যুবক গ্রেপ্তার
নৌকায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
গাইবান্ধার ফুলছড়িতে বেড়াতে নিয়ে গিয়ে নৌকায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. সাদিকুল ইসলাম কনক (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে সোমবার (৭ এপ্রিল) বিকালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসি ঘাট এলাকায় যমুনা নদীতে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে মঙ্গলবার থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ কলেজছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয় ও ধর্ষককে আদালতে পাঠানো হয়।
মো. সাদিকুল ইসলাম কনক বোয়ালী খেয়াঘাট এলাকার বাসিন্দা মো. ইউনুস আলী ছেলে।
ফুলছড়ি থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, কিছুদিন আগে ফেসবুকে সাদিকুল ইসলাম কনকের সঙ্গে কলেজছাত্রীর পরিচয় হয়। ধর্ষিতার অভিযোগ, কনক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বালাসি ঘাটে ডেকে নিয়ে যান। পরে সুযোগ বুঝে তাকে নৌকায় ঘুরতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে সে তাকে ফেলে পালিয়ে যেতে থাকলে ঘটনাটি বুঝতে পারে ও তাকে জাপটে ধরে চিৎকার করলে লোকজন এসে গণপিটুনির পর পুলিশের কাছে হস্তান্তর করেন।
আরও পড়ুন: নেত্রকোণায় ধর্ষণচেষ্টায় প্রেমিকের বন্ধুকে ব্লেড দিয়ে আঘাত তরুণীর
এদিকে স্থানীয়রা জানান, নৌকা তীরে ভিরলে ধর্ষক সাদিকুল পালিয়ে যেতে থাকে। এ সময় কলেজছাত্রী ধর্ষকের কলার চেপে ধরে চিৎকার করলে স্থানীয়রা সাদিকুল ইসলাম কনক (২৫) নামে এক যুবককে ধরে ফেলে। মেয়েটির মুখে ধর্ষণের কথা জানতে পেরে বালাসীঘাটে অবস্থানরত জনগণ ধর্ষককে গণপিটুনি দেয়। তারা ধর্ষক সাদিকুলের দুই পা পিটিয়ে ভেঙ্গে দেয়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে ফুলছড়ি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘ধর্ষিতার মা মিরা বেগম বাদী হয়ে মামলা করেছেন। ধর্ষক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।’
৪ দিন আগে
মানিকগঞ্জে স্কুলছাত্রীকে ৬ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
মানিকগঞ্জের শিবালয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ছয় দিন আটকে রেখে ধর্ষণের ঘটনায় মো. হৃদয় হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার আরুয়া ইউনিয়নের দক্ষিণ শালজানা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, স্কুলে যাওয়া-আসার সময় আসামি হৃদয় রাস্তাঘাটে ভুক্তভোগীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। এর একপর্যায়ে গত ১৩ মার্চ রাতে ভুক্তভোগীর বাড়ির সামনে তাকে অপহরণের জন্য ওঁৎ পেতে থাকেন হৃদয়। একসময় সে ঘরের বাইরে বেরোলে মুখে চেতনানাশক মিশ্রিত পানি ছিটিয়ে তাকে অপহরণ করেন।
এ ঘটনার ৬ দিন পর ভুক্তোভোগীর শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৯ মার্চ তাকে বাড়িতে নিয়ে আসেন হৃদয়। এরপর তার ভাই ওই শিক্ষার্থীকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।
আরও পড়ুন: কেরাণীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড
এ ঘটনার পর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সেখানে কয়েকদিন ভর্তি থাকার পর তার শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় হাসপাতালের চিকিৎসকরা তাকে জাতীয় মানসিক হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
এ ঘটনায় শিবালয় পুলিশের পরামর্শে আদালতে মামলা করেন ভুক্তোভোগীর বড় ভাই।
ভুক্তভোগীর মা বলেন, ‘আমার স্বামী অনেক আগে মারা গেছেন। আমার পাঁচ মেয়ে এক ছেলের মধ্যে এই মেয়েটাই সবার ছোট। এদের নিয়ে অনেক কষ্টের মধ্যে দিন কাটাই। আমার মেয়ের এই অবস্থার জন্য দায়ী ব্যক্তির সর্ব্বোচ শাস্তি চাই।’
মেয়েকে ঢাকায় নিয়ে চিকিৎসা করার মতো টাকা নেই বলেও জানান তিনি।
বাদীপক্ষের আইনজীবী খন্দকার সুজন হোসেন বলেন, ‘গত ২৩ মার্চ নারী ও শিশু ট্রাইব্যুনালে মিস পিটিশন মামলার পর বিচারক অভিযোগটি আমলে নিয়ে শিবালয় থানা পুলিশকে এফআইআর করার নির্দেশ দেন। পরে পুলিশ মামলার প্রধান আসামি হৃদয়কে গ্রেপ্তার করে।’
আরও পড়ুন: যশোরে ফের শিশু ‘ধর্ষণের চেষ্টা’, পুলিশি হেফাজতেও অভিযুক্তের ওপর চড়াও স্থানীয়রা
এতে করে ভুক্তভোগীর ন্যায়বিচার পাওয়ার পথ সুগম হয়। সেইসঙ্গে তার পক্ষে বিনা খরচে আইনি লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন আইনজীবী।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, আদালতের নির্দেশে এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভুক্তভোগীকে ধর্ষণের বিষয়টি শিকার করেছেন। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১৮ দিন আগে
নিখোঁজের একদিন পর অপহৃত মাদরাসা ছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার
নিখোঁজের একদিন পর নেত্রকোণার মদন উপজেলা থেকে অপহৃত সপ্তম শ্রেণির মাদরাসা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় রাতেই ওই ছাত্রীর চাচা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার (১৯ মার্চ) রাতে কেন্দুয়া উপজেলার গোগ বাজার এলাকা থেকে আনোয়ারকে গ্রেপ্তার করে। এ সময় ওই ছাত্রীকেও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আনোয়ার (২০) মদন উপজেলার বাঁশরী জয়নগর গ্রামের বাসিন্দা।
পরিবারের বরাতে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান বলেন, ‘মাদরাসা যাওয়ার পথে ছাত্রীকে প্রায় সময় বিরক্ত করতেন আনোয়ার। সোমবার রাত ৯টার দিকে ওই ছাত্রী ঘর থেকে বের হলে আগে থেকেই ওঁৎ পেতে থাকা আনোয়ার জোরপূর্বক তাকে তুলে নিয়ে যান।
আরও পড়ুন: পিরোজপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
তিনি বলেন, ‘মাদরাসা ছাত্রীকে থানা হেফাজতে রাখা হয়েছে। তার স্বাস্থ্য পরীক্ষার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর আনোয়ারকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।
২৫ দিন আগে
মেছো বিড়াল হত্যার অভিযোগে ঝিনাইদহে যুবক গ্রেপ্তার
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা বাজারে মেছো বিড়াল হত্যার অভিযোগে জাহিদুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করা হয় বলে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহিদুল ইসলাম একটি মেছো বিড়াল হত্যা করে ইজিবাইকের পেছনে ঝুলিয়ে রাখেন। তার বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৪ (খ) ধারায় মামলার প্রক্রিয়া চলছে।
গত ১৯ ডিসেম্বর সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে হত্যার শিকার মেছো বিড়ালের পাশে মুক্তিযোদ্ধাদের অবমাননাকর বক্তব্যসহ ছবি প্রকাশ করা হয়। বিষয়টি নজরে আসার পর বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে যান। স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে ৩টি বন বিড়াল ছানা উদ্ধার
জাহিদুল ইসলাম আগেও বন্যপ্রাণী হত্যায় জড়িত ছিলেন জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অপরাধের সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়।
বন্যপ্রাণী হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন বিভাগ।
১১৩ দিন আগে
সিলেটে অভিযানকালে পুলিশের মোটরসাইকেলে আগুন, যুবক গ্রেপ্তার
সিলেটের বিয়ানীবাজারে আসামি ধরতে অভিযান চালানোর সময় পুলিশের মোটরসাইকেলে আগুন দিয়েছেন রুহুল আমিন মিছবাহ নামের এক যুবক।
সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আরিজঁখাটিলা গ্রামে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: সিলেটে কোরআন শরীফ অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার
এসময় পুলিশ ঘটনাস্থল থেকে অগ্নিসংযোগের হোতা রুহুলকে (৩০) গ্রেপ্তার করেছে। রুহুল আমিন ঘুঙ্গাদিয়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, আরিজঁখাটিলা গ্রামে গ্রেপ্তারি পরোয়ানা এক আসামি ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই আসামির প্রতিবেশী বসতঘরে শ্বশুড় বাড়ির লোকজনের সঙ্গে ঝগড়া করছিলেন রুহুল আমিন।
তখন শ্বশুড় বাড়ির লোকজন পুলিশকে ডেকে এনেছেন মনে করে ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। একপর্যায়ে পুলিশের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।
পরে থানা থেকে আরও পুলিশ সদস্য গিয়ে রুহুলকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মনির বাদী হয়ে মামলা দায়ের করেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
তার এমন কাণ্ডের নেপথ্যে কী আছে, তা জানার চেষ্টা করা হবে বলে জানান ওসি এনামুল হক।
আরও পড়ুন: ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
১৭৩ দিন আগে
সিলেটে কোরআন শরীফ অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার
সিলেটের কোম্পানীগঞ্জে পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে বদরুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (২১ অক্টোবর) সকালে কোম্পানীগঞ্জ থানাধীন ২ নম্বর পূর্ব ইসলামপুর ইউপিস্থ ভাটরাই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বদরুল ইসলাম (২৮) কোম্পানীগঞ্জের ভাটরাই গ্রামের ইউসুফ আলীর ছেলে।
আরও পড়ুন: ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
জানা গেছে, বদরুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে পবিত্র কোরআন শরীফ নিয়ে কটূক্তি করায় ধর্মপ্রাণ মুসলিম জনতার পক্ষে তৈমুরনগর গ্রামের মরহুম আব্দুল মালেকের ছেলে মো. লিটন মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন।
এদিকে, কোরআন শরিফকে নিয়ে কটূক্তির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে থানা পুলিশ আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, কোরআন শরীফ নিয়ে কটূক্তি করায় এক যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ নিয়ে যাতে কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেদিকে লক্ষ্য রাখছে পুলিশ।
আরও পড়ুন: ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার
১৭৩ দিন আগে
গাংনীতে ৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ, যুবক গ্রেপ্তার
মেহেরপুরের গাংনীতে গাঁজা বহনের অভিযোগে সবুজ মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫ কেজি ভারতীয় গাঁজা জব্দের দাবি করেছে র্যাব।
মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সাহারবাটী বাজার থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১২ এর গাংনী ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তার সবুজ মিয়া (২৫) উপজেলার নওয়াপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
র্যাব—১২ এর সিপিসি—৩ গাংনী ক্যাম্প কমান্ডার, সহকারী পুলিশ সুপার (এএসপি) এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার সাহারবাটী চারচারা বাজারে অভিযান চালিয়ে সবুজ মিয়াকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা হবে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রাতেই গ্রেপ্তারকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
১৮৬ দিন আগে
বেনাপোলে ৪ কোটি ৬১ লাখ টাকার স্বর্ণ জব্দসহ যুবক গ্রেপ্তার
বেনাপোলের আমড়াখালী চেকপোস্টে মাহফুজ মোল্লা নামে এক যুবকের কাছে থেকে ১৯টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। স্বর্ণগুলোর ওজন সাড়ে ৪ কেজি। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় স্বর্ণের বারগুলো জব্দ করে বিজিবি সদস্যরা।
আরও পড়ুন: টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার স্বর্ণ জব্দ, মিয়ানমারের ২ নাগরিক আটক
মাহফুজ মোল্লা নড়াইল জেলার লোহাগড়া উপজেলার হাসমত মোল্লার ছেলে।
বিজিবি জানায়, যশোর ৪৯ বিজিবির আমড়াখালী চেকপোস্ট এলাকায় ওই যুবক আসলে বিজিবি তাকে আটক করে দেহ তল্লাশি করে ১৯টি স্বর্ণের বার জব্দ করে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, স্বর্ণেরবারসহ এক যুবককে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। জব্দ করা স্বর্ণেরবারগুলো সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় স্বর্ণের বার জব্দ, আটক ২
২০১ দিন আগে
চট্টগ্রামে ১৯০ বোতল বিদেশি মদ জব্দ, যুবক গ্রেপ্তার
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি পিকআপ থেকে ১৯০ বোতল বিদেশি মদ জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই পিকআপের চালক আমির হোসেনকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: পটুয়াখালীতে ২৬৮৮০ ক্যান বিয়ার জব্দ, ৩ যুবক গ্রেপ্তার
শনিবার (২৯ জুন) ভোরে উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পিকআপ চালক আমির হোসেন খাগড়াছড়ি জেলার মাটিরাঙা থানার খেদাছড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া এলাকায় পিকআপে তল্লাশি চালিয়ে ১৯০ বোতল বিদেশি মদ জব্দ করে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে জাহাজ থেকে এসব মদ খালাস করে চট্টগ্রাম শহরের দিকে নিয়ে যাচ্ছিল। এছাড়া এসব মাদকের সঙ্গে জড়িত চালককে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার যুবককে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ নেতা হত্যাকাণ্ডে গ্রেপ্তার ২
স্ত্রীকে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী গ্রেপ্তার, শিশু কন্যা উদ্ধার
২৮৮ দিন আগে
মেহেরপুরে ১০ লাখ টাকার হেরোইন জব্দ, যুবক গ্রেপ্তার
মেহেরপুরে হেরোইন কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিয়ারুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ লাখ টাকার হেরোইন জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের।
আরও পড়ুন: হেরোইন রাখার দায়ে মাদক কারবারির কারাদণ্ড
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার নুরপুর মোড়ে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।
মিয়ারুল উপজেলার হরিরামপুর গ্রামের মৃত সামসুদ্দিন মন্ডলের ছেলে।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, হরিরামপুর গ্রাম থেকে হেরোইনের চালান পিরোজপুর গ্রামের দিকে যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম নুরপুর মোড়ে তল্লাশি চৌকি বসায়। সেখানে মিয়ারুলকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ১০ লাখ টাকার হেরোইন জব্দ করা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৪০০ গ্রাম হেরোইন জব্দ, নারী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি হেরোইন জব্দ, ২ ভাই গ্রেপ্তার
২৯৬ দিন আগে