নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নথি জালিয়াতি: ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নথি জালিয়াতির অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সাবেক কোষাধ্যক্ষ এয়ার কমডোর (অব.) রবিউল আউয়ালসহ আটজনের বিরুদ্ধে সোমবার অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক ইউএনবিকে জানান, অভিযোগগুলো দুদকের এখতিয়ারভুক্ত হওয়ায় এবং ঢাকার একটি আদালত জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলাটি তদন্তে দুদককে নির্দেশ দিলে কমিশনের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী আটজনের বিরুদ্ধে মামলা করেন।
এর আগে পুলিশ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। মামলার আসামিরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তরিকুল ইসলাম মমিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মী ফাতেমা খাতুন, নাজিম উদ্দিন, রুবেল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফরহাদ হোসেন ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের সাবেক কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত এয়ার কমডোর এম আব্দুস সালাম আজাদ।
আরও পড়ুন: মহাসড়কের জমি বন্ধক রেখে ঋণ: দুদককে অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭ মোহাম্মদ রফিকুল আলম বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি করেন।
মামলা অনুসারে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) কোষাধ্যক্ষ পদের জন্য তিনজনের শিক্ষা মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত তালিকার বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের একটি নথি কার্যালয় থেকে চুরি হয়েছে।
এতে আরও বলা হয়, ছাত্রলীগ নেতা তরিকুলের নির্দেশে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকার বিনিময়ে পিএমওর কর্মী ফাতেমা নথিটি চুরি করে গত ১ মার্চ পিএমও গেট-৪ এর সামনে ফরহাদকে দেয়।
চার্জশিট অনুসারে, কে কোষাধ্যক্ষ হবে সেই বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে ভুলভাবে উপস্থাপন করে জাল নথিটি ৩ মার্চ অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কার্যালয়ে জমা দেয়া হয়েছিল।
আরও পড়ুন: দুদক মামলায় সম্রাটের জামিন নামঞ্জুর, মুক্তি মিলছে না
২ বছর আগে
‘ব্লেন্ডেড এডুকেশন সিস্টেম’ চালু করার কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী
বয়স যেন জ্ঞান অর্জন করার জন্য কোন প্রতিবন্ধক না হয় সে জন্য সরকার ব্লেন্ডেড এডুকেশন সিস্টেম চালু করার কথা ভাবছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, ‘একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা সমাপ্ত করে কর্মক্ষেত্রে যোগদান করার পরও নতুন কোন ক্ষেত্রে জ্ঞান অর্জন করা তার জন্য জরুরি হয়ে যেতে পারে। তখন ওই কর্মজীবীর পক্ষে আবার বিশ্ববিদ্যালয় পর্যায়ে সরাসরি শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব নয়। এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে সরকার ব্লেন্ডেড এডুকেশন সিস্টেম চালু করার কথা ভাবছে।’
বৃহস্পতিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ২৩তম সমাবর্তন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন:দক্ষ জনশক্তির জন্য কারিগরি শিক্ষায় প্রধানমন্ত্রীর ‘সর্বোচ্চ’ গুরুত্বারোপ
ডা. দীপু মনি বলেন, শিক্ষার্থীদেরকে শিখাতে হবে কীভাবে জীবনব্যাপী শিক্ষা অর্জন করা যায়। দ্রুত পরিবর্তনশীল এই বিশ্বে প্রতিনিয়ত জ্ঞানের বিষয়গুলি পরিবর্তিত হচ্ছে। আজকে যে জ্ঞান খুবই প্রয়োজনীয় সময়ের পরিবর্তনে হয়তো সে জ্ঞান তার প্রয়োজনীয়তা হারাতে পারে। বেঁচে থাকার জন্য, জীবন জীবিকার জন্য হয়তো নতুন কোন জ্ঞান অর্জন করা জরুরি হয়ে যাবে। তাই আমাদের শিক্ষার্থীদের শিখাতে হবে কিভাবে জীবনব্যাপী শিখতে হয়।
ব্লেন্ডেড এডুকেশন ও মডিউলার এডুকেশনের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি আতিকুল ইসলামের সভাপতিত্বে সমাবর্তনে বক্তা হিসেবে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।
৩ বছর আগে
বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে জাপান
বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিচ্ছে জাপান সরকার।
৪ বছর আগে