ব্যক্তি
কোম্পানির হিসাব নয়, ব্যক্তির সম্পদ জব্দ করেছে বিএফআইইউ: কেন্দ্রীয় ব্যাংক
দলমত নির্বিশেষে কোনো কোম্পানির ব্যাংক হিসাব অবরুদ্ধ বা হস্তক্ষেপ করা হয়নি বলে আবারও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (৯ সেপ্টেম্বর) এক আলোচনা সভায় গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, 'আমরা কোনো শিল্পকে প্রভাবিত করছি না। প্রতিটি খাতকে অবাধে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে, হস্তক্ষেপ বা তহবিলের অবরুদ্ধকরণ ছাড়াই।’
আরও পড়ুন: ইসলামী ব্যাংকে ব্যবসা পরিচালনা ও এলসি খোলায় বাধা নেই: গভর্নর
অন্যদিকে বাংলাদেশ ব্যাংক সোমবার এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট করেছে যে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সরাসরি কোনো কোম্পানির অ্যাকাউন্ট বন্ধে ব্যাংকগুলোকে নির্দেশ দেয়নি। বরং বাংলাদেশ ব্যাংক ব্যক্তির অ্যাকাউন্ট জব্দ করেছে।
এতে আরও বলা হয়েছে, ‘এটি লক্ষ্য করা গেছে যে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার বাইরে ব্যক্তি হিসেবে লেনদেন স্থগিত করেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। ফলে প্রতিষ্ঠানগুলোর দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও আমদানি-রপ্তানি সংক্রান্ত লেনদেন ব্যাহত হচ্ছে।’
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ব্যক্তি ও একক মালিকানায় পরিচালিত হিসাব জব্দ করলেও কোনো কোম্পানির হিসাব স্থগিত করতে পারবে না ব্যাংকগুলো।
আরও পড়ুন: ১৭ বছর পর নতুন চেয়ারম্যান পেল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস
২ মাস আগে
আরেকজনকে বাঁচাতে গিয়ে নিখোঁজ ব্যক্তির লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জিকে খাল থেকে ৩৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে নিখোঁজ ব্যক্তি আবুল কালামের (৬৩) লাশ।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ডাউকি ইউনিয়নের সাতকপাটের জিকে খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
আবুল কালাম কাঁচাবাজার পাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে।
আরও পড়ুন: নাটোর জেলা যুবলীগ সভাপতির বাসা থেকে গুলিসহ ওয়ান শুটারগান উদ্ধার
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এক নারীকে বাঁচাতে জিকে খালের পানিতে আবুল কালাম ঝাঁপ দেন। তিনি উপস্থিত মানুষের সহযোগিতায় ওই নারীকে উদ্ধার করেন। তবে খালের পানির স্রোতে তিনি ভেসে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালায়। ওই দিন রাতেই খুলনা ফায়ার সার্ভিসের ৬ সদস্য অভিজ্ঞ ডুবুরি দল নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে টানা ২৪ ঘণ্টা অভিযান চালায়।
ডাউকি গ্রামের বাসিন্দা কৃষক হাসেম আলী বলেন, শনিবার সকালে জিকে খালে জাল পাততে আসি। এ সময় পানিতে তীব্র দুর্গন্ধ এক ব্যক্তির লাশ ভাসতে দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে আলমডাঙ্গা গণত্রাণ কমিটির সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় খাল থেকে ভাসমান লাশটি উদ্ধার করে। পরে খবর পেয়ে মৃতের স্বজনরা এসে লাশের পরিচয় নিশ্চিত করে।
আরও পড়ুন: গৃহবধূর ঘর থেকে যুবকের লাশ উদ্ধার, আটক ২
আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, গত বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার রাত ৯ টা পর্যন্ত লাশ উদ্ধার অভিযান চালানো হয়েছে। টানা ১৫ ঘণ্টা পরও তার খোঁজ মেলেনি। খালের পানি বেশি ও পাশে জঙ্গল থাকায় উদ্ধার কাজ ব্যাহত হয়েছিল। খালের প্রায় ৩ কিলোমিটার জায়গাজুড়ে অনুসন্ধান চালানো হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধার এলাকা থেকে আরও এক কিলোমিটার দুর থেকে শনিবার সকালে ওই ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া বলেন, ৩৬ ঘণ্টা ধরে নিহত ব্যক্তি খালের পানিতে নিখোঁজ ছিলেন। সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল সংগ্রহ করেছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় ঘেরের বাসা থেকে যুবকের লাশ উদ্ধার
২ মাস আগে
আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে কমিশন গঠন
গত ১৫ বছরে আওয়ামী লীগের শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে ৫ সদস্যের একটি কমিশন গঠন করেছে সরকার।
মঙ্গলবার (২৭ আগস্ট) ‘কমিশন অব ইনকয়ারি অ্যাক্ট, ১৯৫৬’ এর ক্ষমতাবলে এই কমিশন গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), কোস্ট গার্ডসহ দেশের আইন প্রয়োগ ও বলবৎকারী কোনো সংস্থার কোনো সদস্যের মাধ্যমে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য এ তদন্ত কমিশন গঠন করা হয়েছে।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ ভারতীয় হাইকমিশনারের
জোরপূর্বক গুম হওয়ার ঘটনাগুলোর বিবরণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল এবং এ বিষয়ে সুপারিশ করবে জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান পাওয়া গেলে তাদের আত্মীয়-স্বজনকে জানাবে কমিশন। একইসঙ্গে কমিশন জোরপূর্বক গুম হওয়ার ঘটনা সম্পর্কে অন্য কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের পরিচালিত তদন্তের তথ্য সংগ্রহ করবে।
প্রজ্ঞাপনে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগ কমিশনকে সাচিবিক সহায়তা দিবে ও কমিশনের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করবে এবং কমিশনকে সহায়তার উদ্দেশ্যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত যে কোনো ব্যক্তিকে দায়িত্ব দিতে পারবে। এছাড়া কমিশনের সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারক এবং কমিশনের সদস্য হাইকোর্ট বিভাগের একজন বিচারকের মর্যাদা এবং অন্যান্য সুবিধা ভোগ করবেন।
কমিশন ‘কমিশন অব ইনকয়ারি অ্যাক্ট, ১৯৫৬’ অনুসারে তদন্ত শেষ করে ৪৫ দিনের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।
এ কমিশনের সভাপতি হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীসহ কমিশনে সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকারকর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকারকর্মী সাজ্জাদ হোসেন।
কমিশন ২০১০ সালের ১ জানুয়ারি থেকে ৫ আগস্টের মধ্যে আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার মাধ্যমে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তাদের শনাক্ত এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছিলেন তা নির্ধারণ করবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। ওই দিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। ৮ আগস্ট গঠিত হয় অন্তবর্তীকালীন সরকার।
আরও পড়ুন: জাতিসংঘের মানবাধিকার কমিশনকে যে কোনো ধরনের সাহায্য-সহযোগিতার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার
মির্জা ফখরুলের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
২ মাস আগে
সিরাজগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছি বাজার এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে ওই বাজার এলাকায় থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কুষ্টিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ওই ব্যক্তির নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, বাজার এলাকায় অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশের ধারণা ওই ব্যক্তি একজন ভিক্ষুক ও অসুস্থ ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: মৌলভীবাজারে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার
নিখোঁজের ২ দিন পর মালয়েশিয়ান নাবিকের লাশ উদ্ধার
৬ মাস আগে
বগুড়ায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
বগুড়ার আদমদীঘিতে নিজ ঘর থেকে মোখলেছার রহমান নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার আদমদীঘি বাজার এলাকায় তার ভাড়া বাসার শোবার ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত মোখলেছার নশরতপুর ইউনিয়নের বিনাহালী গ্রামের মৃত ইসমাইল মন্ডলের ছেলে।
আরও পড়ুন: ময়মনসিংহে অটোরিকশাচালকের লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, মোখলেছুর রহমান তার দ্বিতীয় স্ত্রী চাটখইর মাদরাসার সহকারী শিক্ষিকা আফরোজা বেগমকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তার প্রথম স্ত্রী থাকেন গ্রামের বাড়িতে। সোমবার দুপুরে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, মৃত্যুর কারন জানা যায়নি। ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বাড্ডা থেকে নারীর লাশ উদ্ধার
৬ মাস আগে
নাটোরে এক ব্যক্তির লাশ উদ্ধার
নাটোরে নিজ ঘর থেকে লিটন হোসেন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মার্চ) দুপুরে বড়াইগ্রাম উপজেলার খাকসা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: যশোরে ৫ কেজি স্বর্ণ ও পাচারকারীর লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, উপজেলার খাকসা গ্রামের এক গৃহবধূ ওই ঘরের পাশের টিউবওয়েল থেকে পানি নেওয়ার সময় দুর্গন্ধ পেয়ে স্থানীয় লোকজনদের খবর দেয়।
পরে লোকজন গিয়ে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তিন দিন ধরে লিটনকে দেখা যাচ্ছিল না বলে জানায় স্থানীয়রা। সে একা ওই বাড়িতে বসবাস করতে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিটনের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
আরও পড়ুন: পাবনায় নিখোঁজ রাজমিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার
নিখোঁজের ৩ দিন পর সেপটিক ট্যাংকে যুবকের লাশ, নারীসহ আটক ৩
৮ মাস আগে
সিলেটে এক ব্যক্তির লাশ উদ্ধার
সিলেটের শাহপরাণ থানাধীন চকগ্রাম থেকে কবির মিয়া (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ ডিসেম্বর) সকালে লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রসীদ চৌধুরী।
আরও পড়ুন: বনশ্রীতে বিয়ের তিন দিন পর গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
কবির মিয়া জকিগঞ্জ উপজেলার পিলাকান্দী এলাকার মৃত কোরমান আলীর ছেলে।
তিনি শাহপরাণের চকগ্রামের সোহেল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে কবির মিয়ার স্ত্রী তাকে রেখে চলে যান। ওই সময় থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। ভোরের দিকে কবির মিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। আশেপাশের লোকজনের কাছ থেকে প্রায় সময় মাফ করে দেওয়ার জন্য বলে বিদায় নিতেন তিনি।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রসীদ চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তি করে আমরা তদন্ত করে দেখব।
আরও পড়ুন: গাজীপুরে জঙ্গল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার
যশোরের মণিরামপুর থেকে যুবকের লাশ উদ্ধার
১১ মাস আগে
ঝালকাঠিতে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ঝালকাঠির নলছিটিতে খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা (৭৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ভরতকাঠি গ্রামের বুড়িরহাট ট্রলারঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বুড়িরহাট ট্রলারঘাটের সেনের খালের কাল ভার্টের নিচে অজ্ঞাতনামা ওই ব্যক্তির ভাসমান লাশ দেখে নলছিটি থানার পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তার পরিচয় শনাক্ত করা যায়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, সকালে স্থানীয়রা খালে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
তিনি আরও বলেন, এ ঘটনায় নলছিটি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রংপুরে শ্বশুড়বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার
তিস্তায় নিখোঁজের ১৬ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার
১ বছর আগে
সিলেটে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার
সিলেটে উত্তম নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে নগরীর ফাজিল চিশত এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত উত্তম জালালবাদ থানাধীন করেরপাড়া এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইন উদ্দিন শিপন।
তিনি জানান, রবিবার বিকালে ফাজিল চিশত এলাকার ফুটপাতে লাশ পড়ে আছে দেখে বিমানবন্দর থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আরও পড়ুন: কর্ণফুলী নদী থেকে যুবকের লাশ উদ্ধার
চট্টগ্রামে স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার
দিনাজপুরে হাসপাতালের দুই ভবনের মাঝ থেকে রোগীর লাশ উদ্ধার
১ বছর আগে
পাইকগাছায় খাল থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার
খুলনার পাইকগাছা উপজেলার কানাখালীর একটি খাল থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকালে লাশটি উদ্ধার করা হয়।
বিশ্বজিৎ ঢালী (৫২) উপজেলার খড়িয়া ভড়েঙ্গার চকের রামপদ ঢালীর ছেলে এবং উপজেলা যুবলীগ নেতা প্রসেন ঢালীর বড় ভাই।
আরও পড়ুন: শোরগঞ্জে পুকুর থেকে নারীর লাশ উদ্ধার
পারিবারিক সূত্রে জানা যায়, বিশ্বজিৎ অবিবাহিত ও মানসিকভাবে কিছুটা অপ্রকৃতিস্থ ছিলেন। তিনি ডা. ধীরাজ মোহন বসুর অধীনে চিকিৎসা নিচ্ছিলেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে ওই খালে তার লাশ ভাসতে দেখে থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। এরপর তার পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তার লাশ শনাক্ত করে।
পাইকগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, পারিবারিকভাবে তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করা হয়েছে। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তার বিস্তারিত জানা যায়নি।
তিনি জানান, রাস্তার পাশের খালে তাকে প্রথমে নিজ শরীরে পানি ঢালতে দেখেছে স্থানীয়রা। পরে তাকে মৃত অবস্থায় দেখে তারা। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
ওসি আরও বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: সিলেটের সুরমা নদী থেকে যুবকের লাশ উদ্ধার
কক্সবাজারে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
১ বছর আগে