যুবক গ্রেপ্তার
মেছো বিড়াল হত্যার অভিযোগে ঝিনাইদহে যুবক গ্রেপ্তার
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা বাজারে মেছো বিড়াল হত্যার অভিযোগে জাহিদুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করা হয় বলে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহিদুল ইসলাম একটি মেছো বিড়াল হত্যা করে ইজিবাইকের পেছনে ঝুলিয়ে রাখেন। তার বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৪ (খ) ধারায় মামলার প্রক্রিয়া চলছে।
গত ১৯ ডিসেম্বর সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে হত্যার শিকার মেছো বিড়ালের পাশে মুক্তিযোদ্ধাদের অবমাননাকর বক্তব্যসহ ছবি প্রকাশ করা হয়। বিষয়টি নজরে আসার পর বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে যান। স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে ৩টি বন বিড়াল ছানা উদ্ধার
জাহিদুল ইসলাম আগেও বন্যপ্রাণী হত্যায় জড়িত ছিলেন জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অপরাধের সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়।
বন্যপ্রাণী হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন বিভাগ।
১১ ঘণ্টা আগে
সিলেটে অভিযানকালে পুলিশের মোটরসাইকেলে আগুন, যুবক গ্রেপ্তার
সিলেটের বিয়ানীবাজারে আসামি ধরতে অভিযান চালানোর সময় পুলিশের মোটরসাইকেলে আগুন দিয়েছেন রুহুল আমিন মিছবাহ নামের এক যুবক।
সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আরিজঁখাটিলা গ্রামে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: সিলেটে কোরআন শরীফ অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার
এসময় পুলিশ ঘটনাস্থল থেকে অগ্নিসংযোগের হোতা রুহুলকে (৩০) গ্রেপ্তার করেছে। রুহুল আমিন ঘুঙ্গাদিয়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, আরিজঁখাটিলা গ্রামে গ্রেপ্তারি পরোয়ানা এক আসামি ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই আসামির প্রতিবেশী বসতঘরে শ্বশুড় বাড়ির লোকজনের সঙ্গে ঝগড়া করছিলেন রুহুল আমিন।
তখন শ্বশুড় বাড়ির লোকজন পুলিশকে ডেকে এনেছেন মনে করে ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। একপর্যায়ে পুলিশের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।
পরে থানা থেকে আরও পুলিশ সদস্য গিয়ে রুহুলকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মনির বাদী হয়ে মামলা দায়ের করেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
তার এমন কাণ্ডের নেপথ্যে কী আছে, তা জানার চেষ্টা করা হবে বলে জানান ওসি এনামুল হক।
আরও পড়ুন: ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
১ মাস আগে
সিলেটে কোরআন শরীফ অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার
সিলেটের কোম্পানীগঞ্জে পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে বদরুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (২১ অক্টোবর) সকালে কোম্পানীগঞ্জ থানাধীন ২ নম্বর পূর্ব ইসলামপুর ইউপিস্থ ভাটরাই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বদরুল ইসলাম (২৮) কোম্পানীগঞ্জের ভাটরাই গ্রামের ইউসুফ আলীর ছেলে।
আরও পড়ুন: ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
জানা গেছে, বদরুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে পবিত্র কোরআন শরীফ নিয়ে কটূক্তি করায় ধর্মপ্রাণ মুসলিম জনতার পক্ষে তৈমুরনগর গ্রামের মরহুম আব্দুল মালেকের ছেলে মো. লিটন মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন।
এদিকে, কোরআন শরিফকে নিয়ে কটূক্তির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে থানা পুলিশ আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, কোরআন শরীফ নিয়ে কটূক্তি করায় এক যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ নিয়ে যাতে কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেদিকে লক্ষ্য রাখছে পুলিশ।
আরও পড়ুন: ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার
১ মাস আগে
গাংনীতে ৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ, যুবক গ্রেপ্তার
মেহেরপুরের গাংনীতে গাঁজা বহনের অভিযোগে সবুজ মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫ কেজি ভারতীয় গাঁজা জব্দের দাবি করেছে র্যাব।
মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সাহারবাটী বাজার থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১২ এর গাংনী ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তার সবুজ মিয়া (২৫) উপজেলার নওয়াপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
র্যাব—১২ এর সিপিসি—৩ গাংনী ক্যাম্প কমান্ডার, সহকারী পুলিশ সুপার (এএসপি) এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার সাহারবাটী চারচারা বাজারে অভিযান চালিয়ে সবুজ মিয়াকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা হবে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রাতেই গ্রেপ্তারকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
২ মাস আগে
বেনাপোলে ৪ কোটি ৬১ লাখ টাকার স্বর্ণ জব্দসহ যুবক গ্রেপ্তার
বেনাপোলের আমড়াখালী চেকপোস্টে মাহফুজ মোল্লা নামে এক যুবকের কাছে থেকে ১৯টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। স্বর্ণগুলোর ওজন সাড়ে ৪ কেজি। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় স্বর্ণের বারগুলো জব্দ করে বিজিবি সদস্যরা।
আরও পড়ুন: টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার স্বর্ণ জব্দ, মিয়ানমারের ২ নাগরিক আটক
মাহফুজ মোল্লা নড়াইল জেলার লোহাগড়া উপজেলার হাসমত মোল্লার ছেলে।
বিজিবি জানায়, যশোর ৪৯ বিজিবির আমড়াখালী চেকপোস্ট এলাকায় ওই যুবক আসলে বিজিবি তাকে আটক করে দেহ তল্লাশি করে ১৯টি স্বর্ণের বার জব্দ করে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, স্বর্ণেরবারসহ এক যুবককে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। জব্দ করা স্বর্ণেরবারগুলো সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় স্বর্ণের বার জব্দ, আটক ২
২ মাস আগে
চট্টগ্রামে ১৯০ বোতল বিদেশি মদ জব্দ, যুবক গ্রেপ্তার
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি পিকআপ থেকে ১৯০ বোতল বিদেশি মদ জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই পিকআপের চালক আমির হোসেনকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: পটুয়াখালীতে ২৬৮৮০ ক্যান বিয়ার জব্দ, ৩ যুবক গ্রেপ্তার
শনিবার (২৯ জুন) ভোরে উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পিকআপ চালক আমির হোসেন খাগড়াছড়ি জেলার মাটিরাঙা থানার খেদাছড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া এলাকায় পিকআপে তল্লাশি চালিয়ে ১৯০ বোতল বিদেশি মদ জব্দ করে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে জাহাজ থেকে এসব মদ খালাস করে চট্টগ্রাম শহরের দিকে নিয়ে যাচ্ছিল। এছাড়া এসব মাদকের সঙ্গে জড়িত চালককে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার যুবককে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ নেতা হত্যাকাণ্ডে গ্রেপ্তার ২
স্ত্রীকে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী গ্রেপ্তার, শিশু কন্যা উদ্ধার
৫ মাস আগে
মেহেরপুরে ১০ লাখ টাকার হেরোইন জব্দ, যুবক গ্রেপ্তার
মেহেরপুরে হেরোইন কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিয়ারুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ লাখ টাকার হেরোইন জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের।
আরও পড়ুন: হেরোইন রাখার দায়ে মাদক কারবারির কারাদণ্ড
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার নুরপুর মোড়ে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।
মিয়ারুল উপজেলার হরিরামপুর গ্রামের মৃত সামসুদ্দিন মন্ডলের ছেলে।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, হরিরামপুর গ্রাম থেকে হেরোইনের চালান পিরোজপুর গ্রামের দিকে যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম নুরপুর মোড়ে তল্লাশি চৌকি বসায়। সেখানে মিয়ারুলকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ১০ লাখ টাকার হেরোইন জব্দ করা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৪০০ গ্রাম হেরোইন জব্দ, নারী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি হেরোইন জব্দ, ২ ভাই গ্রেপ্তার
৬ মাস আগে
শার্শা সীমান্তে স্বর্ণেরবার পাচারকালে যুবক গ্রেপ্তার
যশোরের শার্শায় স্বর্ণেরবার পাচারের অভিযোগে চয়ন হেসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ৬টি স্বর্ণেরবার জব্দ করা হয়েছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২২ এপ্রিল) মধ্যরাতে উপজেলার গোগা সীমান্তের পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক চয়ন উপজেলার গোগা গাজিপাড়ার নুরুজ্জামানের ছেলে।
আরও পড়ুন: কুড়িগ্রামে ইয়াবা জব্দ, ২ যুবক গ্রেপ্তার
বিজিবি জানায়, সোমবার রাতে গোগার পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের সামনে ব্যটারিচালিত একটি ভ্যানে তল্লাশি চালিয়ে পাচারকারীর জুতার ভিতর থেকে ছয়টি স্বর্ণেরবার জব্দ করে বিজিবি।
জব্দ করা স্বর্ণের ওজন ৭০৪ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৭২ লাখ টাকা।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে। জব্দ করা স্বর্ণেরবারগুলো যশোর সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।
আরও পড়ুন: সন্ত্রাসমূলক অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবি করছে বিএনপি : ড. হাছান মাহমুদ
৭ মাস আগে
বেনাপোলে ৬টি স্বর্ণের বার জব্দ, যুবক গ্রেপ্তার
বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে মনোর উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় তার কাছ থেকে ৭০০ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার জব্দ করা হয়।
শুক্রবার (২৯ মার্চ) ভোরে পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি পোস্টের পাকা রাস্তার উপর থেকে স্বর্ণের বারসহ তাকে জব্দ করা হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ১১টি স্বর্ণের বার জব্দ, নারী আটক
গ্রেপ্তার মনোর উদ্দিন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের কদর আলীর ছেলে।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, এক যুবক ইজিবাইকে করে স্বর্ণের চালান নিয়ে ভারতের উদ্দেশে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবির একটি দল সীমান্তের মসজিদ বাড়ি পোস্ট নামক পাকা রাস্তার উপর অবস্থান নিয়ে তাকে আটক করা হয়।
এ সময় তার দেহ তল্লাশি করে কিছু পাওয়া না গেলে, এই ব্যাপারে বিজিবির সন্দেহ হলে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে তার দেহ স্ক্যানিং করালে তার পায়ুপথে ৬টি স্বর্ণের বারের উপস্থিতি সম্পর্কে জানা যায়।
পরে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। জব্দ স্বর্ণের বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে জানায় বিজিবি।
তিনি আরও বলেন, ওই যুবকের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে। জব্দ স্বর্ণের বারগুলো যশোর সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।
আরও পড়ুন: যশোরে ৩২ স্বর্ণের বার জব্দ, আটক ২
চুয়াডাঙ্গায় ১০টি স্বর্ণের বার জব্দ, যুবক আটক
৮ মাস আগে
নাটোরের সিংড়ায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার
নাটোরের সিংড়ায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ৩৫ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার দুর্গাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযুক্ত যুবক নুর আলম একই গ্রামের বাসিন্দা।
সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানিয়েছেন, গত ১৬ সেপ্টেম্বর সিংড়া উপজেলার চক দুর্গাপুর গ্রামের নুর আলম তার প্রতিবেশির ১০ বছরের শিশু কন্যাকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে জোর পূর্বক যৌন নির্যাতন চালায়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ২ জনকে খুনের অভিযোগে গ্রেপ্তার ২
এ সময় শিশুটি চিৎকার করলে কাউকে বললে মেরে ফেলার হুমকি দিয়ে ছেড়ে দেয় নুর আলম। এক পর্যায়ে ওই শিশু বিষয়টি তার খালাকে জানালে পরিবার থেকে মামলা করে।
এর পর পুলিশ অভিযান চালিয়ে রবিবার রাতে দুর্গাপুর গ্রাম থেকে নুর আলমকে গ্রেপ্তার করে সোমবার (৯ অক্টোবর) আদালতে সোপর্দ করবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: কুড়িগ্রামে জামায়াতের ১৯ নেতা-কর্মী গ্রেপ্তার
১ বছর আগে