ধর্ষকদের শাস্তি
ধর্ষকদের শাস্তি ও নারীদের নিরাপত্তার দাবিতে জাবিতে মানববন্ধন
সারা দেশে চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
রবিবার (৯ মার্চ) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর সংলগ্ন পশ্চিম পাশের রাস্তায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুন্না গাজীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী।
চলমান ধর্ষণ, হত্যা, নারী-নিপীড়ন, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে বলে মানববন্ধনে অভিযোগ করেন বক্তারা।
বক্তারা বলেন, দেশে অস্থিতিশীলতা দেখা দিয়েছে, এই অবস্থার দ্রুত উত্তরণ দরকার। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান তারা।
আরও পড়ুন: ধর্ষণের প্রতিবাদে মধ্যরাতে জাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ
এসময় জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক উজ্জ্বল কুমার মন্ডল সংহতি জানিয়ে বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি সারা দেশেই ধর্ষণ, নারী নির্যাতনের মতো ঘটনা ঘটছে। কিন্তু প্রশাসন থেকে তেমন কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়ছে না।’
ধর্ষকদের শাস্তি যদি নিশ্চিত করা না হয়, তাহলে পরবর্তীতে এই অপরাধের মাত্রা আরও বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন ওই শিক্ষক। অনতিবিলম্বে ধর্ষকদের শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম বলেন, ‘বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে ধর্ষণ একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ধর্ষকদের ফাঁসি হয়েছে বা বড় কোনো শাস্তি হয়েছে—এমন কোনো খবর আমরা নিকট অতীতে শুনিনি। এটা অত্যন্ত দুঃখের বিষয়।’
তিনি আরও বলেন, দেশে কোনো একটি অন্যায় অত্যাচার সংঘটিত হলে জনগণ বারংবার রাস্তায় নামবে; প্রশাসন বিচারের আশ্বাস দেবে, কিন্তু বিচার করবে না। এই প্রহসন বন্ধ করে সমাজের সকল অনিয়ম দুর্নীতির সমাপ্তি ঘটাতে হবে এবং ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে বলে অভিমত দেন তিনি।
বিভাগের দ্বিতীয় বর্ষের নারী শিক্ষার্থী সানজিদা খানম বলেন, ‘সারা দেশে পুরুষদের মাধ্যমে যে ধর্ষণের ঘটনা ঘটছে, একজন নারী হিসাবে এটা কখনই সমর্থন করি না। আমি এর তীব্র নিন্দা জানাই।’
আরও পড়ুন: মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের শাস্তির দাবিতে জাবিতে বিক্ষোভ
অনতিবিলম্বে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করে ওই শিক্ষার্থী বলেন,পরবর্তীতে কোনো ধর্ষক যেন আর কোনো নারীর ওপর নারকীয় তাণ্ডব চালাতে না পারে।
এর আগে বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত এবং নারী নিপীড়ন বন্ধের প্রতিবাদে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য বিভাগের সকল ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।
সম্প্রতি মাগুরা এবং গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে খুন, ছিনতাই, নারী নিপীড়ন, ধর্ষণসহ নানা অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
৩৯ দিন আগে
ভারতে ধর্ষণের ভয়াবহতা অব্যাহত রয়েছে যে কারণে
শুধু বাংলাদেশে নয়, সর্বত্রই ঝুঁকির মধ্যে রয়েছেন নারীরা। উদাহরণ প্রতিবেশী দেশ ভারত, যেখানে দেশটির সরকারি তথ্য অনুসারে প্রতি ১৫ মিনিটে একজন নারী ধর্ষণের শিকার হন। তবে যৌন সহিংসতাকে ঘিরে ভয় এবং সামাজিক বিভিন্ন কারণে প্রকাশ পায় না এ ধরনের আরও অনেক অপরাধের খবর।
১৬৪১ দিন আগে