নুসরাত ফারিয়া
সুস্থ হয়ে বাসায় ফিরেছেন নুসরাত ফারিয়া
হঠাৎ অসুস্থ হয়ে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে হাসপাতালে ভর্তি হন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ফারিয়া।
শুক্রবার রাতে ফারিয়া বিষয়টি তার ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্টে নিশ্চিত করেছেন।
পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুল্লিাহ, এখন আমি ভালো আছি। আপনাদের সবার দোয়া ও ভালোসাবার জন্য ধন্যবাদ।’
উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ অচেতন হয়ে পড়েন নুসরাত। তাকে দ্রুত রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, শারীরিক দুর্বলতার কারণে অসুস্থ হয়ে পড়েন ফারিয়া। এরপর চিকিৎসক তাকে ইনজেকশন ও স্যালাইন দিলে কিছুটা সুস্থতা বোধ করেন তিনি।
আরও পড়ুন: অনম বিশ্বাসের সিনেমায় শুভর বিপরীতে ফারিয়া
জীবনে উত্থান-পতন তো থাকবেই: নুসরাত ফারিয়া
৮ মাস আগে
৩৫ দিন পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি: নুসরাত ফারিয়া
বহুদিন বড়পর্দায় দেখা নেই নুসরাত ফারিয়ার। এর মাঝে প্রায় তিন বছর কেটে গেছে। তবে সেই প্রতিক্ষার অবসান ঘটায় নায়িকার মুখে হাসি ফুটল। নতুন সিনেমার খবর নিয়ে আবারও তিনি গণমাধ্যমের সামনে এলেন। আর খানিকটা আবেগিও হয়ে উঠলেন।
আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে দীপঙ্কর দীপনের নির্মাণে দীর্ঘ প্রতিক্ষীত ‘অপারেশন সুন্দরবন’। সিনেমাটিতে একজন বাঘ গবেষকের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরও রয়েছেন সিয়াম আহমেদ, জিয়াউল রোশান, রিয়াজ, মনোজ প্রামাণিক, সামিনা বাশার, তাসকিন রহমানসহ অনেকে।
আরও পড়ুন: 'হেই সামালো' দিয়ে শেষ হলো কোক স্টুডিও বাংলা সিজন ১
‘অপারেশন সুন্দরবন’ মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। আরও উপস্থিত ছিলেন সিনেমার অভিনয়শিল্পীরা।
আরও পড়ুন: রূপালি গিটারের জাদুকর কিংবদন্তি আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ
সংবাদ সম্মেলনে সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে নুসরাত ফারিয়ার বলেন, সিনেমাটি জীবনের একটি অংশ হয়ে গেছে। শুটিংয়ের সময় নেটওয়ার্কের বাইরে ছিলাম। ৩৫ দিন পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আজ আমি অনেক ইমোশনাল। সবচেয়ে বড় কথা, এতো বড় একটি সিনেমার অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। শুরু থেকে এ পর্যন্ত র্যাব যে পরিমাণ অ্যাফোর্ট দিচ্ছে, সেটা অবিশ্বাস্য। আশা করি আপনার অপারেশন সুন্দরবনের কাছে থাকবেন।
গতকাল নুসরাত ফারিয়ার জন্মদিন ছিল। এমন বিশেষ দিনে সিনেমাটি মুক্তির ঘোষণা আনন্দ কয়েক গুণ বেড়ে গেছে নায়িকার।
আরও পড়ুন: ‘শুল্কপক্ষ’ শেষ পর্যন্ত দর্শককে আটকে রাখবে: সুনেরাহ
তিনি বলেন, আজ আমার জন্মদিন। এমন একটা দিন স্পেশাল করে দিয়েছে ‘অপারেশন সুন্দরবন’। অনেকদিন পর এতো ক্যামেরা দেখছি। সেই ২০১৯ সালে আমার শেষ সিনেমা‘শাহেনশাহ’মুক্তি পেয়েছিল। এরপর আজ এতো মানুষের সামনে আসা। ধন্যবাদ র্যাবকে, এই বিগ বাজেটের ছবিতে সুযোগ করে দেয়ার জন্য।
২ বছর আগে
তারকাদের স্মৃতিতে ‘মা’
মায়ের জন্য ভালোবাসা প্রকাশকে কোনো দিবসের গণ্ডিতে রাখা যায় না। তবুও একটি বিশেষ দিন সেই ভালোবাসা প্রকাশের মুহূর্তকে আরও আনন্দে ভরিয়ে দেয়। সেটি আন্তর্জাতিক মা দিবস। আর সেই বিশেষ দিনটি আজ। বিশেষ এই দিনে শোবিজ তারকাদের কয়েকজন জানালেন তাদের মাকে নিয়ে অনুভূতির কথা।
বিদ্যা সিনহা মিম
আমার জীবনে মায়ের গুরুত্ব আলাদাভাবে আমি বোঝাতে পারব না। পুরো আমিটা ঘিরেই মা। মা আমার সঙ্গে থাকা মানেই যে কোন কাজের সাহস পাওয়া। তার জন্যই আজকের যা অর্জন। মা আমার সঙ্গে থেকে আমাকে সহযোগিতা করেছেন, উৎসাহ দিয়েছেন। মাকে ভালোবাসি।
আরও পড়ুন: মা দিবস উপলক্ষে নতুন গান প্রকাশ করল ‘দূরবীন’
২ বছর আগে
প্রথমবারের মতো নুসরাত ফারিয়ার বিপরীতে যশ
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার সিনেমা দিয়ে চিত্রনায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন নুসরাত ফারিয়া। পরবর্তীতে দেশের প্রযোজনায় কাজ করলেও যৌথ প্রযোজনার পাল্লাটা ভারী তার। আর এতে দেশের পাশাপাশি ওপার বাংলাতেও তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তাই এবার টলিউডের একক প্রযোজিত সিনেমায় প্রথম দেখা যাবে ফারিয়াকে।
‘রকস্টার’ শিরোনামে সিনেমাটিতে টলিউডের যশ দাশগুপ্তের সঙ্গে জুটি বেঁধেছেন নুসরাত ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর নিজের ভেরিফাইড পেইজ থেকে খবরটি নিজেই জানিয়েছেন এই নায়িকা।
আরও পড়ুন: চমকে দেওয়ার দিনটিই ছিল বাপ্পিজির সঙ্গে শেষ দেখা: রুনা লায়লা
বাংলাদেশের শাপলা মিডিয়ার অঙ্গপ্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় ‘রকস্টার’ নির্মিত হচ্ছে। পরিচালনা করছেন অংশুমান প্রত্যুষ। মূলত ভারতে মুক্তি পাবে এই সিনেমা। তবে বাংলাদেশেও মুক্তি পেতে পারে বলে জানা গেছে।
অন্যদিকে ফারিয়া কলকাতার একক প্রযোজনার আরও দুটি সিনেমায় চুক্তিবদ্ধ রয়েছেন। সিনেমা দুটি হলো- ‘ভয়’ ও ‘বিবাহ অভিযান টু’। অন্যদিকে বাংলাদেশে মুক্তির অপেক্ষায় আছে নুসরাত ফারিয়া অভিনীত ‘বঙ্গবন্ধু’ ও ‘অপারেশন সুন্দরবন’।
আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ পাচ্ছেন যারা
২ বছর আগে
নতুন বছরে ঢালিউডে নতুন জুটি
গত বছরটা বেশ কেটেছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। আর নতুন বছরও শুরু হলো সুখবর দিয়ে। সম্প্রতি 'পর্দার আড়ালে' শিরোনামের ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন এই তারকা। এবার জুটি বেঁধেছেন ইয়াশ রোহানের সঙ্গে।
ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন পারভেজ আমিন, এর গল্পও লিখেছেন নির্মাতা নিজেই। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তন্ময় মুক্তাদির।
বছরের শুরুতেইে এই কাজ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, 'আলহামদুলিল্লাহ্, বছরের শুরুতেই এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। টিমের সবাই মিলে দর্শকদের একটি ভালো কাজ উপহার দিতে চাই।'
আরও পড়ুন: শুরু হচ্ছে ‘সিনেমেকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’
পরিচালক আমিন বলেন, ‘ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে যাচ্ছি। আশা করি সবাই আমাদের জন্য ভালোবাসা রাখবেন। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আরটিভিকেও ধন্যবাদ জানাই।’
চিত্রনায়ক ইয়াশ রোহান বলেন, ‘গল্প নিয়ে এখনই কিছু বলতে চাই না। আপাতত চমক হিসেবে রাখছি। দর্শক এখন ভালো মানের গল্প দেখতে চান, এখানে সেই স্বাদ পাবেন। এটুকু বলতে পারি, দর্শক হতাশ হবেন না।'
উল্লেখ্য, চলতি মাস থেকেই ঢাকার বিভিন্ন স্থানে ‘পর্দার আড়ালে’ -এর শুটিং শুরু হবে।
আরও পড়ুন: ইউএনডিপির শুভেচ্ছা দূত হলেন জয়া আহসান
২৬ হলে মুক্তি পেল ‘রাত জাগা ফুল’
২ বছর আগে
‘পটাকা’র পর নুসরাত ফারিয়ার নতুন গান ‘আমি চাই থাকতে’
জনপ্রিয় নায়িকা থেকে গায়িকা হিসেবে অনেক আগেই নিজের আত্মপ্রকাশ করেছেন নুসরাত ফারিয়া।
৪ বছর আগে