এয়ার বাবল
৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু হতে পারে
বাংলাদেশ ও ভারতের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট ফের চালু হচ্ছে। নির্ধারিত আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট চালু হওয়ার আগে আগামী ৩ সেপ্টেম্বর থেকে এই ফ্লাইট চালু হতে পারে। শনিবার ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
এয়ার বাবলের আওতায় ভারত সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
ভারত থেকে টিকা নেয়া যে কোন যাত্রী বাংলাদেশে ভ্রমণ করতে পারবেন। কিন্তু ভারতে প্রবেশের অনুমতি শুধু টিকা নেয়া ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ নয় এবং কোয়ারাইন্টাইনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেনি ভারত। তবে এখনই ভ্রমণ ভিসাধারী যাত্রীদের ভারতে প্রবেশের অনুমতি দেয়া হয়নি।
আরও পড়ুন: ২৮ অক্টোবর থেকে ভারতে ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ
দেশে ফিরেছে ভারতে জরুরি অবতরণকারী বিমানের যাত্রীরা
৩ বছর আগে
বিশেষ ব্যবস্থায় বিমান চলাচলে কাজ করছে বাংলাদেশ-ভারত
প্রায়োগিক বিষয়াবলি চূড়ান্ত হওয়ার পর বিশেষ ব্যবস্থার মাধ্যমে (এয়ার বাবলের) বাংলাদেশ-ভারতের বিভিন্ন রুটে ফ্লাইট চলাচল নিয়ে কাজ করেছে ঢাকা-দিল্লি।
৪ বছর আগে