বরযাত্রী
ইথিওপিয়ায় বরযাত্রীর ট্রাক নদীতে পড়ে নিহত ৬৬
ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে বরযাত্রীদের বহনকারী একটি ট্রাক নদীতে পড়ে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) দেশটির একটি হাসপাতালের পরিচালক এই তথ্য জানিয়েছেন।
স্থানীয় সময় রবিবার(২৯ ডিসেম্বর) বিয়ের অতিথিদের ভাড়া করা পুরোনো একটি ট্রাক অতিরিক্ত যাত্রীদের নিয়ে গেলান সেতু থেকে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। গ্রামবাসীরা বলছেন,এর আগেও এখানে দুর্ঘটনা ঘটেছে।
দক্ষিণাঞ্চলীয় সিদামা অঞ্চলের বোনা জেনারেল হাসপাতালের পরিচালক লেমা লাগিদে সোমবার বার্তা সংস্থা এপিকে বলেন, ঘটনাস্থলেই ৬৪ জন এবং হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, যেসব রোগী আরও জরুরি অত্যাধুনিক চিকিৎসা প্রয়োজন তাদের হাওয়াসার একটি বড় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যন্ত গ্রামটিতে উদ্ধার অভিযান দেরিতে হওয়ায় হতাহতের সংখ্যা বেশি হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন,উত্তাল নদীতে পরে যাওয়া মানুষদের বাঁচাতে উদ্ধার কাজে তারা কেবল লাঠি দিয়ে চেষ্টা করেছিলেন।
সেরাক বোকো নামের এক গ্রামবাসী এপিকে বলেন, দুর্ঘটনার কিছুক্ষণ আগে ট্রাকে গান বাজছিল এবং স্যুট পরা লোকজন নাচছিল ও হাত নাড়ছিল।
ইথিওপিয়ার গ্রামাঞ্চলের মানুষ বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানে পরিবহনের জন্য বাসের পরিবর্তে ট্রাক ভাড়া করা সাধারণ ব্যাপার। কারণ, এতে তারা তুলনামূলক সাশ্রয়ী মূল্যে এবং অনেক লোক বহন করতে পারে। ট্রাকের বেশিরভাগই পুরুষ ছিল। কারণ তাদের সাংস্কৃতিকভাবে কনেকে তার বাড়ি থেকে বরের বাড়িতে নিয়ে যেতে হবে।
স্থানীয় বাসিন্দা ফাসিল আতারা বলেন, 'সড়কটি ভালোভাবে নির্মাণ না করা এবং সতর্ক চিহ্ন না থাকায় নদীর আশপাশে নিয়মিত দুর্ঘটনা ঘটে। ‘
দুর্বল অবকাঠামো এবং গণপরিবহনে ধারণ ক্ষমতার অতিরিক্ত বহনের কারণে ইথিওপিয়ায় অতীতেও একই ধরনের দুর্ঘটনা ঘটেছে। গত আগস্টে আমহারা অঞ্চলে একটি বাস উল্টে ৩৮ জনের মৃত্যু হয়।
৮৯ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় বজ্রপাতে নিহত ১৭
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় বজ্রপাতে ১৭ জন বরযাত্রী নিহত ও ১১ জন আহত হয়েছেন।
বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষীণ পাঁকা এলাকায় পদ্মা নদীর তেলিখাড়ি ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে এখন পর্যন্ত ১২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন টকি (৩০), লেচন (৪০), সাইদুর (৩৫), সজিব (১৭), জামিলা (৭০), সাহাবুল (৩০), মানাম (৩৫), বেলি (৩৫), শরিফুল (৪০), বাবলু (২৫), মৌসুমি (২৫), টিপু সুলতান (৪৫)। তারা সবাই সদর উপজেলার নারায়নপুর এলাকার বাসিন্দা।
আরও পড়ুনঃ জয়পুরহাটে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু, আহত ৪
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাকিব আল রাব্বি জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলিমনগর ঘাট এলাকা থেকে সকালে একটি নৌকাযোগে প্রায় ৩০ জন বরযাত্রী শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া এলাকায় বিয়ে বাড়ির উদ্দেশে যাত্রা করে। শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা এলাকায় পদ্মা নদীর তেলিখাড়ি ঘাট এলাকায় পৌঁছে নৌকা থেকে নেমে বৃষ্টির সময় তারা ঘাটের ছাউনিতে আশ্রয় নেয়। দুপুর ১২টার দিকে ছাউনির পাশে বজ্রপাত ঘটে। এসময় ১৭ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। নিহতরে মধ্যে ৫ জন নারী।
তিনি জানান, নিহত ১৭ জনের মধ্যে ১৬ জন সদর উপজেলার ও একজন শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।
আরও পড়ুনঃ মাগুরায় বজ্রপাতে কৃষক মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নুর নাহার নাসু জানান, ১১ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আর বর্তমানে ১০ জন এখানে ভর্তি রয়েছে। একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
১৩৩৩ দিন আগে
অর্ধশতাধিক বরযাত্রী নিয়ে পুকুরে পড়ল বাস
সুবর্ণচর উপজেলার কালুগাজির পুকুর এলাকায় শুক্রবার সন্ধ্যায় অর্ধশতাধিক বরযাত্রী নিয়ে একটি বাস পুকুরে পড়েছে।
১৯৬৮ দিন আগে