ভাতিজি
রাজশাহীতে পুকুরে ডুবে ফুপু-ভাতিজির মৃত্যু
রাজশাহীর দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে ফুপু ও ভাতিজির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা চত্বরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হিরা খাতুন (২৪) রাজশাহীর দুর্গাপুর উপজেলার এরশাদ আলীর মেয়ে এবং মেঘা খাতুন (৮) ওই এলাকার মোরশেদ আলীর মেয়ে। তারা সম্পর্কে আপন ফুপু ও ভাতিজি।
স্থানীয়রা জানান, প্রথমে আট বছরের ভাতিজি পুকুরের পানিতে ডুবে যায়। তাকে তুলতে গিয়ে ফুপুও পানিতে পড়ে ডুবে যান। এতে দুই জনেরই মৃত্যু হয়। তারা দুজনেই বাকপ্রতিবন্ধী।
দুই ঘণ্টা পর তাদের লাশ পুকুরে ভেসে ওঠে। সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: কুড়িগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, মেঘা টয়লেট থেকে ফিরে পুকুরে হাত ধুতে গিয়ে পড়ে যায়। বিষয়টি দেখে তার ফুফু এসে তাকে ওঠানোর চেষ্টা করেন। তবে তিনিও পড়ে যান। তিনিও আর উঠে আসতে পারেননি। এতে পুকুরের পানিতে ডুবে দুই জনেরই মৃত্যু হয়।
ওসি আরও বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে বাল্কহেড ডুবে ৩ শ্রমিকের মৃত্যু
১ বছর আগে
ফেনীতে চিপস কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে ভাতিজিকে ধর্ষণ
জেলার ছাগলনাইয়ায় চিপস কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণ করার ঘটনা ঘটেছে।
৪ বছর আগে