যৌন নিপীড়ন
শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ: খুবি শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি
নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রুবেল আনছারকে দুই বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমানের এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছর আগস্ট মাসে অধ্যাপক রুবেল আনছারের বিরুদ্ধে অশালীন আচরণ, যৌন হয়রানি ও অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়ার অভিযোগ করেন এক নারী শিক্ষার্থী। কিছুদিন পর অন্য বিভাগের আরেক শিক্ষার্থী একই ধরনের আরেকটি অভিযোগ করেন। অভিযোগ দুইটি তদন্তের জন্য ৭ সদস্যের কমিটি গঠন করা হয়। গত ২৬ ডিসেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি নিপীড়ন নিরোধ কেন্দ্রের তদন্ত কমিটি দুইটি প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনগুলো গত ২৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৩৪ তম সিন্ডিকেট সভায় গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান জানান, সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির সুপারিশের আলোকে একটি অভিযোগ থেকে অধ্যাপক রুবেল আনছারকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্য অভিযোগে তাকে আগামী দুই বছর বাংলা বিভাগে পাঠদান, পরীক্ষার কাজসহ সকল একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল (রবিবার) তাকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।
রেজিস্ট্রার আরও জানান, ক্লাস-পরীক্ষা থেকে বিরত থাকলেও এ সময় অধ্যাপক ড. রুবেল আনসার বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
এ বিষয়ে অধ্যাপক ড. রুবেল আনছার বলেন, বিশ্ববিদ্যালয়ের চিঠি পেয়েছি। পরে এ বিষয়ে কথা বলব।
১৫ দিন আগে
মাদরাসা ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে হুজুর গ্রেপ্তার
কুষ্টিয়ায় এক মাদরাসা ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসার হুজুরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
অভিযুক্ত হুজুরের নাম শেখ সাদী (২২)। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার কালীতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই এলাকার বদর আলীর ছেলে।
পুলিশ জানায়, গত রবিবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের পুরাতন চড়াইকোল দারুল উলুম মাদরাসা ও এতিমখানার হুজুর শেখ সাদী তার ১২ বছর বয়সী এক হেবজ ছাত্রকে নিজকক্ষে ডেকে নেন।
পরে ওই ছাত্রকে তিনি যৌন নিপীড়ন করেন। এরপর ওই ছাত্র বাড়ি গিয়ে বিষয়টি তার মাকে বলে।
এ ঘটনায় গত সোমবার দিবাগত রাত ১২টার পরে ওই ছাত্রের মা বাদী হয়ে হুজুরের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ওইদিন রাতেই হুজুরকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুন: দুর্নীতি: শেখ রেহানার স্বামীসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মাদরাসায় দিয়েও সন্তানের নিরাপত্তা নেই বলে অভিযোগ জানিয়ে ওই ছাত্রের মা বলেন, ‘কোথায় পড়াব তাহলে? কিভাবে মানুষ হবে সন্তান? আর যেন কোনো সন্তানের সঙ্গে খারাপ কাজ না ঘটে। সেজন্য থানায় মামলা করেছি। উপযুক্ত বিচার চাই হুজুরের।’
কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা বিল্লাল হোসাইন বলেন, ‘মাদরাসা ছাত্রকে যৌণ নিপীড়ন মামলায় শেখ সাদী নামের এক হুজুরকে রাতে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।‘
২৭৩ দিন আগে
ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক প্রত্যাহার
চট্টগ্রামে ছাত্রীদের যৌন নিপীড়নের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে।
রবিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের শিক্ষা বিভাগের সভায় এ সিদ্ধান্ত হয়।
অভিযুক্ত মো. আলাউদ্দিন নগরীর কাপাসগোলা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
আরও পড়ুন: রাবির ছাত্রীকে ‘যৌন নিপীড়ন’ ঘটনায় মামলা
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান জানান, কাপাসগোলা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ রয়েছে। রবিবার দুপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযুক্ত প্রধান শিক্ষক আলাউদ্দিনকে কাপাসগোলা থেকে নগরীর দক্ষিণ পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ে বদলি করা হয়েছে। তার স্থলে হালিশহর আহমদ মিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ রোমা বড়ুয়াকে পদায়ন করা হয়েছে।
আরও পড়ুন: যৌন নিপীড়ন: ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
যুক্তরাষ্ট্রে ২ বছরে ৬ হাজার যৌন নিপীড়নের অভিযোগ পেয়েছে উবার
১১২১ দিন আগে
যৌন নিপীড়ন: ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
এক নারী সহপাঠীকে যৌন নির্যাতনের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাবি ভিসি অধ্যাপক আখতারুজ্জামান।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কমিউনিকেশন ডিসঅর্ডার বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী কবির আহমেদ কৌশিকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।’
গত বছরের ২৯ সেপ্টেম্বর একই বিভাগের এক ছাত্রী কবির আহমেদ কৌশিকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে যৌন নির্যাতনের লিখিত অভিযোগ জমা দেন।
আরও পড়ুন: ছাত্রী হেনস্তাকারীদের বহিস্কার করা হবে: চবি ভিসি
ঢাবির ‘গ’ ইউনিটে পাসের হার ১৪.৩০ শতাংশ
১২৭২ দিন আগে
ভারতে ধর্ষণের ভয়াবহতা অব্যাহত রয়েছে যে কারণে
শুধু বাংলাদেশে নয়, সর্বত্রই ঝুঁকির মধ্যে রয়েছেন নারীরা। উদাহরণ প্রতিবেশী দেশ ভারত, যেখানে দেশটির সরকারি তথ্য অনুসারে প্রতি ১৫ মিনিটে একজন নারী ধর্ষণের শিকার হন। তবে যৌন সহিংসতাকে ঘিরে ভয় এবং সামাজিক বিভিন্ন কারণে প্রকাশ পায় না এ ধরনের আরও অনেক অপরাধের খবর।
১৯২৬ দিন আগে