কোভিড -১৯
ব্রাহ্মণবাড়িয়ায় দক্ষিণ আফ্রিকা ফেরত ৭ প্রবাসীর বাড়িতে লাল পতাকা
কোভিড -১৯ এর নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ায় দক্ষিণ আফ্রিকা ফেরত সাত প্রবাসীর বাড়িতে লাল পতাকা টাঙানোর সিদ্ধান্ত হয়েছে।
সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খানের সভাপতিত্বে করোনা কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে দক্ষিণ আফ্রিকা ফেরতদের আপাতত হোম কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় আখাউড়া স্থলবন্দর দিয়ে সকল যাত্রী পারাপারে কঠোরভাবে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনা জারি করা হয়েছে।
এছাড়া সভায় করোনার টিকা দ্রুত বাড়ানোর পাশাপাশি রেজিস্ট্রেশন করা দুই লাখ লোককে দ্রুত টিকা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেয়ার কথা জানানো হয়।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে একজন, কসবার তিন জন, নবীনগরের একজন ও সদর উপজেলার দু’জন বাসিন্দা দেশে এসেছে।
জেলা প্রাশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন এর সভাপতিত্বে সিভিল সার্জন ডা. মো. একরামুল্লাহ, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি বক্তব্য দেন।
আরও পড়ুন: ওমিক্রন: ভারতের ‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় বাংলাদেশ
‘ওমিক্রন’ সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১৫ পদক্ষেপ
৩ বছর আগে
বুলগেরিয়া থেকে অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৭০ হাজার ডোজ টিকা পেলো বাংলাদেশ
বাংলাদেশ অনুদান হিসেবে বুলগেরিয়া থেকে অ্যাস্ট্রাজেনেকা ২ লাখ ৭০ হাজার ডোজ টিকা পেয়েছে। বুধবার চালানটি তুর্কি এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইটে করে বাংলাদেশে এসে পৌঁছেছে।
এটি কোভিড -১৯ মহামারি মোকাবিলায় যৌথ প্রচেষ্টাকে নির্দেশ করে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজিএইচএস) একজন প্রতিনিধি টিকা চালানটি গ্রহণ করেছেন।
আরও পড়ুন: অ্যাস্ট্রাজেনেকার পঞ্চম চালান আসছে আজ
৩ বছর আগে
৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে বিএনপি
আগামী ১ সেপ্টেম্বর ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য ভার্চুয়াল আলোচনাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি।
মঙ্গলবার বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।
আরও পড়ুন: ভবিষ্যত প্রজন্মের ‘ভয়ংকর ক্ষতি’ করছে সরকার: বিএনপি
প্রিন্স বলেন, তারা সামাজিক দূরত্বের নিয়ম বজায় রেখে সমস্ত অনুষ্ঠান করবেন।
কর্মসূচি অনুযায়ী, ১ সেপ্টেম্বর সকাল ৬ টায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় এবং সারাদেশে বিএনপির অন্যান্য সকল কার্যালয়ে দলের পতাকা উত্তোলন করা হবে।
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সকাল ১১ টায় দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও মিলাদ আয়োজন করবেন।
আরও পড়ুন: বিএনপি জঙ্গিগোষ্ঠী দিয়ে গ্রেনেড হামলা চালিয়েছিল: তথ্যমন্ত্রী
পরে দুপুর ১২ টায় বিএনপির ঢাকা দক্ষিণ ও উত্তর ইউনিটের নেতাকর্মীরা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন।
এইদিন বিকাল তিনটায় ভার্চুয়াল আলোচনারও আয়োজন করবে দলটি।
এছাড়া সারাদেশে বিএনপির সহযোগী সংস্থা এবং তাদের সকল ইউনিট দলের কোভিড -১৯ হেল্প সেন্টারের মাধ্যমে আলোচনা এবং করোনা আক্রান্ত রোগীদের সহায়তা প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে দিবসটি পালন করবে।
আরও পড়ুন: বিএনপির পায়ের তলায় মাটি নেই: তথ্যমন্ত্রী
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি নিয়ে বিএনপি গঠন করেছিলেন।
৩ বছর আগে
করোনা: মার্চের তৃতীয় সপ্তাহের পর বাংলাদেশে আক্রান্তের ৮১ শতাংশই দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়ান্ট
২০২১ সালের মার্চ মাসের তৃতীয় সপ্তাহের পর থেকে বাংলাদেশে করোনা আক্রান্তের ৮১ শতাংশই দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়ান্ট পাওয়া গেছে।
আইসিডিডিআর, বি দ্বারা পরিচালিত একটি গবেষণা এই তথ্য প্রকাশ করেছে।
আইসিডিডিআর, বি-এর গবেষণা দলটি মার্চ ১৮ থেকে ২৪ এর মধ্যে কোভিড -১৯ পজিটিভ রোগীদের মধ্যে স্যাটস সিওভি -২ ভাইরাসের ৫৭ টি নমুনার জিনোমিক সিকোয়েন্স ডেটা বিশ্লেষণ করেছে যেখানে তারা দক্ষিণ আফ্রিকার ভেরিয়েন্টটি পেয়েছে।
করোনাভাইরাসের এই ধরণটি দ্রুত ছড়িয়ে পরে এবং নতুন জিনগত পরিবর্তন হয়, যার প্রকাশভঙ্গি ভিন্ন এবং ভ্যাকসিনের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে।
আরও পড়ুন: স্বাস্থ্যবিধি না মানলে করোনা নিয়ন্ত্রণে আসবে না: মন্ত্রী
আইসিডিডিআর, বি ২০২১ সালের ৬ জানুয়ারি প্রথম যুক্তরাজ্যের ধরণটি চিহ্নিত করেছিল; তবে, জিআইএসএআইডি.ওআরজে সারস-কোভ -২ সিকোয়েন্স ডাটাবেসটি ইঙ্গিত দিয়েছে যে যুক্তরাজ্যের ধরণটি ইতিমধ্যে দেশে ২০২০ সালের ডিসেম্বরে প্রচলিত ছিল। যুক্তরাজ্যের ধরণটি ধীরে ধীরে সময়ের সাথে সাথে ২০২১ সালের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বেড়েছে, সর্বোচ্চ পজিটিভিটির হার (৫২%) দিয়ে।
তবে দক্ষিণ আফ্রিকার করোনাভাইরাসের নতুন ধরণটি আসার পর থেকে ভাইরাস ছড়ানোর ক্ষেত্রে একটি নতুন পরিবর্তন লক্ষ্য করা গেছে। ২০২১ সালের মার্চের তৃতীয় সপ্তাহের মধ্যে অন্যান্য ধরনগুলোকে ছাপিয়ে এটি সর্বাধিক প্রচলিত ধরন হয়ে উঠে।
আরও পড়ুন: সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না
উল্লেখযোগ্যভাবে, আইসিডিডিআর, বি ওয়েবসাইট অনুসারে, ২০২১ সালের মার্চ মাসের চতুর্থ সপ্তাহে দক্ষিণ আফ্রিকার ধরণটি ৮১% করোনা পজিটিভ নমুনায় পাওয়া গিয়েছে।
এই অনুসন্ধানের আলোকে, আইসিডিডিআর, বি সবাইকে সম্প্রতি বাংলাদেশ সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে।
নতুন এই ধরনের বিরুদ্ধে ভ্যাকসিন কাজ নাও করতে পারে
আরও পড়ুন: লকডাউনের তৃতীয় দিন: আন্তনগর বাস চলছে
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান অতীতে বহুবার উদ্বেগ প্রকাশ করেছেন যে দক্ষিণ আফ্রিকাতে প্রথম সনাক্ত হওয়া ধরনটির বিরুদ্ধে এখন পর্যন্ত আবিষ্কৃত ভ্যাকসিনগুলি কম কার্যকর হতে পারে।
৩ বছর আগে
জনসমাগমে বিধিনিষেধসহ কোভিডের তীব্রতা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮-দফা নির্দেশনা
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) বাংলাদেশে করোনা রোধের লক্ষ্যে আগামী দুই সপ্তাহের জন্য ১৮ দফা নির্দেশ জারি করেছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত আগামী দুই সপ্তাহ এসব নির্দেশনা কার্যকর থাকবে।
নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ ও এজেন্সিগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আরও পড়ুন: মানুষের বেপরোয়া চলাফেরার কারণে করোনার সংক্রমণ বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী
এই নির্দেশননাবলী জনসমাগমের উপর নিষেধাজ্ঞা, মাস্ক ব্যবহার, ১৪ দিনের কোয়ারেন্টাইন, কোভিড -১৯ স্বাস্থ্যবিধি বজায় রাখা সম্পর্কিত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে সরকার নিম্নলিখিত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আরও পড়ুন: বাংলাদেশে করোনার ‘নতুন ধরনের’ ১০ রোগী শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
নির্দেশনাগুলো হলো:
১) সকল ধরনের জনসমাবেশ (সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় এবং অন্যান্য) সীমিত রাখতে হবে। অত্যন্ত সংক্রমণের হারযুক্ত অঞ্চলে সকল ধরনের জনসমাগম নিষিদ্ধ। বিবাহ ও জন্মদিনসহ যে কোনো সামাজিক অনুষ্ঠান উপলক্ষে জনসমাবেশকে নিরুৎসাহিত করতে হবে।
২)এটি নিশ্চিত করতে হবে যে মসজিদসহ সকল উপাসনালয়ে স্বাস্থ্যবিধি যথাযথভাবে বজায় রাখা।
৩) পর্যটন/ বিনোদন কেন্দ্র সিনেমা হল/ থিয়েটার হলে জনসমাগম সীমিত করতে হবে এবং সব ধরনের মেলা আয়োজন নিরুৎসাহিত করতে হবে।
৪) গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং কোনো গাড়িতে ধারণ ক্ষমতার ৫০ ভাগের বেশি যাত্রী পরিবহন করা যাবে না।
৫) কোভিড -১৯ সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাতে আন্তজেলা যান চলাচল সীমিত করতে হবে; প্রয়োজনে বন্ধ রাখতে হবে।
৬) বিদেশ থেকে আগত যাত্রীদের ১৪ দিন পর্যন্ত প্রাতিষ্ঠানিক (হোটেলে নিজ খরচে) কোয়ারেন্টাইন থাকতে হবে।
৭) নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি পরিপালনপূর্বক ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা করতে হবে; ওষুধের দোকানে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।
৮)স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোয় মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করতে হবে।
৯)শপিং মলে ক্রেতা-বিক্রেতা উভয়েরই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।
১০) সব শিক্ষা প্রতিষ্ঠান (প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাদরাসা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়) ও কোচিং সেন্টার বন্ধ থাকবে।
১১) অপ্রয়োজনীয় ঘোরাফেরা, লোক সমাগম বন্ধ করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বাইরে বের হওয়া নিয়ন্ত্রণ করতে হবে।
১২) প্রয়োজনে বাইরে গেলে মাস্ক পরিধানসহ সব ধরনের স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করতে হবে। মাস্ক পরিধান না করলে কিংবা স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
১৩) করোনায় আক্রান্ত/ করোনার লক্ষণযুক্ত ব্যক্তির আইসোলেশন নিশ্চিত করতে হবে। করোনায় আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে আসা অন্যান্যদেরও কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে।
১৪) জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস/প্রতিষ্ঠান শিল্প কারখানাগুলো ৫০ ভাগ জনবল দ্বারা পরিচালনা করতে হবে। গর্ভবতী/ অসুস্থ/ বয়স ৫৫-ঊর্ধ্ব কর্মকর্তা/ কর্মচারীর বাড়িতে অবস্থান করে কাজ করার ব্যবস্থা নিতে হবে।
১৫) সভা, সেমিনার, প্রশিক্ষণ, কর্মশালা যথাসম্ভব অনলাইনে আয়োজনের ব্যবস্থা করতে হবে।
১৬) সশরীরে উপস্থিত হতে হয় এমন যেকোনো ধরনের গণপরীক্ষার ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করতে হবে।
১৭) হোটেল-রেস্তোরাঁগুলোতে ধারণ ক্ষমতার ৫০ ভাগের বেশি মানুষের প্রবেশ বন্ধ করতে হবে।
১৮) কর্মক্ষেত্রে প্রবেশ এবং অবস্থানকালীন সর্বদা বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করতে হবে।
৩ বছর আগে
কোভিডে আক্রান্ত কবি মনজুরে মওলার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
প্রাবন্ধিক, কবি ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মনজুরে মওলার মৃত্যুতে রবিবার গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
৪ বছর আগে
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রবিবার শুরু হয়েছে। ক্যাম্পেইন চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এ ভিটামিন খাওয়ানো হবে।
৪ বছর আগে