রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন আন্তর্জাতিক আদালত
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) শুক্রবার জানিয়েছেন, ইউক্রেন থেকে শিশুদের বেআইনিভাবে সরিয়ে নেয়ার অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালত এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেনের অধিকৃত এলাকা থেকে শিশুদের অবৈধভাবে রুশ ফেডারেশনে স্থানান্তরের যুদ্ধাপরাধের জন্য পুতিন দায়ী, এমনটাই সন্দেহ করা হচ্ছে।
একই অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের শিশু অধিকার কমিশনার মারিয়া আলেক্সেভনা লভোভা-বেলোভার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এই পদক্ষেপটিকে মস্কো তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে এবং ইউক্রেন একটিকে বড় অগ্রগতি হিসেবে স্বাগত জানিয়েছে। তবে এর ব্যবহারিক প্রভাব নগণ্য হতে পারে।
আরও পড়ুন: ইউক্রেনের সঙ্গে যুদ্ধে অনুশোচনা নেই পুতিনের
যদিও আদালত এর আগেও বিশ্ব নেতাদের নানা কারণে অভিযুক্ত করেছে, তবে এই প্রথম এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচস্থায়ী সদস্যের মধ্যে একটির রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে পরোয়ানা জারি করল।
আদালতের সভাপতি পিওতর হফম্যানস্কি এক ভিডিও বিবৃতিতে বলেছেন, আইসিসির বিচারকরা পরোয়ানা জারি করলেও তা কার্যকর করার দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের। পরোয়ানা কার্যকর করার জন্য আদালতের নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই।
তিনি বলেন, ‘আইসিসি আইন আদালত হিসেবে তার কাজ করছে। বিচারকরা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বাস্তবায়ন নির্ভর করছে আন্তর্জাতিক সহযোগিতার ওপর।’
আরও পড়ুন: বিতর্ক এড়াতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না পুতিন
১ বছর আগে
আর্মেনিয়া-আজারবাইজান সংঘর্ষ: মধ্যস্থতা করতে চায় রাশিয়া
বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে চলমান সংঘর্ষ বন্ধে শান্তি আলোচনা আয়োজনের প্রস্তাব দিয়েছে রাশিয়া। খবর বিবিসির।
৪ বছর আগে