স্কুলছাত্রের লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রের লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অষ্টম শ্রেণির স্কুলছাত্রের এক চোখ উপড়ানো লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে উপজেলার পীরপুর হাট চাতাল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ইসমাইল হোসেন (১৪) পীরপুর এলাকার মজিদুল ইসলামের ছেলে ও পীরপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: নাটোরে এমপি শিমুলের পুড়ে যাওয়া বাড়ি থেকে ৪ লাশ উদ্ধার
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, বুধবার রাত সাড়ে ৮টা থেকে ইসমাইল নিখোঁজ ছিল। বৃহস্পতিবার সকালে পীরপুর হাট চাতাল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
লাশটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: লালমনিরহাটে ২ এমপি ও শতাধিক আ. লীগ নেতার বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ, ৬ জনের লাশ উদ্ধার
২ মাস আগে
পাবনায় নিখোঁজের ১ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের একদিন পর জিহাদ হোসেন নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুর্শিদপুর তেতুলতলা গোডাউনের ভেতরে ঝোপের মধ্যে থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
নিহত স্কুলছাত্র জিহাদ (৯) মুলাডুলি তেতুলতলা গ্রামের মালদ্বীপ প্রবাসী হাসেম আলীর ছোট ছেলে। সে দাশুড়িয়া কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিলেন। ৩ ভাইয়ের মধ্যে জিহাদ সবার ছোট।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জিহাদ শুক্রবার বিকালে বৃষ্টির মধ্যে বন্ধুদের সঙ্গে খেলতে বের হয়। সন্ধ্যায় তার বন্ধুরা সবাই বাড়িতে ফিরে গেলেও সে আর বাড়িতে ফেরেনি। এরপর তার পরিবারের স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। কিন্তু সেখানে জিহাদের প্যান্ট ও স্যান্ডেল পড়ে থাকতে দেখে স্বজনদের সন্দেহ হয়।
শনিবার সকাল সাড়ে ৫টায় পরিবারের সদস্যরা তেতুলতলা গ্রামের গোডাউনের ভেতরে ঝোপের মধ্যে বিবস্ত্র অবস্থায় জিহাদের লাশ দেখতে পান।
খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল ইসলামের নেতৃত্বে ফোর্স উপস্থিত হয়ে লাশের প্রাথমিক সুরতাহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ তাদের হেফাজতে নেয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, জিহাদের গলায় কালচে দাগ পাওয়া গেছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে।
৩ মাস আগে
ফুলজোড় নদীতে নিখোঁজ: ২ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
সিরাজগঞ্জের রায়গঞ্জের ফুলজোড় নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দু’দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের পেছন থেকে ভাসমান লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত শুভ (১৪) একই এলাকার সুকুমার চন্দ্রের ছেলে ও স্থানীয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: যমুনায় ২ স্কুলছাত্র নিখোঁজ: এক জনের লাশ উদ্ধার
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, শুক্রবার বিকালে হোলি উৎসব শেষে কয়েক বন্ধু মিলে উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের পেছনে ফুলজোড় নদীতে গোসল করতে নামে শুভ। গোসলের একপর্যায়ে শুভ নিখোঁজ হয়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যরা ও রাজশাহী থেকে আসা ডুবুরি দল দু’দিন উদ্ধার অভিযান চালিয়ে তার কোনো সন্ধান পায়নি।
আরও পড়ুন: নিখোঁজের ২৫ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, রবিবার সকালে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের পেছন এলাকায় শুভ’র ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
২ বছর আগে
যমুনায় ২ স্কুলছাত্র নিখোঁজ: এক জনের লাশ উদ্ধার
সিরাজগঞ্জে যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। শুক্রবার সন্ধ্যার দিকে পৌর এলাকার শহীদ শেখ রাসেল শিশু পার্কের সামনে যমুনার তলদেশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সঞ্জিত কুমার কর্মকার নয়নের (১৬) জেলা শহরের এসবি ফজলুল হক রোড (গোশালা) মহল্লার উজ্জ্বল কর্মকারের ছেলে ও স্থানীয় জাহানারা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
আরও পড়ুন: মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
নিখোঁজ ছাত্র সকাল সূত্রধর (১৫) একই এলাকার কালু সূত্রধরের ছেলে ও একই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
সিরাজগঞ্জ ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, দোল উৎসবে হলি খেলা শেষে শুক্রবার দুপুরের দিকে ১০ জন স্কুলছাত্র নৌকা নিয়ে সিরাজগঞ্জ পৌর শেখ রাসেল শিশু পার্কের সামনে যমুনার চরে যায়। এসময় তারা নদীতে গোসল করতে নেমে সাঁতার না জানায় চার জন পানিতে ডুবে যায়। এদের মধ্যে প্রান্ত ও বিশাল নামে দু’জনকে স্থানীয়রা উদ্ধার করলেও সন্দীপ ও সকাল নিখোঁজ হয়। পরে সিরাজগঞ্জ ফায়ার ব্রিগেডের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পাশাপাশি রাজশাহীর ডুবুরি দলকে সংবাদ দেয়া হলে তারা এসে উদ্ধার অভিযানে নামে এবং সন্ধ্যা ৬টার দিকে সঞ্জিবের লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: রোলার স্কেটিং করতে গিয়ে ট্রলির ধাক্কায় কিশোর নিহত
নিখোঁজ সকালকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
২ বছর আগে
নিখোঁজের ২৫ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
চুয়াডাঙ্গায় নিখোঁজের ২৫ দিন পর এক স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দিবাগত রাত ২টার দিকে পৌর এলাকার তালতলা বড় কবরস্থানের একটি পুরোনো কবর থেকে মাটিচাপা দেয়া অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত আবু হুরায়ারা (৯) পৌর এলাকার তালতলা গ্রামের ভুট্টা ব্যবসায়ী আব্দুল বারেকের ছেলে।
আরও পড়ুন: নাটোরে নিখোঁজের ৪ ঘণ্টা পর স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গত ১৯ জানুয়ারি আবু হুরায়রা নিজ বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী বাড়ির রঞ্জু হক শিক্ষকের কাছে পড়তে যায়। ওই শিক্ষকের ঘরে বই-ব্যাগ রেখে সে বাইরে বের হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় ২৫ জানুয়ারি শিশুটির বাবা আব্দুল বারেক বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় পাঁচ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। এরপর শিশুটিকে উদ্ধারে মাঠে নামে পুলিশ।
আরও পড়ুন: বরিশালে লঞ্চ থেকে তরুণীর লাশ উদ্ধার
ওসি বলেন, রবিবারা সন্ধ্যায় প্রতিবেশি আব্দুল মোমিনসহ দুজনকে আটক করা হয়। পরে তাদের দেয়া স্বীকারোক্তী অনুযায়ী রাতে অভিযান চালিয়ে তালতলা গোরস্থানের একটি কবর থেকে হুরায়রার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদ অব্যহত রয়েছে।
আরও পড়ুন: সাভারে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
২ বছর আগে
সাতক্ষীরায় ধানখেতে মিলল স্কুলছাত্রের লাশ, নারীসহ আটক ৪
সাতক্ষীরা, ০৯ অক্টোবর (ইউএনবি)- সদর উপজেলার ঝিটকা গ্রামের ধানখেত থেকে শুক্রবার সকালে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
৪ বছর আগে