পুলিশের ওপর হামলা
রাজধানীর কাকরাইলে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করেছে বিএনপি নেতা-কর্মীরা: ডিবি
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশীদ বলেছেন, রাজধানীর কাকরাইলে জাজেস রেসিডেন্স কমপ্লেক্সের সামনে বিএনপির কয়েকজন নেতা-কর্মী পুলিশের ওপর হামলা চালিয়েছে।
এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
শনিবার (২৮ অক্টোবর) কাকরাইল চার্চের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিবি প্রধান বলেন, বিএনপির কয়েকজন কাকরাইলে আইডিবি ভবনের সামনে হামলা, ভাঙচুর ও কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে কাকরাইল চার্চ ক্রসিংয়ে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, পুলিশের কাছে ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে।
আরও পড়ুন: বিএনপি নেতা খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ
হারুন-অর-রশীদ বলেন, 'আমরা জড়িতদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেব।
সহিংসতায় জড়িত বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
এর আগে রাজধানীর কাকরাইলে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে বিএনপির নেতা-কর্মীরা কাকরাইল এলাকা থেকে একটি মিছিল বের করে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে যাত্রা শুরু করে।
এক পর্যায়ে পুলিশ তাদের বাধা দিলে বিএনপির নেতা-কর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে।
পরে পুলিশ রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে।
নির্দলীয় সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের এক দফা দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়েছে দলটির হাজার হাজার নেতা-কর্মী।
আরও পড়ুন: ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতার কোনো হুমকি নেই: ডিবি প্রধান
১ বছর আগে
মেঘনায় বাঁশের জাগ উচ্ছেদ, পুলিশের ওপর হামলা
চাঁদপুরে মেঘনা নদীতে দেশীয় মাছের প্রজনন রক্ষা ও নদীতে নৌযান চলাচল স্বাভাবিক রাখতে অধর্শতাধিক বাঁশের জাগ উচ্ছেদ করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলামের নেতৃত্বে বুধবার (২৩ ফেব্রুয়ারি) সদরের নদী তীরবর্তী ইউনিয়নগুলোর প্রায় অর্ধশতাধিক জাগ উচ্ছেদ করা হয়।
এদিকে, নৌ পুলিশের অভিযানকালে সদরের কল্যাণপুর ইউনিয়নের শতাধিক জেলেরা নৌ পুলিশের ওপর হামলা চালায়। এ সময় জাগ উচ্ছেদকাজে নিয়োজিত দুই শ্রমিক আহত হন।
আরও পড়ুন: চাঁদপুরে পুলিশের ওপর হামলায় ঘটনায় ইউপি সদস্য গ্রেপ্তার
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, ‘চাঁদপুরের পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীতে শত শত অবৈধ মাছের জাগ গড়ে তুলেছে জেলেরা। এতে করে মাছ চলাচলে প্রতিবন্ধকতা ও মাছের অবাদ বিচরণে বাধা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া যততত্র জাগ দেয়ায় নৌযান চলাচলেও হুমকিতে পড়ছে।’
আরও পড়ুন: রাজশাহীতে অস্ত্রসহ পুলিশের ওপর হামলা, আটক ৩
তিনি বলেন, ‘আমরা উচ্ছেদ অভিযানে গেলে বিক্ষুব্ধ জেলেরা আমাদের লক্ষ্য করে ইট-পাটকেল ও লাঠি-সোটা ছুঁরে মারে। এসময় দুই শ্রমিক আহত হন।’
ওসি মো. মুজাহিদ ইসলাম বলেন, পর্যায়ক্রমে নদীতীর থেকে সকল মাছের ও বাঁশের জাগ উচ্ছেদ করা হবে।
২ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের ওপর হামলা: ৩৮৫ জনকে আসামি করে মামলা
চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে পরাজিত ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য প্রার্থীর সমর্থকরা পুলিশের ওপর হামলার ঘটনায় ৩৮৫ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।
শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করা হয়।
চাঁপাইনাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সদর থানর উপপরিদর্শক (এসআই) ওসমান আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপি-পুলিশ সংর্ঘষ: শাহাদাতসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা
ওসি জানান, এই ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন আটক করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, বুধবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জেলার সদর উপজেলার ঝিলিমইউনিয়নের ৮নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হন শরিয়ত আলী। নির্বাচনে নিজেদের পরাজয় মেনে নিতে না পেরে পরাজিত প্রার্থী মনিরুল ইসলাম মনি ও আব্দুল কুদ্দুস সেরাতাল এক হয়ে তাদের শতাধিক সমর্থকসহ লাঠিসোটা নিয়ে বৃহস্পতিবার বিকালে শরিয়ত আলীর বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ বাধা দিতে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এই সময় তারা ইটপাকেল ও লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনণে আনে।
হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হন। এদের মধ্যে তিন জনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: ঝিনাইদহে অপহরণ মামলা তুলে না নেয়ায় বাদীকে মারধর
২ বছর আগে
পুলিশের ওপর হামলার ঘটনায় সুনামগঞ্জে ৪৮ আসামির আত্মসমর্পণ
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় ৪৮ আসামি থানায় আত্মসমর্পণ করেছেন।
মঙ্গলবার সকালে জগন্নাথপুর থানায় তারা আত্মসমর্পণ করেন বলে নিশ্চিত করেছেন ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
আরও পড়ুন: দুদকের মামলায় চট্টগ্রামের সাংবাদিকসহ ৭ জনকে আত্মসমর্পণের নির্দেশ
পুলিশ জানায়, জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে তিন পুলিশ সদস্য গত ১৪ মার্চ সন্ধ্যায় উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোণা গ্রামের মৃত মিছকন্দর আলীর ছেলে ডাকাতি মামলার ওয়ারেন্টেভুক্ত আসামি আব্দুস শহিদকে (৪৫) গ্রেপ্তার করে থানায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় আসামির স্বজনরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরিহিত অবস্থায় তাকে ছিনিয়ে নিয়ে যান। হামলার ঘটনায় এসআই শহিদুল, এসআই শফিকুল ও কনস্টেবল নিয়ামুল ইসলাম আহত হন। পরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তারা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫৩ জনকে আসামি করে পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করেন। এরপর পাঁচ আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।
আরও পড়ুন: এমপি পাপুলের স্ত্রী ও মেয়েকে ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পলাতক ৪৮ আসামি মঙ্গলবার সকালে থানায় আত্মসমর্পণ করেছেন। সবাইকে আদালতে সোপর্দ করা হবে।
আরও পড়ুন স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে চট্টগ্রামে ৩৪ জলদস্যুর আত্মসমর্পণ
৩ বছর আগে
পুলিশের ওপর হামলা: হবিগঞ্জে মেম্বারের নেতৃত্বে আসামি ছিনতাই
হবিগঞ্জে ওয়ার্ড মেম্বারের নেতৃত্বে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া যায়।
৪ বছর আগে