ডিজাইন
পদ্মা সেতু দীর্ঘ করতে নতুন করে ডিজাইন করতে হয়েছে: প্রধানমন্ত্রী
পদ্মা সেতু দীর্ঘ করতে নতুন করে ডিজাইন করতে হয়েছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মার বৈশিষ্ট্য মাথায় রেখে দৈর্ঘ্য বাড়াতে ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর নকশা নতুন করে করতে হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সম্ভাব্যতা প্রতিবেদনে সেতু প্রকল্পের বিভিন্ন স্থানে নদীর গভীরতার পার্থক্য পাওয়ায় তিনি সেতুটি নতুন করে করার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সু-সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর
রবিবার ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিলের প্রথম বৈঠকে বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘আমি কোনো ফাঁক রাখতে দেইনি। যদিও এটি সময় নিয়েছে, আমি নকশা পরিবর্তন করেছি।’
শেখ হাসিনা বলেন, দেশের প্রতিটি বর্ষা মৌসুমে যমুনা ও পদ্মাসহ নদীর প্রবাহ ও তলদেশের মাটির পরিবর্তন হয়। যেহেতু বাংলাদেশের পরিস্থিতি অন্যান্য দেশের মতো নয়, তাই এই পার্থক্য মাথায় রেখে সঠিকভাবে পরিকল্পনা নিতে হবে।
তিনি বলেন, ‘আমি পদ্মা সেতুকে ছোট করতে দেইনি। আমরা নদীর সঙ্গে বাফার জোন রেখে সেতু নির্মাণ করেছি। যার কারেণে সেতুটি দেশের দীর্ঘতম সেতু হয়ে উঠেছে।’
শেখ হাসিনা বলেন, যারা বঙ্গবন্ধু সেতুর (যমুনা সেতু) বর্তমান দৈর্ঘ্যের নকশা করেছেন তাদের ভুল ছিল। যেহেতু এর নকশা ও পরিকল্পনা আগে করা হয়েছিল, তাই সেখানে আমাদের আর কিছু করার ছিল না। আমি এতে শুধুমাত্র রেললাইন অন্তর্ভুক্ত করতে পেরেছি।’
এসময় কৃষিমন্ত্রী মুহাম্মদ আবদুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পদ্মা সেতু নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি বেগম জিয়াকে ‘হত্যার হুমকি’র শামিল: ফখরুল
২ বছর আগে
রিয়েলমি জিটি সিরিজের দুটি চমৎকার স্মার্টফোন বাজারে
বিশ্বব্যাপী ১০ কোটি স্মার্টফোন বিক্রয়ের মাইলফলক অর্জন উপলক্ষে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাজারে এনেছে তাদের জিটি সিরিজের দুটি চমৎকার স্মার্টফোন রিয়েলমি জিটি মাস্টার এডিশন ও রিয়েলমি জিটি এক্সপ্লোরার মাস্টার এডিশন। ১৮ আগস্ট এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী পণ্যগুলো উন্মোচন করা হয়। স্মার্টফোনের পাশাপাশি, অনুষ্ঠানে রিয়েলমি’র প্রথম ল্যাপটপ ‘রিয়েলমি বুক’ও উন্মোচন করা হয়।
আরও পড়ুনঃ রিয়েলমি নিয়ে এল দ্রুত ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সল্যুশন 'ম্যাগডার্ট
রিয়েলমি’র প্রতিষ্ঠাতা ও সিইও স্কাই লি বলেন, ‘রিয়েলমি প্রতিষ্ঠার পর থেকে আমরা সব সময়ই তরুণ প্রজন্মের জন্য লিপ-ফরওয়ার্ড পণ্য নিয়ে এসেছি। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমরা তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত ও সন্তুষ্ট করতে পারে এমন উন্নত ফিচার ও তাদেরকে ক্ষমতায়নের লক্ষ্যে বিশ্বব্যাপী ১০ কোটি ব্যবহারকারীরা জন্য এআইওটি পণ্য নিয়ে আসছি।’
প্রখ্যাত ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার নাওতো ফুকাসো’র ডিজাইন করা রিয়েলমি জিটি মাস্টার এডিশন সিরিজ এ বছরের সেরা ফ্ল্যাগশিপ ডিজাইন। ইতিহাসে এই প্রথম স্মার্টফোনের ডিজাইনে কনকেইভ ভেগান-লেদার ব্যবহার করা হয়েছে। প্রযুক্তিগত দক্ষতা ও চমৎকার ডিজাইনের সমন্বয়ে তৈরি রিয়েলমি জিটি মাস্টার এডিশন সিরিজ তরুণ প্রজন্মকে অন্বেষণ করতে ও সৃজনশীল ক্ষমতার বিকাশে উৎসাহিত করবে।
পাশাপাশি সাশ্রয়ী মূল্যে পাওয়া এ সিরিজের উন্নত মানসম্পন্ন স্মার্টফোন তরুণদের ক্ষমতায়নেও সাহায্য করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।
আরও পড়ুনঃ এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে রিয়েলমি সি২১
জিটি এক্সপ্লোরার মাস্টার এডিশনে রয়েছে ১২ জিবি পর্যন্ত র্যা ম সমৃদ্ধ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর এবং জিটি মাস্টার এডিশনে রয়েছে ৮ জিবি পর্যন্ত র্যা ম সমৃদ্ধ স্ন্যাপড্রাগন ৭৭৮জি ফাইভজি প্রসেসর। দুটো ফোনেই ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড স্ক্রিন ব্যবহার করা হয়েছে, ফলে ফোনের স্ক্রিনে যেকোনো দৃশ্য হয়ে উঠবে প্রাণবন্ত ও স্পষ্ট। জিটি এক্সপ্লোরার মাস্টার এডিশনে ৫৬ ডিগ্রীর কার্ভড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, স্বাচ্ছ্যন্দে ব্যবহারের জন্য জিটি মাস্টার এডিশন ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম সাপোর্টেড করে তৈরি করা হয়েছে।
রিয়েলমি জিটি মাস্টার এডিশনে রয়েছে ৩২ মেগাপিক্সেল সনি সেলফি ক্যামেরা ও ৬৪ মেগাপিক্সেল মূল ক্যামেরা। অন্যদিকে, জিটি এক্সপ্লোরার মাস্টার এডিশনে রয়েছে ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৭৬৬ মূল ক্যামেরা। এ সিরিজের মাধ্যমে ব্যবহারকারীরা প্রথমবারের মতো চমৎকার স্ট্রিট ফটোগ্রাফি মোড উপভোগ করতে এবং প্রাণবন্ত ছবি তুলতে পারবেন।
আরও পড়ুনঃ রিয়েলমির ‘৫জি একাডেমি’ চালু
একইসাথে, প্রযুক্তি-সচেতন মানুষের জন্য ২কে ডিসপ্লে ও লিপ-ফরওয়ার্ড পারফরম্যান্স নিয়ে রিয়েলমি বাজারে এনেছে তাদের প্রথম ল্যাপটপ- রিয়েলমি বুক। ১৪.৯ মিলিমিটার ফুল মেটাল বডির সুপার স্লিম রিয়েলমি বুক পাওয়া যাবে নীল ও ধূসর এ দুটি রঙে। এই ল্যাপটপে রয়েছে ১৪ ইঞ্চি ২কে ফুল ভিশন ডিসপ্লে, ৪০০ নিট পিক ব্রাইটনেস ও ৩:২ অনুপাতের স্ক্রিন।
১১ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর সমৃদ্ধ রিয়েলমি বুক ল্যাপটপটির র্যা ম ১৬ জিবি পর্যন্ত এবং এর স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত সম্প্রসারণ করা যাবে। ৬৫ ওয়াটের সুপার-ফাস্ট চার্জিং প্রযুক্তি সম্পন্ন এ ল্যাপটপটি দিবে ১১ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ। এর ডিটিএস এইচডি স্টেরিও সাউন্ড ইফেক্ট, ডুয়াল মাইক নয়েজ ক্যান্সেলেশন ও ফোন সিঙ্ক করার জন্য ‘পিসি কানেক্ট’ অপশন ব্যবহারকারীদের অনলাইনে কাজ করতে ও কোনো ঝামেলা ছাড়াই পড়াশোনা করতে সাহায্য করবে। এ ল্যাপটপে তিন-লেভেলের ব্যাকলিট কীবোর্ড ব্যবহার করা হয়েছে এবং এটি নতুন ওয়াইফাই ৬ প্রযুক্তিকে সমর্থন করে।
৩ বছর আগে
বাজারে নতুন স্মার্টওয়াচ আনছে হুয়াওয়ে
বাংলাদেশের বাজারে ‘হুয়াওয়ে ওয়াচ ফিট’ নামের নতুন স্মার্টওয়াচ আনছে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে।
৪ বছর আগে