শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
ঢাকা টেস্ট: উইকেটবিহীন সেশন, লিড নিয়ে লাঞ্চে শ্রীলঙ্কা
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার ঢাকা টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন উইকেটবিহীন কাটাতে হলো বাংলাদেশকে। চার রানের লিড নিয়ে পাঁচ উইকেটে ৩৬৯ রান করে লাঞ্চ বিরতিতে গেছে সফরকারী শ্রীলঙ্কা।
অভিজ্ঞ দুই ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস ৯৩ এবং দীনেশ চান্ডিমাল ৬১ রানে অপরাজিত আছেন।
সকালের সেশনটা বাংলাদেশের বোলারদের জন্য হতাশাজনক ছিল। টাইগার বোলাররা লঙ্কান ব্যাটসম্যানদের জন্য কোনো চ্যালেঞ্জই তৈরি করতে পারেনি।
এই টেস্টে আরও পাঁচটি সেশন বাকি রয়েছে। ফলে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে রয়েছে বাংলাদেশ। লঙ্কানদের এখন যতটা সম্ভব কম রানে গুটিয়ে দিতে হবে।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে প্রথম ইউনিংসে ৩৬৫ করে স্বাগতিকরা।
আরও পড়ুন: ঢাকা টেস্ট: বৃষ্টি মাথায় নিয়ে লাঞ্চে বাংলাদেশ-শ্রীলঙ্কা
ঢাকা টেস্ট: দ্বিতীয় দিন শেষে ২২২ রানে পিছিয়ে শ্রীলঙ্কা
২ বছর আগে
বিসিবি প্রেসিডেন্ট’স কাপ লাইভ দেখার লিংকসমূহ
কোভিড-১৯ পরিস্থিতির কারণে দীর্ঘ বিরতির পর রবিবার নাজমুল একাদশ এবং মাহমুদউল্লাহ একাদশের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে দেশের প্রথম প্রতিযোগিতামূলক ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্ট।
৪ বছর আগে