সৌমিত্র চট্টোপাধ্যায়
প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিদের স্মরণ করল ‘বঙ্গীয় সাহিত্য সংসদ’
করোনাকালীন সময়ে মারা যাওয়া প্রয়াত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিদের এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করল বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ।
রবিবার সন্ধ্যায় একাডেমির উন্মুক্ত মঞ্চে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সংস্কৃতি সংসদের যৌথ উদ্যোগে আয়োজিত ‘স্মরণে শ্রদ্ধা’ অনুষ্ঠানে প্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, বীর উত্তম সিআর দত্ত এবং কিংবদন্তি ভারতীয় বাঙালি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে স্মরণ করা হয়।
এছাড়াও স্মরণ করা হয় ঢাকায় নটরডেম কলেজের সাবেক অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতাদের একজন ফাদার আরডব্লিউ টিম, বিশিষ্ট শিক্ষাবিদ জামিলুর রেজা চৌধুরী, নাট্য অভিনেতা আলী যাকের, সাংবাদিক কামাল লোহানী, লেখক বুদ্ধদেব গুহ, রূপালী পর্দার অভিনেতা সারা বেগম কবরীকে। মুক্তিযোদ্ধা আবু ওসমান চৌধুরী, বাংলা একাডেমির সাবেক চেয়ারম্যান ও লোকসাহিত্যিক শামসুজ্জামান খান, লেখক শঙ্খ ঘোষ, লেখক বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর, কিংবদন্তি বাঁশি বাদক ইন্দ্র মোহন রাজবংশী, বিশিষ্ট গায়ক এন্ড্রু কিশোর, ফোক আইকন ফকির আলমগীর ও ঔপন্যাসিক খাতুন রাবেয়ার প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
আরও পড়ুন: সুলতানের শিল্পকর্ম গবেষণায় অর্থায়ন করবে যুক্তরাষ্ট্র
অভিনেতা-নাট্যকার ডক্টর এনামুল হক, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সুরকার আজাদ রহমান, বিশিষ্ট সাংবাদিক আতিকুল্লাহ খান মাসুদ, কিংবদন্তি চিত্রশিল্পী মুর্তজা বশীর, নাট্যকার আফসার আহমেদ, অভিনেতা মাহমুদ সাজ্জাদ, কবি অলোকেরঞ্জন দাশগুপ্ত, সুফিয়া আহমেদ, লেখক দেবেশ রায়, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী, রবীন্দ্র গবেষক মিতা হক, রূপালী পর্দার কিংবদন্তি এটিএম শামসুজ্জামান, সাংবাদিক রাহাত খান, কালী ও কলমের সাবেক সম্পাদক আবুল হাসনাত, রক আইকন আইয়ুব বাচ্চু ও মান্নান হীরাকেও স্মরণ করা হয়।
মঞ্চসারথি আতাউর রহমান, রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নুর, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, এম হামিদ, লিয়াকত আলী লাকী ও সারা যাকের সহ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অনুষ্ঠানে যোগ দেন এবং প্রয়াত ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস।
আরও পড়ুন: কালিদাস কর্মকারের স্মরণে গ্যালারি কসমসের দিনব্যাপী আয়োজন
৩ বছর আগে
সৌমিত্র চট্টোপাধ্যায় মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন: তথ্যমন্ত্রী
কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তিনি তার অনন্য প্রতিভাময় কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
৪ বছর আগে
করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়কে আইটিউতে স্থানান্তর
করোনাভাইরাসে আক্রান্ত প্রবীণ ভারতীয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ থেরাপি ইউনিটে (আইটিইউ) স্থানান্তর করা হয়েছে।
৪ বছর আগে