স্কুল মাঠ
স্কুল মাঠে খেলার সময় ছাত্রীর মৃত্যু!
পরীক্ষা শেষ করে স্কুল মাঠে খেলার সময় হঠাৎ মাহিকা (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টায় বন্দর থানার কদম রসুল বাগবাড়ীস্থ হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল মাঠে এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রী মাহিকা বন্দর থানার ২৩নং ওয়ার্ডের বাগবাড়ী এলাকার দিনমজুর মান্নান মিয়ার মেয়ে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে আগুনে পুড়ে স্কুলছাত্রীর মৃত্যু, মা-ভাই দগ্ধ
উপস্থিত শিক্ষার্থী ও স্কুল শিক্ষকরা দ্রুত ঘটনাস্থলে এসে স্কুলছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্কুলছাত্রীর মৃত্যুর খবর পেয়ে বন্দর ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
এ ঘটনায় নিহত স্কুলছাত্রী দিনমজুর বাবা মান্নান বাদী হয়ে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক জানান, স্কুলছাত্রী মৃত্যুর খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি।
পরিবারের কোন অভিযোগ না থাকায় এ ঘটনায় নিহত স্কুলছাত্রীর বাবা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে লিখিতভাবে আবেদন করেন।
পরে সংশ্লিষ্ট প্রশাসন লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দিলে বাদ আছর স্কুল মাঠেই ছাত্রীর জানাযা শেষে নবীগঞ্জ বাগ-এ-জান্নাত কবরস্থানে লাশ দাফন করা হয়।
আরও পড়ুন: লেগুনা থেকে ছিটকে পড়ে ছাত্রীর মৃত্যু
মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু
২ বছর আগে
স্কুলের মাঠে গাড়িচাপায় শিক্ষিকা-শিক্ষার্থী নিহত, আহত ৪
মানিকগঞ্জের শিবালয়ে স্কুলের মাঠে কোম্পানির গাড়িচাপায় শিক্ষিকা ও শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার সকালে উপজেলার আব্দুল আলীম মেমোরিয়াল স্কুলে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ভাকলা গ্রামের আওলাদ হোসেনের স্ত্রী ও স্কুলের শিক্ষিকা ফাতেমা আক্তার এবং শিবালয় উপজেলার টেপড়া গ্রামের সহিদুল ইসলামের মেয়ে ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী জারিন তাসনিম (৭)।
আরও পড়ুন: রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান এন ডি ই কোম্পানির ওই গাড়িটি স্কুল কর্তৃপক্ষকে ভাড়া দিয়ে স্কুলের মাঠেই রাখা হতো। সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা খাবার বিরতির সময় মাঠে আসে। এসময় গাড়ির চালক গাড়িটিকে স্কুল থেকে বের করার উদ্দেশ্যে চালু করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিক্ষার্থী তাসনিম নিহত হয়। আর শিক্ষিকা ফাতেমাসহ আরও পাঁচ জন গুরুতর আহত হলে তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষিকা ফাতেমা মারা যান।
আরও পড়ুন: বাসচাপায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থী নিহত, আহত ৪
এসময় স্কুলের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক পালিয়ে যেতে সক্ষম হলেও গাড়িটির চালককে আটক করেছে এলাকাবাসী।
ওসি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
২ বছর আগে
করোনা: স্কুল মাঠ দখল করে ধান চাষ
এক সময় শিক্ষার্থীদের পদচারণায় দিনভর মুখর থাকতো স্কুলের সামনের মাঠটি। কিন্তু এখন এটি দেখে বোঝার উপায় নেই যে এটি এক সময় মাঠ ছিল। করোনা মহামারির সুযোগ নিয়ে স্কুলের খেলার মাঠটি দখল করে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি সেখানে ধান চাষাবাদ করছেন।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের রামনগর পশ্চিমপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। সবুজ ধান খেতের হাতছানির দৃশ্যটি সুন্দর হলেও স্কুল মাঠে ধান চাষাবাদের কারণে ক্ষোভে ফুঁসে উঠেছে গ্রামবাসী, শিক্ষার্থী ও অভিভাবকরা। এমনকি এই কাজের জন্য ম্যানেজিং কমিটির সভাপতির বিচার দাবি করেছেন ক্ষুদ্ধ এলাকাবাসী।
আরও পড়ুন: ৫০০ পরিবারের একমাত্র ভরসা নড়বড়ে বাঁশের সাঁকো!
বিদ্যালয় সূত্র জানায়, স্কুলটির জমি সরকারি দলিলকৃত সম্পত্তি। সরকারিকরণে চিঠিও এসেছিল। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকেও কর্মকর্তারা পরিদর্শন করেছেন। করোনার কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এই সুযোগটিই কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি রুহুল আজম সেখানে ধান চাষাবাদ করছেন। ম্যানেজিং কমিটির সভাপতির এমনকাণ্ডে হতবাক শিক্ষকরাও।
কয়েকজন শিক্ষার্থী জানান, আগে স্কুল মাঠে ফুটবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলা হতো। স্কুলের সভাপতি রুহুল আজম ধান চাষ করায় বেশ কিছু দিন ধরে খেলাধুলা বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীদের দাবি তাদের খেলাধুলার মাঠটি আবারও ফিরিয়ে দেয়া হোক।
আরও পড়ুন: সৌদি খেজুর চাষে সফল চাঁপাইনবাবগঞ্জের রুবেল
রামনগর পশ্চিমপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল জানান, স্কুলটির জমি সরকারি দলিলকৃত সম্পত্তি। প্রতিষ্ঠানটির শিক্ষার মান ভালো ছিল। বিদ্যালয় মাঠে ধান চাষ ম্যানেজিং কমিটির সভাপতি কেনো যে করছেন এটা আমার জানা নেই।
এ ব্যাপারে রুহুল আজম কেরু বলেন, ‘এতো বড় একটি জায়গা ফেলে রাখবো কি করে? তাই ধান চাষ করেছি।’
মিরপুর উপজেলার সচেতন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক নজরুল করিম বলেন, বিষয়টি একেবারেই দুঃখজনক। তিনি এ ব্যাপারে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া দাবি জানান।
আরও পড়ুন: যশোরে লক্ষ্যমাত্রার ৩ গুণ বেশি মাছ উৎপাদন
মিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা বলেন, ‘একটি শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ দখল করে ধান চাষ করা হচ্ছে এটা করার কোনো সুযোগ নেই। শিক্ষা অফিস থেকে লোক পাঠানো হবে এমন ঘটনা ঘটে থাকলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’
এ ব্যাপারে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস বলেন, ‘এমন কাজের সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না। দ্রুত ওই বিদ্যালয়ের মাঠে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
৩ বছর আগে
মাঠ স্কুলের, ভাড়া নেন ‘যুবলীগ নেতা’
নড়াইলের ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয় কালিয়া উপজেলার পিরোলী বাজার এলাকায় অবস্থিত। দীর্ঘ আট বছর ধরে বিদ্যালয়ের মাঠের একাংশ দখল করে স্থানীয় ‘যুবলীগ নেতা’ নজরুল ইসলাম শেখ দোকান-ঘর নির্মাণ করে ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৫ বছর আগে