কোভাক্স
জাপানের দেয়া অ্যাস্ট্রাজেনেকা টিকার তৃতীয় চালান ঢাকায়
বাংলাদেশকে জাপানের উপহার দেয়া অ্যাস্ট্রাজেনেকা টিকার তৃতীয় চালান ঢাকায় এসে পৌঁছেছে। মঙ্গলবার ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা নিয়ে জাপান থেকে একটি কার্গো বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।
জাপান সরকার বাংলাদেশকে কোভাক্স সুবিধার আওতায় ৩০ লাখ ডোজ টিকা দেয়ার ঘোষণা দিয়েছে। এই চালান তারই অংশ। তৃতীয় চালানসহ জাপান থেকে পাঠানো মোট টিকার পরিমাণ হলো ১৬ লাখ ৪৩ হাজার ৩০০ ডোজ। এর আগে ২৪ জুলাই প্রথম চালানে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ এবং ৩১ জুলাই দ্বিতীয় চালানে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা পায় বাংলাদেশ।
জাপানের স্থানীয় সময় সোমবার রাত সোয়া ৯টার দিকে অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) একটি কার্গো বিমান অ্যাস্ট্রাজেনেকার এই চালান নিয়ে নরিতা বিমানবন্দরের ১ নং টার্মিনাল ছাড়ে।
আরও পড়ুন: ঢাকার পথে জাপানের দেয়া অ্যাস্ট্রাজেনেকার তৃতীয় চালান
মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক এই টিকা গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। ইতো বাংলায় বলেন, কাল থেকে ঢাকা শহরে এই টিকাদান শুরু হয়েছে। আমি শুনেছি, আগামী ৭ তারিখ থেকে সারা দেশে এই টিকাদান শুরু হবে। বাংলাদেশ সরকার ভালো করে কাজ এগিয়ে নিচ্ছে। যারা এই অ্যাস্ট্রাজেনেকা টিকার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন। সেই পনেরো লাখ বন্ধুদের হাসিমুখ কল্পনা করে, আমরা খুব আনন্দিত। আমরা বাংলাদেশকে মোট ৩০ লাখ টিকা দেবো। আমরা মন দিয়ে চেষ্টা করছি, যাতে বাকিগুলো এই মাসের মধ্যে পৌঁছাতে পারি। এই করোনার দুর্যোগে আমরা আপনাদের সঙ্গে একতাবদ্ধ হয়ে লড়ছি। আমরা সবসময় বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে আছি।
আরও পড়ুন: অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে আজ
ইতো আরও বলেন, এই ভ্যাকসিন সহায়তা কোভিড -১৯ এর বিস্তার রোধে এবং বাংলাদেশের মানুষের জীবন বাঁচাতে দেশটির সরকারের প্রচেষ্টায় অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। জাপান আশা করছে, বাংলাদেশে ভ্যাকসিনের সুষ্ঠু / ন্যায্য, ন্যায়সঙ্গত এবং ব্যাপক ব্যবস্থা নিশ্চিত করা হবে। এটি পুনরাবৃত্তি করে যে কোভিড -১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে জাপান বাংলাদেশের পাশে আছে এবং যত তাড়াতাড়ি সম্ভব কোভিড-১৯ দমন করতে একসঙ্গে কাজ করবে।
এর আগে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগিও এক ঘোষণায় বলেছেন, তারা এই অঞ্চলের ১৫ টি দেশকে কোভেক্সের আওতায় ১১০ কোটি টিকা দিবে।
আরও পড়ুন: আরও প্রায় আড়াই লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা আসছে
৩ বছর আগে
কোভাক্স জোটে যোগ দিয়েছে ১৮৪ দেশ, অর্থনীতি: ডব্লিউএইচও প্রধান
কোভিড-১৯ প্রতিরোধে টিকা পাওয়ার ক্ষেত্রে বিশ্বব্যাপী কার্যকর ও ন্যায়সঙ্গত প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং এর সহযোগীদের নিয়ে গঠিত আন্তর্জাতিক উদ্যোগ কোভাক্সে মোট ১৮৪টি দেশ ও অর্থনীতি যোগ দিয়েছে। খবর সিনহুয়ার।
৪ বছর আগে