পুলিশ বক্স
রাজশাহীতে পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও ভাঙচুর, পুলিশসহ আহত ২
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল চলাকালে তিনটি পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
এসময় পুলিশের বিশেষ শাখার সাইফুল ইসলাম নামের এক কনস্টেবল এবং ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের একজন রাকিব হাসান অর্ণব আহত হয়েছেন।
আরও পড়ুন: শহীদ মিনারে সর্বস্তরের মানুষের সমাগম
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর রেলগেট চত্ত্বরে অবরোধ করে বিক্ষোভ করেন।
এক পর্যায়ে রেলগেট পুলিশ বক্সে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন আন্দোলকারীরা। এরপর ভদ্রা মোড়ে তারা আরও একটি পুলিশ বক্সে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
এদিকে, তালাইমারি মোড়ে নগর গোয়েন্দা পুলিশের সদস্য সাইফুল ইসলাম এবং রেলগেট মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের সমন্বয়কারী রাকিব হাসান অর্ণবকে পিটিয়ে জখম করা হয়।
আরও পড়ুন: বরিশালে পুলিশ ও বক্স ও আমর্ড ব্যাটালিয়নের গাড়ি ভাঙচুর, আহত ৪
৩ মাস আগে
চট্টগ্রামে পুলিশ বক্সে বোমা হামলার ঘটনায় জেএমবি সদস্যের বিচার শুরু
চট্টগ্রাম মহানগরীর ষোলশহর এলাকায় পুলিশ বক্সে বোমা হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে নব্য জেএমবির ১৫ সদস্যের বিচার শুরু হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
ট্রাইব্যুনালের বিশেষ পিপি রুবেল পাল বলেন, সন্ত্রাস বিরোধী আইনে ধারায় ১৫ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
১৫ আসামির মধ্যে কারাগারে থাকা ১১ জন ও উচ্চ আদালতের নির্দেশে জামিনে থাকা দুজনসহ মোট ১৩ জন অভিযোগ গঠনের শুনানিতে হাজির ছিলেন। দুই আসামি এখনও পলাতক আছেন।
আদালত সূত্রে জানা গেছে, আড়াই বছর তদন্তের পর ২০২২ সালের ২৬ অক্টোবর তদন্তকারী কর্মকর্তা পৃথক দুটি অভিযোগপত্র আদালতে দাখিল করেন। এর মধ্যে একটি অভিযোগপত্রে ১৫ জনকে আসামি করা হয়, যার বিচার শুরু হয়েছে সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে। হামলার ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরের সম্পৃক্ততার তথ্যপ্রমাণ পেয়ে তার বিরুদ্ধে আলাদাভাবে শিশু আইনে দোষীপত্র দাখিল করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে জেএমবি কমান্ডার এরশাদের ২০ বছর কারাদণ্ড
এ ঘটনার আসামিরা হলেন- নব্য জেএমবির স্থানীয় গ্রুপের আমির মো. নোমান খান, পুলিশ বক্সে বোমা হামলার মাস্টারমাইন্ড মো. সেলিম, দাওয়াতি শাখার প্রধান জহির উদ্দিন এবং সদস্য মহিদুল আলম, মঈনউদ্দিন, আবু সাদেক, রহমতউল্লাহ আকিব, মো. আলাউদ্দিন, মো. সাইফুল্লাহ, মো. এমরান, মো. সাহেদ, মো. কাইয়ূম, মুহাম্মদ কায়ছার, মোরশেদুল আলম ও মুহাম্মদ শাহজাহান।
উল্লে, ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি নগরীর ষোলশহর এলাকার ট্রাফিক বক্সে বোমা হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় দুই পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হন। এ ঘটনায় পাঁচলাইশ থানার টহল পরিদর্শক অনিল বিকাশ চাকমা বাদী হয়ে মামলা করেন।
বোমা হামলার কয়েক মাস পর ২০২০ সালের মে মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মার্কেটিং বিভাগের ছাত্র এমরান, পলিটেকনিকের ছাত্র আবু ছালেহ এবং দোকানকর্মী সাইফুল্লাহ- এ তিনজনকে গ্রেপ্তারের পরই কাউন্টার টেরোরিজম ইউনিট হামলার সঙ্গে নব্য জেএমবির সম্পৃক্ততার তথ্য পায়।
এরপর ওই বছরের অক্টোবরে নব্য জেএমবির ওই গ্রুপের দাওয়াতী শাখার প্রধান জহিরসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ গ্রুপের সামরিক কমান্ডার সেলিমকে গ্রেপ্তারের পর পুলিশ বক্সে বোমা হামলার পরিকল্পনা থেকে বাস্তবায়নের পুরো ছক উদঘাটন করে কাউন্টার টেরোরিজম ইউনিট।
আরও পড়ুন: ১৭ বছর ধরে পলাতক জেএমবি সদস্য ফেনীতে গ্রেপ্তার
লালমনিরহাটে ৫ জেএমবি সদস্যের যাবজ্জীবন
১ বছর আগে
রাজধানীতে চলন্ত গাড়িতে আগুন
ঢাকার নিউ এয়ারপোর্ট রোডের বনানী-কাকলী ক্রসিংয়ে বুধবার সকালে একটি চলন্ত গাড়িতে আগুন লেগে প্রায় আধ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো।
তবে গাড়ির চালক ও এক যাত্রী অক্ষত আছেন বলে জানা গেছে।
কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, সকাল ১০টা ১৫ মিনিটের দিকে ইস্কাটন থেকে মিরপুরগামী গাড়িটিতে ক্রসিংয়ে পুলিশ বক্সের কাছে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কর্মীরা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট-সার্কিট বা গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে এই ঘটনা ঘটতে পারে।
আরও পড়ুন: নাটোরে চলন্ত পিকনিক বাসে আগুন
নগরীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
২ বছর আগে
ধানমন্ডিতে পুলিশ বক্সসহ ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা
রাজধানীর ধানমন্ডি লেক ও ডেমরার বামৈল এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বক্সসহ ২০টিরও অধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
৪ বছর আগে
চট্টগ্রামে পুলিশ বক্সে বোমা হামলা: আরও ৬ নব্য জেএমবি সদস্য আটক
মহানগরীর দুই নম্বর গেইটে পুলিশ বক্সে বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে আরও ছয় নব্য জেএমবি সদস্যকে আটক করা হয়েছে।
৪ বছর আগে