বাংলাদেশ প্রিমিয়ার লিগ
বিপিএল ২০২৫ টি২০ ক্রিকেটের প্রথম সারির প্রতিদ্বন্দ্বীরা
তুমুল প্রতিদ্বন্দ্বিতায় চলছে বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ২০২৫ আসর। ঘরোয়া টি২০ ক্রিকেট উৎসবের মারদাঙ্গা উদ্দীপনায় ভাসছে সারা দেশ। ৭ দলের মোট ৪৬টি খেলার মধ্যে ফেজ-১, ফেজ-২, ও ফেজ-৩ সহ ৩২টি ম্যাচ শেষ। ফেজ-৪-এর ১০টি ম্যাচে কারা মুখোমুখি হতে যাচ্ছে তা-ও নির্ধারণ হয়ে গেছে। এখন পর্যন্ত ২০ ওভারের ব্যাটে-বলের যুদ্ধে সবচেয়ে এগিয়ে রয়েছে কারা, চলুন তা দেখে নেওয়া যাক।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫ আসরে শীর্ষ ৫ ব্যাট্সম্যান
.
টেবিল: বিপিএল-এর ১১-তম আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের বিচারে সেরা ৫ ব্যাট্সম্যান
ক্রমিক
ব্যাট্সম্যান
দল
মোট রান
ম্যাচ
এক ইনিংসে সর্বোচ্চ রান
সেঞ্চুরি
হাফ সেঞ্চুরি
১
তানজিদ হাসান তামিম
ঢাকা ক্যাপিটাল্স
৪২০
১০
১০৮
১
৩
২
মোহাম্মদ এনামুল হক বিজয়
দুর্বার রাজশাহী
৩৭৯
১০
১০০
১
২
৩
লিটন দাস
ঢাকা ক্যাপিটাল্স
৩৪৮
৯
১২৫
১
২
৪
জাকির হাসান
সিলেট স্ট্রাইকার্স
৩৪২
৯
৭৫
-
৩
৫
গ্রাহাম ক্লার্ক
চিটাগাং কিংস
৩৩৫
৮
১০১
১
১
সর্বোচ্চ রান সংগ্রহ করে প্রথম সারির ব্যাটসম্যানদের মধ্যে সবার চেয়ে এগিয়ে রয়েছেন তানজিদ হাসান তামিম। ঢাকা ক্যাপিটাল্সের এই দুর্দান্ত খেলোয়াড়ের ১০ ম্যাচে সংগ্রহ মোট ৪২০ রান। এর মধ্যে রয়েছে ১টি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরি। তারা খেলা ম্যাচগুলোর মধ্যে সর্বসেরা হচ্ছে ১০৮ রানের ইনিংসটি।
১০ ম্যাচে সর্বমোট ৩৭৯ রান নিয়ে তালিকার ২ নাম্বারে আছেন দুর্বার রাজশাহীর মোহাম্মদ এনামুল হক বিজয়। তার ব্যাট থেকে এসেছে ২টি হাফ সেঞ্চুরি ও ১ টি সেঞ্চুরি, যেখানে সেঞ্চুরির ইনিংসটি ছিলো তার সেরা পারফরমেন্স।
আরো পড়ুন: ‘বাদ পড়ার পর’ জ্বলে উঠলেন লিটন, রেকর্ড বই এলোমেলো
বিপিএল ২০২৫-এ এ পর্যন্ত এক ইনিংসে সর্বোচ্চ রানের (১২৫) স্কোরের অধিকারী ঢাকা ক্যাপিটাল্সের লিটন দাস। কিন্তু ৯ ম্যাচে সংগৃহীত রানের হিসেবে তার অবস্থান নেমে এসেছে ৩ নাম্বারে। সেঞ্চুরির ইনিংস ছাড়া বাকি ম্যাচগুলোতে তার ২টি হাফ সেঞ্চুরি আছে।
চতুর্থ ব্যাট্সম্যানের নাম জাকির হাসান, এ পর্যন্ত যার সংগ্রহ ৯টি ম্যাচে মোট ৩৪২ রান। তার দখলে কোনও সেঞ্চুরি নেই, তবে ৩টি হাফ সেঞ্চুরি ও ৭৫ রানের স্কোর।
তালিকার সবশেষে রয়েছেন ইংলিশ ব্যাট্সম্যান গ্রাহাম ক্লার্ক। ৮ ম্যাচে ১টি হাফ সেঞ্চুরি ও ১ টি সেঞ্চুরি সহ তিনি মোট ৩৩৫ রান নিয়েছেন। সেঞ্চুরির (১০১ রান) ইনিংসটিই এখন পর্যন্ত তার সেরা পারফরমেন্স।
১১-তম বিপিএল আসরে আসরে শীর্ষ ৫ বোলার
.
টেবিল: বিপিএল-২০২৫-এ ফেজ-৪ শুরুর পূর্বে সর্বোচ্চ উইকেট বিবেচনায় শীর্ষস্থানীয় ৫ বোলার
ক্রমিক
বোলার
দল
উইকেট
ম্যাচ
ইনিংস/ওভার
এক ইনিংসে সেরা বোলিং
১
তাসকিন আহমেদ
দুর্বার রাজশাহী
২২
১০
৩২.২
৭/১৯
২
আকিফ জাভেদ
রংপুর রাইডার্স
১৫
৭
২৬.৫
৪/৩২
৩
আবু হায়দার রনি
খুলনা টাইগার্স
১৫
৮
৩০.৫
৪/৪৪
৪
খুশদিল শাহ
রংপুর রাইডার্স
১৪
৯
২৪
৩/১৮
৫
আলিস আল ইসলাম
চিটাগাং কিংস
১২
৮
৩১
৩/১৭
১০টি ম্যাচে ৩৮ ওভার ২ বল করে ২২টি উইকেট নিয়ে এখন অব্দি টুর্নামেন্টের সেরা বোলারের আসনে রয়েছে তাসকিন আহমেদ। দুর্বার রাজশাহীর এই পেসারের সেরা স্কোর ১৯ রানে ৭ উইকেট।
আরো পড়ুন: আবারও পরীক্ষায় ফেল, সাকিবের বোলিং নিষেধাজ্ঞা বহালই থাকছে
রংপুর রাইডার্সের হয়ে খেলা পাকিস্তানি ক্রিকেটার আকিফ জাভেদ আছেন দ্বিতীয় অবস্থানে। মাত্র ৭ ম্যাচে ২৬ ওভার ৫ বল করে তিনি উইকেট নিয়েছেন মোট ১৫টি। তার উল্লেখযোগ্য পারফরমেন্স হচ্ছে ৩২ রানের বিপরীতে ৪টি উইকেট।
আকিফ জাভেদের সমসংখ্যক উইকেট নিলেও তার তুলনায় একটি বেশি ম্যাচ খেলার কারণে তৃতীয় অবস্থানে রয়েছেন আবু হায়দার রনি। ৮ ম্যাচে তিনি বল করেছেন ৩০ ওভার ৫টি, যেখানে তার সেরা বোলিং ছিলো ৪৪ রান দিয়ে ৪ উইকেট সংগ্রহ।
চতুর্থ অবস্থানে থাকা বোলার পাকিস্তানের খুশদিল শাহ, যিনি খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। ৯ ম্যাচে ২৪ ওভার বলের বিনিময়ে তার অর্জন সব মিলিয়ে ১৪ উইকেট। তন্মধ্যে এক ইনিংসে তার সর্বোচ্চ স্কোর ৩ উইকেটের বিপরীতে ১৮ রান প্রদান।
তালিকার ৫-এ আছেন চিটাগাং কিংসের আলিস আল ইসলাম। ৮টি ম্যাচে ৩১ ওভারের মধ্যে তার উল্লেখযোগ্য বোলিং স্কোর ১৭ রানের বিনিময়ে ৩ উইকেট। আর সব ম্যাচ মিলিয়ে সংগ্রহ করেছেন ১২টি উইকেট।
২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগ শ্রেষ্ঠ ৪ দল
.
টেবিল: ১১-তম বিপিএল আসরে ফেজ-৪ শুরুর পূর্বে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা ৪টি দল
ক্রমিক
দল
ম্যাচ
জয়
পরাজয়
পয়েন্ট
নেট রান রেট
১
রংপুর রাইডার্স
৯
৮
১
১৬
১.২২৩
২
ফরচুন বরিশাল
৮
৬
২
১২
০.৯৯৩
৩
চিটাগাং কিংস
৯
৫
৪
১০
১.০৪৫
৪
খুলনা টাইগার্স
৯
৪
৫
৮
-০.১৪৮
বিপিএল-২০২৫ টুর্নামেন্টে সবথেকে এগিয়ে থাকা দলটি হচ্ছে রংপুর রাইডার্স। ৯টি ম্যাচের শুধু ১টি ছাড়া বাকি সবগুলোতে জয় নিয়ে দলটির সংগ্রহ ১৬ পয়েন্ট। সাথে আসরের সর্বোচ্চ নেট রান রেট ১.২২৩।
আরো পড়ুন: সাকিব-লিটনকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল ঘোষণা
দ্বিতীয় অবস্থানে থাকা দল ফরচুন বরিশাল ৮ ম্যাচের মাত্র ২টিতে হেরে সবগুলোতে জয় পেয়েছে। দলটির সংগৃহীত পয়েন্ট ১২ এবং নেট রানের অনুপাত ০.৯৯৩।
৯টি ম্যাচের ৪টিতে পরাজয় ও ৫টিতে জয় পেয়ে তালিকার ৩ নাম্বারে রয়েছে চিটাগাং কিংস। ১০ পয়েন্ট অধিকারী এই দলটির নেট রান রেট ১.০৪৫।
সবশেষে রয়েছে খুলনা টাইগার্স, যারা ৯ ম্যাচের ৪টিতে জয় পেয়ে সংগ্রহ করেছে ৮ পয়েন্ট। ৫ ম্যাচ পরাজয়ের কারণে দলের নেট রানের অনুপাত দাড়িয়েছে -০.১৪৮।
পরিশিষ্ট
বিপিএল ২০২৫-এ এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে থাকা ব্যাট্সম্যানরা হচ্ছেন তানজিদ হাসান তামিম, মোহাম্মদ এনামুল হক বিজয়, লিটন দাস, জাকির হাসান, এবং গ্রাহাম ক্লার্ক। আসরের সর্বোচ্চ উইকেটধারী বোলারদের মধ্যে রয়েছেন তাসকিন আহমেদ, আকিফ জাভেদ, আবু হায়দার রনি, খুশদিল শাহ, এবং আলিস আল ইসলাম। ব্যাট ও বলের পারফরমেন্স নির্বিশেষে সামগ্রিক ভাবে প্রতিযোগিতায় এগিয়ে থাকা দলগুলো হলো- রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, চিটাগাং কিংস, এবং খুলনা টাইগার্স।
আরো পড়ুন: পিএসএলের ড্রাফটে বাংলাদেশের ৩ ক্রিকেটার
৬২ দিন আগে
বিপিএল ২০২৪ ফাইনাল: প্রথমবারের মতো কুমিল্লার বিপক্ষে মাঠে বরিশাল
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) - ২০২৪ এর ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।
শুক্রবার ঢাকায় শিরোপা জয়ের লড়াইয়ে এ সিদ্ধান্ত নেন তিনি।
এর আগের চারটি ফাইনালের দারুণ রেকর্ড নিয়ে কুমিল্লা এবার আত্মবিশ্বাসের সঙ্গেই মাঠে নেমেছে। অন্যদিকে বরিশালের এটি চতুর্থ ফাইনাল হলেও এখনো তারা প্রথম বিপিএল শিরোপা জেতার অপেক্ষায়। (বিপিএলের ইতিহাসে বরিশালের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি মাঠে নেমেছে; এটি ফরচুন ফ্র্যাঞ্চাইজির জন্য দ্বিতীয় ফাইনাল।)
আরও পড়ুন : বিপিএল ফাইনালের টিকিট নিয়ে হুড়োহুড়ি
ভিক্টোরিয়ান্সরা তাদের লাইনআপে মুশফিক হাসানের জায়গায় মুস্তাফিজুর রহমানকে ফিরিয়ে এনেছে। তিনি মাত্রই মাথার চোট থেকে সেরে উঠেছেন। অন্যদিকে ফাইনালে কোনো পরিবর্তন না এনেই মাঠে নেমেছে বরিশাল।
এলিমিনেটরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে ওঠা বরিশালের।
শুরুর দুই ঘণ্টা আগে থেকেই হাজার হাজার দর্শকের ভিড়ে মুখর ছিল শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। কুমিল্লা ও বরিশাল উভয়েরই বিপুল সংখ্যক ফ্যান রয়েছে, যা ফাইনালের উত্তেজনা বাড়িয়ে তোলে।
আরও পড়ুন : বিপিএলকে 'সার্কাস' বললেন বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহে
৩৯১ দিন আগে
বাংলাদেশের হোম সিরিজের পাশাপাশি টি-স্পোর্টসে দেখা যাবে বিপিএল
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী দুই আসরের সম্প্রচার সত্ত্ব কিনেছে টি স্পোর্টস নেতৃত্বাধীন টি স্পোর্টস-কনসোর্টিয়াম।
টিভি পর্দায় টি স্পোর্টসের পাশাপাশি টি স্পোর্টস অ্যাপেও দেখা যাবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জৌলুসপূর্ণ আসর বিপিএল।
এদিকে, ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বাংলাদেশের সব হোম সিরিজের সত্ত্ব কিনেছে টি স্পোর্টস নেতৃত্বাধীন টি স্পোর্টস কনসোর্টিয়াম। যথারীতি টি স্পোর্টস ও জিটিভি সম্প্রচার করবে টাইগারদের ম্যাচগুলো, দেখা যাবে টি স্পোর্টস অ্যাপেও।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত ইংল্যান্ডের
সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের শুরুতে মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। ৭ দলের অংশগ্রহণে টুর্নামেন্ট চলবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত।
টি স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক বলেন, ‘দর্শক চাহিদার কথা চিন্তা করে আমরা বিপিএল দেখানোর সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অসংখ্য ধন্যবাদ আমাদের উপর আস্থা রাখার জন্য। বিপিএল দেখানোর পাশাপাশি টুর্নামেন্টের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য বিসিবির সঙ্গে এক হয়ে আমরা কাজ করতে চাই। আশাকরি, বিপিএল প্রডাকশনেও নতুন মাত্রা যোগ হবে এবার।’
নতুন মেয়াদে দশম ও ১১তম আসরের জন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) আহবান করে বিসিবি। টি স্পোর্টসের পাশাপাশি এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড, টপ অব মাইন্ড, ব্যানটেক লিমিটেড ও জিটিভি মিলে গঠিত কনসোর্টিয়াম বিপিএলের সত্ত্ব কিনে নিয়েছে। টেলিভিশনে টি স্পোর্টসের পাশাপাশি জিটিভিতে দেখা যাবে বিপিএলের পরবর্তী ২ আসরের সব ম্যাচও।
বাংলাদেশের হোম সিরিজের পরবর্তী পর্বে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত চারটি সিরিজ খেলবে টাইগাররা। বিশ্বকাপের পর যা শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: নেদারল্যান্ডসের বিরুদ্ধে টস জিতে ব্যাট করছে ভারত
বিপিএলের পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। টাইগারদের বিপক্ষে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।
এপ্রিলে ২টি টেস্ট ও ৫টি টোয়েন্টি ম্যাচ খেলতে আসবে জিম্বাবুয়ে আর অক্টোবরে দক্ষিণ আফ্রিকা আসবে ২টি ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। সবগুলো ম্যাচই দেখা যাবে দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে।
এদিকে, ২০২৮ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের সব হোম সিরিজের সত্ত্ব কিনেছে টি স্পোর্টস। ভিরাট কোহলি-রোহিত শর্মাদের সব হোম ম্যাচ দেখা যাবে টি স্পোর্টস টিভি ও টি স্পোর্টস অ্যাপে।
এ সময় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা-সহ প্রায় সব দেশের সঙ্গেই দ্বি-পাক্ষিক সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।
আগামী বছরের সেপ্টেম্বরে ২টি টেস্ট ও ৩টি টোয়েন্টি ম্যাচ খেলতে ইন্ডিয়া যাবে বাংলাদেশ দল। এই ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস নেটওয়ার্ক।
টি স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আরও সাদেক বলেন, বাংলাদেশের সব হোম ও অ্যাওয়ে ম্যাচের সম্প্রচার সত্ত্ব পাওয়া নিয়ে আমরা কাজ করছি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ইন্ডিয়ার রাইটস পাওয়া। টি স্পোর্টসের মাধ্যমে দেখা যাবে ইন্ডিয়ার সব হোম ম্যাচ। বাংলাদেশের দর্শকদের জন্য এটি অবশ্যই দারুণ খবর।
২০২৮ সাল পর্যন্ত ঘরের মাঠে ২৫ টেস্ট ২৪ ওয়ানডে ও ৩৯ টি টোয়েন্টি ম্যাচ খেলবে ইন্ডিয়া। এই ৮৮ ম্যাচই দেখা যাবে টি স্পোর্টসে।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ উইকেটে পরাজয় বাংলাদেশের
৪৯৯ দিন আগে
সাকিবের কাঁধে ভর করে বিপিএল-এ বরিশালের টানা তৃতীয় জয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১২ রানে হারিয়েছে ফরচুন বরিশাল।
শনিবার চট্টগ্রামে ব্যাট হাতে সাকিব আল হাসান বরিশালকে তৃতীয় জয় এনে দিয়েছেন।
আরও পড়ুন: দুর্বল ব্যবস্থাপনার অভিযোগের মধ্যেই বিপিএল শুরু শুক্রবার
টস হেরে প্রথমে ব্যাট করে সাকিবের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল।
১৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান করতে সক্ষম হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এর আগে টসে জিতে বরিশালকে প্রথমে ব্যাট করতে পাঠায় কুমিল্লা।
উদ্বোধনী জুটি ভালো করতে ব্যর্থ হলেও চার নম্বরে নেমে সাকিব আটটি চার ও চারটি ছক্কায় দলকে ২০ ওভারে ছয় উইকেটে ১৭৭ রান করতে নেতৃত্ব দেন।
এছাড়াও, বরিশালের হয়ে ইব্রাহিম জাদরান ও চতুরাঙ্গা ডি সিলভা যথাক্রমে ২৭ ও ২১ রান করেন।
এদিকে কুমিল্লার হয়ে তানভীর ইসলাম ৩৩ রানে চার উইকেট নেন।
এছাড়া ১৭৮ রান তাড়া করতে নেমে কুমিল্লা ২০ ওভারে সাত উইকেটে ১৬৫ রান করতে সক্ষম হয়।
তাদের পক্ষে খুশদিল শাহ ৪৩ এবং ইমরুল কায়েস ও মোসাদ্দেক হোসেন যথাক্রমে ২৮ ও ২৭ রান করেন।
তবে কুমিল্লার হয়ে ব্যাট হাতে ভালো করতে পারেননি পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান। তিনি ১১ বলে ১৮ রান করেন।
এছাড়া বিপিএলে বরিশাল তাদের তৃতীয় জয়ের মুখ দেখলেও কুমিল্লা এখনও একটি ম্যাচও জিততে পারেনি।
আরও পড়ুন: বিপিএল ২০২৩: জয় দিয়ে সিলেট স্ট্রাইকার্সের যাত্রা শুরু
এশিয়া কাপ ক্রিকেট: শ্রীলঙ্কা, আফগানিস্তানের গ্রুপে বাংলাদেশ
৮০৩ দিন আগে
প্রথমবারের মতো বিপিএলে নাম লেখালেন মর্গান, ডুমিনি
ঢাকা, ২১ জুলাই (ইউএনবি)- বিশ্বকাপজয়ী ইংল্যান্ড অধিনায়ক এউইন মর্গান আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলবেন। প্রথমবারের মতো বিপিএলে অংশ নিতে যাচ্ছেন ইংলিশ অধিনায়ক।
২০৭৬ দিন আগে