তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ
চট্টগ্রামে পর্যটন কেন্দ্রে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১
বন্ধুদের নিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ের পর্যটন কেন্দ্র মহামায়া লেকে ঘুরতে গিয়ে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত প্রধান আসামি রিয়াজউদ্দিনকে (২৮) শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন: ধর্ষণ মামলায় খালাস পেলেন মামুনুল হক
স্থানীয় সূত্রে জানা গেছে, ফেনী জেলার সোনাগাজী উপজেলা ও ফেনী সদর থেকে বন্ধুদের নিয়ে মহামায়া পর্যটন কেন্দ্রে বেড়াতে যান ওই তরুণী।
এসময় তারা ইকোপার্কের মহামায়া লেকের গহীনে গেলে কয়েকজন বখাটে যুবক তরুণীর বন্ধুদের আটকে রেখে ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন।
পরে তারা বিষয়টি জানালে নিরাপত্তা কর্মীরা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, বখাটেদের ব্যবহার করা মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এছাড়া রিয়াজউদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের আসামি গ্রেপ্তার
১৩০ দিন আগে
ডুমুরিয়ায় তরুণীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’, গ্রেপ্তার ২
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগরে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী নিজেই ডুমুরিয়া থানায় তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছে।
গ্রেপ্তাররা হলেন ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের আমজাদ গাজীর ছেলে রায়হান গাজী (২৩) এবং চুকনগর গ্রামের (সাবেক নরনিয়া গ্রামের) আব্দুল হামিদ গাজীর ছেলে আসাবুর রহমান আশিক গাজী (২৩)।
আরও পড়ুন: গোসল করতে গিয়ে স্কুলছাত্রী ধর্ষণের শিকার, যুবক গ্রেপ্তার
মামলার বিবরণে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৯টার দিকে ভুক্তভোগী চুকনগর বাজারের গোলাম রোডে রাস্তার উপর দাঁড়িয়ে পরিচিত এক ব্যক্তির সাথে কথা বলছিলেন। এ সময় আসামিরা তাদেরকে জোরপূর্বক ধরে নিয়ে যায় নরনিয়া গ্রামের মৃত নজির উদ্দীন গাজীর ছেলে ইউসুফ হারুন গাজীর ধানের চাতালের দোচালা একটি টিনের ঘরে। পরিচিত ব্যক্তিকে আটকে রেখে ভিকটিমকে অন্য ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায় তারা। এ সময় ভুক্তভোগী তরুণী রাতেই ৯৯৯ নম্বরে কল দিয়ে ঘটনার বিবরণ দিলে ওই রাতেই ডুমুরিয়া থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম আসামিদের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
এ ব্যাপারে আসামি আশিকের বাবা আব্দুল হামিদ গাজী বলেন, আমি ঘটনাটি শুনেছি। কিন্তু আসলে কি হয়েছে তা আমি জানি না।
আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে পৌর মেয়রের বিরুদ্ধে নার্সের মামলা
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপপরিদর্শক (এসআই) ইমদাদুল হককে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।
১৩৯৮ দিন আগে
নেত্রকোনায় চিকিৎসার টাকা দেয়ার কথা বলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ
পূর্বধলা উপজেলায় দাদার চিকিৎসার টাকা দেয়ার কথা বলে এক তরুণীকে (২২) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৬১৩ দিন আগে