সহিংস
কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে সহিংস হামলায় আহত ২
কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইদের হামলায় দুই ভাই-বোন আহত হয়েছেন।
শুক্রবার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আহতরা হলেন মাহবুবুর রহমান ও তার বোন শিউলি আক্তার।
আরও পড়ুন: জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
এই হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই মাজহারুল হক, তার ছেলে মাহি এবং মোখলেছুর রহমান বাঁশের লাঠি দিয়ে মাহবুবুরকে বেধড়ক মারধর করে।
ভুক্তভোগী শিউলি আক্তার বলেন, তার বৈধভাবে কেনা সম্পত্তিতে দেওয়া সীমানা প্রাচীর ভাঙার চেষ্টা চালায় তার চাচাতো ভাইরা। সেসময় তার ভাই মাহবুবুর তাদের বাধা দিলে তাকে মারধর করে অভিযুক্তরা।
তিনি আরও বলেন, ‘তারা আমার ভাইকে বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করে গুরুতর আহত করে। মাথায় আঘাত নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
অভিযুক্তরা পাঁচ লাখ টাকা দাবি করেছে বলেও অভিযোগ করেন তিনি।
এছাড়া সীমানা প্রাচীর ভাঙচুর করায় প্রায় ১ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
দীর্ঘদিন ধরে এই অবস্থা চলছে জানিয়ে শিউলির স্বামী আব্দুল করিম জানান, কয়েক মাস ধরে অভিযুক্তরা তাদের পরিবারকে অত্যাচার ও হুমকি দিয়ে আসছে।
তিনি আরও বলেন, ‘সব কাগজপত্র আমাদের নামে থাকার পরও তারা আমার স্ত্রীর পরিবারকে মৌখিকভাবে নির্যাতন এবং শারীরিকভাবে ক্ষতি করে চলেছে।’
অভিযুক্ত মোখলেসুর রহমানকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে শিউলি আক্তার ওই জমির বৈধ মালিক বলে স্বীকার করেন তিনি। অন্যদিকে শিউলি আক্তারের মালিকানা বিষয়টি অস্বীকার করেন মাজহারুল হক।
ভুক্তভোগী শিউলি আক্তার কোতোয়ালি থানায় গেলে মামলা নিতে অস্বীকৃতি জানায় পুলিশ।
শনিবার সন্ধ্যায় কোতোয়ালি থানায় যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘মামলাটি এখনও নথিভুক্ত হয়নি, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
আরও পড়ুন: রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষ: নিহত বেড়ে ৪
২ মাস আগে
ষষ্ঠ দিনেও শাহবাগে ধর্ষণ বিরোধী বিক্ষোভ অব্যাহত
সারা দেশে ধর্ষণ ও নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংসতার প্রতিবাদে রাজধানীর শাহবাগে রবিবার টানা ষষ্ঠ দিনেও ধর্ষণ বিরোধী বিক্ষোভ হয়েছে।
৪ বছর আগে