কলারোয়া
সাতক্ষীরায় মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু
সাতক্ষীরার কলারোয়ায় বাবার সঙ্গে ঘুরতে বেরিয়ে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুমতাহিনা ওই এলাকার আলমগীর হোসেনের মেয়ে।
আরও পড়ুন: পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশের মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, আলমগীর হোসেন তার মেয়ে মুমতাহিনাকে নিয়ে মোটরসাইকেও করে গয়ড়া কলেজ মোড় এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে দ্রুতগতির একটি মাটিবাহী ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলটি ট্রাক্টরের নিচে চাপা পড়ে এবং মুমতাহিনা ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।তবে তার বাবা আলমগীর হোসেন অল্প আঘাত পেয়ে অক্ষত আছেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক্টরটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে যায়। ট্রাক্টরটি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
তিনি আরও জানান, নিহত শিশুটির পরিবার যদি চান তাহলে ময়নাতদন্ত করা হবে।
আরও পড়ুন: কালুখালীতে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু
সিরাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
১ বছর আগে
সাতক্ষীরায় ভুয়া সেনা সদস্য আটক
সাতক্ষীরার কলারোয়ায় র্যাবের অভিযানে সেনাবাহিনীর নকল আইডি কার্ড, পোশাক ও বিভিন্ন সামগ্রীসহ এক ভুয়া সেনা সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার দমদম বাজারে তাকে আটক করে র্যাব।
আটক আব্দুর রহমান (২৬) আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের দক্ষিণ পুইজালা গ্রামের মৃত শহিদুল সরদারের ছেলে।
শুক্রবার বেলা ১১টার দিকে র্যাব সাতক্ষীরা ক্যাম্পে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার পহন চাকমা প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।
আরও পড়ুন: ফরিদপুরে কথিত চিকিৎসক গ্রেপ্তার
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে র্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে ভুয়া পরিচয়দানকারী আব্দুর রহমানকে হাতে নাতে আটক করা হয়। পরে তার একটি ব্যাগ থেকে সৈনিক পদবীর বাংলাদেশ সেনাবাহিনী লেখা একটি নকল আইডি কার্ড, সেনাবাহিনীর শার্ট, প্যান্ট, ফরমেশন সাইন, বাংলাদেশ সেনাবাহিনী লেখা নেইম প্লেট, দুই জোড়া সোল্ডারব্যাচ (যাতে ইংরেজীতে আর্টিলারি লেখা আছে), বাংলাদেশ সেনাবাহিনীর মূল্যেবোধ ও চেতনাকার্ড, সেনাবাহিনীর পোশাক পরিহিত আটককৃতের পাসপোর্ট সাইজের তিন কপি ছবি, পুরাতন সোল্ডার ব্যাগ, দুটি সিমকার্ড ও মোবাইল ফোন জব্দ করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ডিবি পুলিশ আটক
জব্দকৃত আলামতসহ আটক ভুয়া সেনা সদস্যের বিরুদ্ধে মামলা দিয়ে কলারোয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে বলে বিফ্রিংয়ে উল্লেখ করা হয়।
২ বছর আগে
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: সাজাপ্রাপ্ত ৭ আসামির জামিন
প্রায় দেড় যুগ আগে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সাত্তারসহ সাত জনকে চার মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সাথে এই সময়ের মধ্যে জেলা ও দায়রা জজ আদালতে আসামিদের করা আপিল নিষ্পত্তি করতে বলা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
জামিন পাওয়া আসামিরা হলেন- গোলাস রসুল, আব্দুস সামাদ, আব্দুস সাত্তার, জহিরুল ইসলাম, রাকিব, শাহাবুদ্দিন ও মনিরুল ইসলাম। আদালত বাকি ১১ আসামির জামিনের আদেশের জন্য আগামী রবিবার (৩০ মে) দিন ধার্য করেছেন।
আদালতে জামিন আবেদনকারীরপক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট গাজী মহসীন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইয়াহিয়া দুলাল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শাহীন মৃধা।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর জানান, এ মামলায় সাতক্ষীরার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৫০জনকে সাজা দেয়। সাজাপ্রাপ্তরা জেলা ও দায়রা জজ আদালতে আপিল করে জামিন চেয়েছেন। জেলা ও দায়রা জজ আদালত তাদের জামিন আবেদন খারিজ করে দিলে এর বিরুদ্ধে ১৮ জন হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।
আরও পড়ুন: শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: ১৪ আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে
জানা যায়, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদি গ্রামের এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সদর হাসপাতালে যান। সেখান থেকে ফেরার পথে দুপুর পৌনে ১২টার দিকে কলারোয়া বিএনপি অফিসের সামনে তার গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগ পাওয়া যায় সাতক্ষীরা-১ আসনের তৎকালীন সংসদ সদস্য বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে।
হামলায় শেখ হাসিনাসহ তার গাড়িবহরে থাকা লোকজন, আওয়ামী লীগ নেতা ও সাংবাদিকসহ অন্তত এক ডজন লোক আহত হন। ওই ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোসলেম উদ্দীন বাদী হয়ে উপজেলা যুবদল সভাপতি আশরাফ হোসেনসহ ২৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৭০-৭৫ জনের নামে থানায় ব্যর্থ হয়ে আদালতে মামলা দায়ের করেন। বিভিন্ন আদালত ঘুরে হাইকোর্টের নির্দেশে এক যুগ পর ২০১৪ সালের ১৫ অক্টোবর কলারোয়া থানায় মামলাটি রেকর্ড করা হয়। এরপর ২০১৫ সালের ১৭ মে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনের নাম উলেখ করে ৩০ জনকে সাক্ষী করে পেনাল কোর্ট, অস্ত্র আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক তিনটি অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা শেখ সফিকুর ইসলাম।
আরও পড়ুন: কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলায় ১৪ জনের মৃত্যুদণ্ড
সাতক্ষীরা মুখ্য বিচারিক হাকিম আদালতে বিচারাধীন পেনাল কোর্টের মামলাটি ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর এবং সাতক্ষীরা জেলা ও দায়রা জজ-২য় আদালতে বিচারাধীন অস্ত্র আইনে ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দুটির কার্যক্রম যথাক্রমে ২০১৭ সালের ৯ ও ২৩ আগস্ট আসামীপক্ষ হাইকোর্টে স্থগিত করেন। গতবছর ৮ অক্টোবর ওই রুল খারিজ করে রায় দেন আদালত। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন রাকিবুর।
এর পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ তিন মাসের মধ্যে নিম্ন আদালতে বিচার সম্পন্ন করার নির্দেশ দেন। এরপর বিচার শেষে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গত ৪ ফেব্রুয়ারি এ মামলায় বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ তিনজনের সর্বোচ্চ ১০ বছর করে এবং বাকি ৪৭ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়ে রায় দেন। এরপর আসামিরা ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে জামিন চেয়ে আবেদন জানিয়েছিলেন।
৩ বছর আগে
সাতক্ষীরায় ৪ খুন: নিহত শাহিনুরের ভাই রায়হানুল ৫ দিনের রিমান্ডে
সাতক্ষীরার কলারোয়ার চাঞ্চল্যকর স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তানসহ চারজনকে হত্যার ঘটনায় নিহত শাহিনুরের আপন ছোট ভাই রায়হানুলের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
৪ বছর আগে