র লক্ষ্য: ফখরুল
অসুস্থ চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাবাস থেকে মুক্ত করা দলের এখন একমাত্র লক্ষ্য বলে মঙ্গলবার জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৯২০ দিন আগে