লিফলেট
সিলেটে লিফলেট বিতরণের সময় বিএনপির ৪ নেতা-কর্মী আটক
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে সিলেটে লিফলেট বিতরণের সময় বিএনপির চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৫ জানুয়ারি) জুমার নামাজের পর নগরীর আম্বরখানায় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণকালে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: আরসার লজিস্টিক শাখার প্রধান রহমত উল্লাহসহ আটক ৩
আটকরা হলেন, জেলা বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক জালাল খান, সিলেট মহানগর বিএনপি নেতা আলী হায়দার মজনু, বিএনপি নেতা আকবর এবং আরেকজনের নাম জানা যায়নি।
জানা যায়, শুক্রবার বাদ জুমা নগরীর আম্বরখানা এলাকায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে বিএপির নেতা-কর্মীরা লিফলেট বিতরণ শেষে মিছিলের প্রস্তুতি নেয়। এসময় পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
আরও পড়ুন: শেরপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৯
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, যানবাহন বন্ধ করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে চারজনকে আটক করা হয়েছে। আটকদের পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
এ ঘটনার পরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল নগরীর চৌহাট্টায় গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলায় আহত ১০, আটক ১
১০ মাস আগে
ভোট দিতে কোনো চাপ নেই, তবে 'একটি দলের' লিফলেটে না দিতে বলা হয়েছে: সিইসিকে উদ্ধৃত করে পররাষ্ট্র সচিব
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল স্পষ্ট করে বলেছেন, ভোটারদের ভোট দিতে কেন্দ্রে যাওয়ার জন্য কোনো চাপ নেই, তবে ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণের বিষয়ে চাপ দেখা যাচ্ছে।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বৃহস্পতিবার ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের জন্য আয়োজিত এক ব্রিফিংয়ে সিইসিকে উদ্ধৃত করে বলেন, 'নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ ধরনের কোনো চাপ নেই, এমনকি তার কাছেও এমন কোনো প্রমাণ নেই।’
ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার চাপের বিষয়ে এক কূটনীতিক তার বক্তব্য জানতে চাইলে সিইসি এ কথা বলেন।
এর জবাবে সিইসি বলেন, নির্বাচন বর্জনকারী একটি রাজনৈতিক দলের (বিএনপি) লিফলেট বিতরণ এবং জনগণকে ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানানোর বিষয়ে জানান।
আরও পড়ুন: আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে: সিইসি
পররাষ্ট্র সচিব বলেন, নির্বাচন কমিশন আয়োজিত ব্রিফিংয়ে অর্ধশতাধিক কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সিইসি আউয়াল ৭ জানুয়ারির নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে একটি আপডেট দেন, এরপর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র সচিব বলেন, বিদেশি কূটনীতিকদের জন্য এ ধরনের সুযোগ বিরল।
তিনি আশা প্রকাশ করেন, এই ব্রিফিং কূটনীতিকদের তাদের বিস্তৃত প্রতিবেদনের মাধ্যমে তাদের নিজ নিজ দেশকে নির্বাচন সম্পর্কে জানাতে সহায়তা করবে।
মাসুদ মোমেন বলেন, কূটনীতিকরা ইসির সঙ্গে যোগাযোগ রাখছেন এবং ঘন ঘন আদান-প্রদানের মাধ্যমে তাদের আপডেট রাখা হচ্ছে।
তিনি বলেন, কূটনীতিকদের সব তথ্য জানানো হয়েছে এবং এ কারণেই খুব বেশি প্রশ্ন করা হয়নি।
পররাষ্ট্র সচিব বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকরা ঢাকায় আসতে শুরু করেছেন। তারা সুবিধাজনক মনে হলে ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবেন।
সফলভাবে নির্বাচনের প্রস্তুতির ক্ষেত্রে যাতে কোনো ঘাটতি না থাকে তা নিশ্চিত করেছে ইসি।
আরও পড়ুন: এবার নতুন ভোটার হয়েছে ১ কোটি ৫৪ লাখ: ইসি
১০ মাস আগে
গণসংযোগ ও লিফলেট বিতরণ সোমবার পর্যন্ত বাড়িয়েছে বিএনপি
৩১ ডিসেম্বর রাত ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে কঠোর কোনো কর্মসূচি না দিয়ে চলমান গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি আরও দুই দিন বাড়িয়ে সোমবার পর্যন্ত করেছে বিএনপি।
শনিবার (৩০ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন কর্মসূচি ঘোষণা করেন।
এসময় তিনি বলেন, ‘সারাদেশে আমাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম চলছে। আগামীকাল (রবিবার) বছরের শেষ দিন এবং পরের দিন আগামী বছরের প্রথম দিন...সাধারণত অনেকেই এই দুই দিনকে ভিন্নভাবে উদযাপন করেন।’
বাংলাদেশে জনগণের আনন্দের মেজাজে এই দিনগুলো উদযাপন করার মতো পরিস্থিতি না থাকলেও বিএনপি জনগণের স্বার্থ বিবেচনা করে তাদের জন্য গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি দুই দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানান রিজভী।
তিনি বলেন, তাদের দলের সমমনা বিরোধী দলগুলোও একই ধরনের কর্মসূচি পালন করবে।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন... জনগণের মনে আনন্দ নেই কারণ তারা দেশে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।’
আরও পড়ুন: ক্ষমতা হারানোর ভয়ে সুষ্ঠু নির্বাচন করতে চায় না সরকার: মঈন খান
রিজভী বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ নজিরবিহীন কারচুপি এবং রাতের বেলা ব্যালট স্টাফিংয়ের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল। ‘আমরা এর নিন্দা জানাই এবং তাদের প্রতি আমাদের ঘৃণা প্রকাশ করি।’
এর আগে বৃহস্পতিবার চলমান গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি শনিবার পর্যন্ত বাড়িয়েছে দলটি।
২৪ ডিসেম্বর দলটি ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া তিন দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করে।
বর্তমান সরকারকে পদত্যাগ করতে এবং নির্দলীয় নিরপেক্ষ প্রশাসনের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে বাধ্য করতে গত বছরের ১০ ডিসেম্বর থেকে প্রায় তিন ডজন বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে বিএনপি যুগপৎ আন্দোলন চালিয়ে আসছে।
গত ২৮ অক্টোবর দলের মহাসমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর বিএনপির আন্দোলন গতি হারিয়ে ফেলে। কারণ এরপর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেক সিনিয়র নেতাকে গ্রেপ্তার করা হয় এবং অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারের ভয়ে আত্মগোপনে চলে যায়।
তবে বিএনপি ও সমমনা দলগুলো ২৯ অক্টোবর থেকে ১২ দফায় ২৩ দিন দেশব্যাপী অবরোধ এবং চার দফায় পাঁচ দিন হরতাল পালন করেছে।
অবশেষে ২০ ডিসেম্বর বিরোধী দল অসহযোগ আন্দোলনের ডাক দেয়।
আরও পড়ুন: বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রতিবেশী দেশ হস্তক্ষেপ করছে: রিজভী
শনিবার পর্যন্ত চলবে বিএনপির গণসংযোগ কর্মসূচি
১০ মাস আগে
কৃষিমন্ত্রীর হাতে এক দফার লিফলেট দিলেন বিএনপি নেতা মিলন
সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের ‘এক দফা’ দাবি-সম্পর্কিত লিফলেট কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের হাতে তুলে দিয়েছেন বিএনপি নেতা ফজলুল হক মিলন।
শুক্রবার (২১ জুলাই) জুমার নামাজের পর রাজধানীর একটি একটি মসজিদের সামনে মন্ত্রীর হাতে একটি প্রচারপত্র এগিয়ে দেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন।
আরও পড়ুন: বিএনপি রাজধানীতে শোকমিছিল করবে বৃহস্পতিবার
এ সময় মন্ত্রী প্রচারপত্রটি হাসিমুখে তা গ্রহণ করেন।
বিএনপি নেতারা তাদের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন মসজিদের সামনে মুসল্লিদের মধ্যে লিফলেট বিতরণ করেন।
এছাড়া বিএনপির গাজীপুর জেলা শাখার সভাপতি মিলনসহ দলীয় নেতা-কর্মীরা সার্কিট হাউস মসজিদের সামনেও লিফলেট বিতরণ করছিলেন।
ইউএনবি’র সঙ্গে আলাপকালে মিলন বলেন, তিনি মসজিদের সামনে প্রায় আড়াইশ জনের মধ্যে লিফলেট বিতরণ করেন।
তিনি বলেন, কৃষিমন্ত্রী যখন নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন, আমি তাকে একটি লিফলেট দিয়েছিলাম।
তিনি আরও বলেন, আমি ড. কামাল হোসেনকেও সেখানে পেয়েছিলাম এবং তাকে একটি লিফলেটও দিয়েছিলাম।
এদিকে এক পাতার লিফলেটে বিএনপি ও সমমনা দলগুলোর এক দফা আন্দোলন সফল করতে রাজপথে নামার আহ্বান জানানো হয়েছে।
লিফলেট-এ লেখা রয়েছে-
অবৈধ সরকারকে অবশ্যই পদত্যাগ করতে বাধ্য করতে হবে এবং দেশ ও এর জনগণকে সর্বব্যাপী দুর্নীতি এবং বিপজ্জনক জঙ্গল শাসন থেকে বাঁচানোর জন্য নির্দলীয় নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে।
লিফলেটে ‘শেখ হাসিনার পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠাসহ এক দফা দাবিতে সারা দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ’ শিরোনামে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের নোংরা কৌশলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
এর আগে বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন যে, তাদের দলের নেতাকর্মীরা সরকারের পদত্যাগসহ এক দফা দাবি জানাতে জুমার নামাজের পর সারাদেশের মসজিদে মুসল্লিদের মধ্যে লিফলেট বিতরণ করবেন।
আরও পড়ুন: ডেঙ্গুর ব্যর্থতায় ঢাকার দুই মেয়রের পদত্যাগ চায় বিএনপি
এক দফা আন্দোলন ঠেকাতে লক্ষ্মীপুরে সজীব হত্যা: বিএনপি
১ বছর আগে
বিএনপির গণসমাবেশে লিফলেট বিতরণকালে হামলা, আহত ৫
বরিশালের উজিরপুরে বিভাগীয় গণসমাবেশ উপলক্ষ্যে লিফলেট বিতরণকালে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। সোমবার বেলা ১১ টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের শানুহার বাসস্ট্যান্ড এলাকায় ওই হামলায় ৫ নেতাকর্মী আহতের দাবি করেছে বিএনপি।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাইয়ুম খান দাবি করেছেন, শ্রমিক লীগ নেতার নেতৃত্বে যুব ও ছাত্রলীগের নেতা কর্মীরা পুলিশের সহায়তায় হামলা চালিয়েছে। এছাড়া সশস্ত্র হামলায় তিনি সহ শ্রমিক দলের মিঠু বালী, শাহীন সিকদার, বিএনপি নেতা মো. বুলু ও শ্রমিক দলের উপজেলার সভাপতি মো. হাইয়ুম আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আরও পড়ুন: বরিশালে বাড়বে ঘূর্ণিঝড়ের প্রভাব
তিনি আরও বলেন, বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ উপজেলার বিভিন্নস্থানে লিফলেট বিতরণ করবেন। তাদের আগমন উপলক্ষ্যে নেতৃবৃন্দদের নিয়ে শানুহার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন। এ সময় শ্রমিক লীগের সভাপতি শিপন মোল্লার নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাসস্ট্যান্ড এলাকায় আসে। তাদের কোন নেতা আসবে প্রচার করে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে মিছিলের প্রস্তুতি নেয়।
কাইয়ুম আরও বলেন, তখন পুলিশ তাদের ঠেলে রাস্তার অপর পাশে নিয়ে যায়। এক পর্যায়ে তাদের ঘটনাস্থল ত্যাগের নির্দেশ দেয়। তারা সেখান থেকে না সরলে শ্রমিক লীগ নেতা শিপন ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দীনের নেতৃত্বে লাঠি-সোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে।
পুলিশের সহায়তায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের পিটিয়ে আহত করেছে।
উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক পলাশ জানিয়েছেন, চারজন হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুল হাসান বলেন, উভয় পক্ষ ঘটনাস্থলে ছিলো। পুলিশ উভয় পক্ষকে নিবৃত্ত করেছে। কোন হামলার ঘটনা ঘটেনি।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়েতউদ্দীন সরদার বলেন, এমন কোন হামলার ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: বরিশালে এখনও পানিবন্দি হাজারো মানুষ
বরিশালে পুলিশের ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার
২ বছর আগে
কুমিল্লায় সড়ক পরিবহন আইন সংক্রান্ত লিফলেট বিতরণ
নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নে আইন সংক্রান্ত সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেছে কুমিল্লা জেলা পুলিশ।
৫ বছর আগে