সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাবিপ্রবির শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান।
মৃত মিনহাজুল আবেদীন যশোরের মনিরামপুর উপজেলার সালামতপুর গ্রামের মো. ফারুক উদ্দিনের ছেলে এবং বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। এছাড়াও, তিনি বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস বিষয়ক সংগঠন ‘রোবোআড্ডা’র প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে নিজ বাড়িতে আমাদের বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মিনহাজুল আবেদীন আত্মহত্যা করেছেন। তার মা আজ (বৃহস্পতিবার) সকালে ফোন দিয়ে আমাদের জানিয়েছেন।
তিনি আরও বলেন, তবে কি কারণে আত্মাহত্যা করেছে সেটা জানা যায়নি। আমরা শুনেছি সে আগেও কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল।
আরও পড়ুন: যশোরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা
ভাবি-ভাতিজির প্ররোচনায় নিজ গলায় ছুরি চালিয়ে প্রবাসীর আত্মহত্যা!
১ বছর আগে
প্রধানমন্ত্রীর কাছে হত্যার বিচার চাইলেন শাবির শিক্ষার্থী বুলবুলের মা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছেলে হত্যা বিচারে চেয়েছেন নিহত সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বুলবুলের মা।
বুলবুলের মা ইয়াসমিন বেগম বলেন, 'আপনাদেরও সন্তান আছে, আপনারাও মায়ের সন্তান। আমার ছেলে বেঁচে থাকলে আপনাদের মতো হত। জীবনে সফল হওয়ার আগেই তারে মাটির নিচে (কবরে) দিয়ে দিছি। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এর বিচার চাই। অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই।'
রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হল প্রভোস্টের কার্যালয়ে বুলবুলের ব্যবহৃত জিনিসপত্র হস্তান্তরের সময় তিনি কান্নাজড়িত কন্ঠে কথাগুলো বলেন।
আরও পড়ুন: নিহত বুলবুলের পরিবারকে ৫ লাখ টাকা দিচ্ছে শাবিপ্রবি প্রশাসন
এই সময় নিহত বুলবুলের ভাই-বোনসহ পরিবারের পাঁচ সদস্য উপস্থিত ছিলেন।
এদিকে বুলবুলের বোন সোহাগী আক্তারের ধারণা বুলবুলের হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত।
তিনি বলেন, মনে হয় বুলবুলের ওপর কারও ক্ষোভ ছিল। এভাবে মেরে ক্ষোভ প্রকাশ করেছে। এমন হতে পারে ওদের (আসামি) কে বলছে, তোমরা গিয়ে বল, তোমরা খুন করছো, তোমাদের টাকা দিয়ে ছাড়িয়ে আনব, তোমরা এখন ধরা দাও। হত্যাকাণ্ডের পেছনে অবশ্যই কারও না কারও হাত আছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সবকিছু বের করা হোক।
বিচার প্রক্রিয়া নিয়ে এখনও সন্তুষ্ট না সোহাগী আক্তার।
আরও পড়ুন: শাবিপ্রবি ক্যাম্পাসে ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত
তিনি বিলেন, যে তিনজনকে ধরা হয়েছে তাদের রিমান্ডে নেয়া হোক। তাহলে তারা বলবে, কারা উনাদেরকে পাঠিয়েছে। উনাদের মত মানুষ যাদের একজন রাজমিস্ত্রি আর একজন ক্যান্সারের রোগী কীভাবে তাদের এত সাহস হয়? ছিনতাইকারীরা এভাবে নির্মমভাবে হত্যা করতো না।
২ বছর আগে
শাবির তৃতীয় সমাবর্তনে বক্তা সৈয়দ মনজুরুল ইসলাম
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) তৃতীয় সমাবর্তনে বক্তা হচ্ছেন বিশিষ্ট লেখক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।
৪ বছর আগে