চরমপন্থী নেতা
খুলনায় চরমপন্থী নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা
খুলনায় চরমপন্থী সংগঠনের আঞ্চলিক নেতা শেখ শাহাদাত হোসেনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে নগরীর সঙ্গীতা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
শেখ শাহাদাত নিষিদ্ধঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির একজন আঞ্চলিক নেতা ছিলেন। দেড় যুগ কারাভোগের পর চলতি বছর তিনি জামিনে মুক্তি পান। তারপর থেকে স্বাভাবিক জীবনযাপন করছিলেন তিনি।
আরও পড়ুন: প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবাসহ ৩ জনের মৃত্যুদণ্ড
পুলিশ সূত্রো জানা গেছে, শাহাদাতের বিরুদ্ধে বোমা মেরে দুই পুলিশ খুনসহ একাধিক হত্যা মামলা ছিল।
নগরীর সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘একদল দুর্বৃত্ত তাকে ধাওয়া করে সঙ্গীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে কুপিয়ে ও গুলি করে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
১২০ দিন আগে
ঝিনাইদহে দুর্বৃত্তের গুলিতে চরমপন্থী নেতাসহ নিহত ৩
ঝিনাইদহে চরমপন্থী নেতাসহ তিনজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২২ ফেব্রয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শৈলকুপার রামচন্দ্রপুর শ্মসানঘাট এলাকায় সেচখালের পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হরিণাকুন্ডু উপজেলার আহাদনগর গ্যামের মৃত রাহাজ উদ্দিনের ছেলে চরমপন্থি নেতা হানিফ ও তার শ্যালক শ্রীরামপুর গ্রামের লিটন। এদের মধ্যে আরকজনের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন: জগন্নাথপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০, গুলিবিদ্ধ ১
স্থানীয়রা জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কয়েকটি গুলির শব্দ শোনা যায়। পরে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ এসে লাশগুলো উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, গুলিবিদ্ধ হওয়া ব্যক্তিদের মাথায় ও বুকে গুলি করা হয়েছে। ঘটনাস্থলে ১টি ম্যাগজিন, ২টি মোটরসাইকেল ও গুলি পাওয়া গেছে।
স্থানীয়দের ধারণা তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে।
২৮৬ দিন আগে
খুলনায় অস্ত্র মামলায় চরমপন্থী নেতার ১৭ বছর কারাদণ্ড
অস্ত্র আইনের মামলায় ডুমুরিয়ার এক চরমপন্থী নেতাকে রবিবার ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
১৭২৬ দিন আগে
কুষ্টিয়ায় অস্ত্রসহ যুবলীগ ও চরমপন্থী নেতা আটক
জেলায় পৃথক অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও মাদকসহ এক যুবলীগ ও এক চরমপন্থী নেতাকে আটক করেছে র্যাব।
২২১৮ দিন আগে