ট্রাফিক পুলিশ নিহত
চট্টগ্রামে বাসের ধাক্কায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত
চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর এলাকায় দায়িত্ব পালন করার সময় এক ট্রাফিক পুলিশ বাসে ধাক্কায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ জুলাই) রাত ১১টার দিকে ষোলশহরের ২নং গেট পুলিশ বক্সের সামনে এই ঘটনা ঘটে।
নিহত ট্রাফিক পুলিশ মো. নুরুল করিমের (৫৮) গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায় বলে জানা গেছে।
আরও পড়ুন: ঢাকার এলিফ্যান্ট রোডে পুলিশ সদস্যের লাশ উদ্ধার
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগের ট্রাফিক পরিদর্শক মো. তারিকুল ইসলাম বলেন, সড়কে কর্তব্যরত শহর এলাকার ১০ নং রোডে বেপরোয়া গতির একটি বাস কনস্টেবল নুরুল করিমকে ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন।
তিনি আরও বলেন, লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মগবাজারে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্যের মৃত্যু
চট্টগ্রামে কর্মরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু
৬২৫ দিন আগে
চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত
চট্টগ্রাম মহানগরীতে প্রাইভেটকারের ধাক্কায় এক ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন।
সোমবার (১৪ মার্চ) রাত ১১টার দিকে নগরীর হালিশহর থানার বন্দর টোল রোড়ে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ মোজাহিদ (৩২) বন্দর জোন ট্রাফিক বিভাগের সার্জেন্ট।
নিহত সার্জেন্টকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া বন্দর জোনের ট্রাফিক সার্জেন্ট মো. নাজমুল জানান, রাতে ডিউটিতে থাকাকালে টোল রোড়ে দ্রুতগতির একটি প্রাইভেটকার সার্জেন্ট মোজাহিদকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক জানান, রাত সাড়ে ১১টার দিকে প্রাইভেটকারের ধাক্কায় আহত পুলিশ সার্জেন্ট মোজাহিদকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর
দিনাজপুরে বাস ও মোটরসাইকেলের ধাক্কায় ২ নারী নিহত
৭৪৫ দিন আগে
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক সার্জেন্ট নিহত
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মঙ্গলবার রাতে কাভার্ডভ্যান চাপায় এক ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছেন।
১৬১৯ দিন আগে