যৌন নিপীড়ন
ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক প্রত্যাহার
চট্টগ্রামে ছাত্রীদের যৌন নিপীড়নের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে।
রবিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের শিক্ষা বিভাগের সভায় এ সিদ্ধান্ত হয়।
অভিযুক্ত মো. আলাউদ্দিন নগরীর কাপাসগোলা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
আরও পড়ুন: রাবির ছাত্রীকে ‘যৌন নিপীড়ন’ ঘটনায় মামলা
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান জানান, কাপাসগোলা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ রয়েছে। রবিবার দুপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযুক্ত প্রধান শিক্ষক আলাউদ্দিনকে কাপাসগোলা থেকে নগরীর দক্ষিণ পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ে বদলি করা হয়েছে। তার স্থলে হালিশহর আহমদ মিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ রোমা বড়ুয়াকে পদায়ন করা হয়েছে।
আরও পড়ুন: যৌন নিপীড়ন: ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
যুক্তরাষ্ট্রে ২ বছরে ৬ হাজার যৌন নিপীড়নের অভিযোগ পেয়েছে উবার
১ বছর আগে
যৌন নিপীড়ন: ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
এক নারী সহপাঠীকে যৌন নির্যাতনের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাবি ভিসি অধ্যাপক আখতারুজ্জামান।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কমিউনিকেশন ডিসঅর্ডার বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী কবির আহমেদ কৌশিকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।’
গত বছরের ২৯ সেপ্টেম্বর একই বিভাগের এক ছাত্রী কবির আহমেদ কৌশিকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে যৌন নির্যাতনের লিখিত অভিযোগ জমা দেন।
আরও পড়ুন: ছাত্রী হেনস্তাকারীদের বহিস্কার করা হবে: চবি ভিসি
ঢাবির ‘গ’ ইউনিটে পাসের হার ১৪.৩০ শতাংশ
২ বছর আগে
ভারতে ধর্ষণের ভয়াবহতা অব্যাহত রয়েছে যে কারণে
শুধু বাংলাদেশে নয়, সর্বত্রই ঝুঁকির মধ্যে রয়েছেন নারীরা। উদাহরণ প্রতিবেশী দেশ ভারত, যেখানে দেশটির সরকারি তথ্য অনুসারে প্রতি ১৫ মিনিটে একজন নারী ধর্ষণের শিকার হন। তবে যৌন সহিংসতাকে ঘিরে ভয় এবং সামাজিক বিভিন্ন কারণে প্রকাশ পায় না এ ধরনের আরও অনেক অপরাধের খবর।
৪ বছর আগে