আওয়ামী লীগ কর্মী
চট্টগ্রামে দুই আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা
চট্টগ্রামের হাটহাজারী থানায় দুই আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে নগরীর কুয়াইশ বুড়িশ্চর শেখ মো. সিটি করপোরেশন কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পশ্চিম কুয়াইশের ওসমান আলী মেম্বারের বাড়ির মৃত মো. ইসহাকের ছেলে মো. আনিস (৩৮) ও বিল্লা বাড়ির মৃত মো. রফিকের ছেলে মাসুদ কায়সার (৩২)।
দুজনেই হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইউনুস গণি চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
বিষয়টি নিশ্চিত করে মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিউদ্দিন সুমন জানান, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছে। ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আ. লীগ নেতাসহ ২ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, আনিস ও কায়সার অক্সিজেন-কুয়াইশ সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন। নাহার কমিউনিটি সেন্টার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে দুজনই মাটিতে লুটিয়ে পড়েন। পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, অক্সিজেন–কুয়াইশ সড়কে গুলিতে দুজন গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মারা যান আনিস। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক কায়সারকে মৃত ঘোষণা করেন।
ওয়াসিম ফিরোজ আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
২১৫ দিন আগে
ফেসবুকে এমপিকে কটূক্তি, সিরাজগঞ্জে আ'লীগ কর্মী কারাগারে
সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) তানভীর ইমামের বিরুদ্ধে ফেসবুকে কটূক্তির অভিযোগে স্থানীয় এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। কানসোনা গ্রাম থেকে বুধবার বিকালে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলম খান (৫০) ওই গ্রামের আব্দুস সালামের ছেলে।
আরও পড়ুন: যশোরে ‘প্রতিপক্ষের’ গুলিতে আ’লীগ কর্মী আহত
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, আলম খান সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) তানভীর ইমামের বিরুদ্ধে ফেসবুকে কটূক্তিমূলক একটি পোস্ট শেয়ার করেছেন। এমন অভিযোগে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় বুধবার বিকালের দিকে তাকে কানসোনা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় এবং সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বরিশালে মাদক মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে
১১৫৪ দিন আগে
বগুড়ায় আ’লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
বগুড়ার শিবগঞ্জে মঙ্গলবার রাতে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
১৬২৩ দিন আগে