আগামী ১ সেপ্টেম্বর ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য ভার্চুয়াল আলোচনাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি।
মঙ্গলবার বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।
আরও পড়ুন: ভবিষ্যত প্রজন্মের ‘ভয়ংকর ক্ষতি’ করছে সরকার: বিএনপি
প্রিন্স বলেন, তারা সামাজিক দূরত্বের নিয়ম বজায় রেখে সমস্ত অনুষ্ঠান করবেন।
কর্মসূচি অনুযায়ী, ১ সেপ্টেম্বর সকাল ৬ টায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় এবং সারাদেশে বিএনপির অন্যান্য সকল কার্যালয়ে দলের পতাকা উত্তোলন করা হবে।
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সকাল ১১ টায় দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও মিলাদ আয়োজন করবেন।
আরও পড়ুন: বিএনপি জঙ্গিগোষ্ঠী দিয়ে গ্রেনেড হামলা চালিয়েছিল: তথ্যমন্ত্রী
পরে দুপুর ১২ টায় বিএনপির ঢাকা দক্ষিণ ও উত্তর ইউনিটের নেতাকর্মীরা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন।
এইদিন বিকাল তিনটায় ভার্চুয়াল আলোচনারও আয়োজন করবে দলটি।
এছাড়া সারাদেশে বিএনপির সহযোগী সংস্থা এবং তাদের সকল ইউনিট দলের কোভিড -১৯ হেল্প সেন্টারের মাধ্যমে আলোচনা এবং করোনা আক্রান্ত রোগীদের সহায়তা প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে দিবসটি পালন করবে।
আরও পড়ুন: বিএনপির পায়ের তলায় মাটি নেই: তথ্যমন্ত্রী
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি নিয়ে বিএনপি গঠন করেছিলেন।