কেন্দ্রীয় কারাগার
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের বিদ্রোহ, ব্যাপক গোলাগুলি
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিদ্রোহ করেছেন কয়েদিরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও রাবার বুলেটে ছোড়েন কারারক্ষীরা।
শুক্রবার (৯ আগষ্ট) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তবে কোনো কয়েদি পালিয়ে যেতে পারেননি বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দির মৃত্যু
এদিকে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারাগারে চারদিকে অবস্থান করছে সেনাবাহিনী। এছাড়া ভেতরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
স্থানীয়রা জানান, এদিন দুপুরে কেন্দ্রীয় কারাগারের ভেতরে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। এসময় বাইরে থেকেও কিছু মানুষ কারাগারের প্রধান ফটক ভাঙার চেষ্টা করে। কারারক্ষীরা তাদের নিবৃত্ত করেছেন। এ ঘটনা চলাকালে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চট্টগ্রাম কারাগারের জেল সুপার মঞ্জুর হোসেন বলেন, ‘আসামিরা পালাতে বিদ্রোহ করছে। তবে কেউ পালাতে পারেনি। সেনাবাহিনী আসায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।’
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম বলেন, ‘বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে কারারক্ষীরা ফাঁকা গুলি করেছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারাগারের ভেতরে ও বাইরে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।’
আরও পড়ুন: ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
যশোর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু
৪ মাস আগে
ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নাদিম নামে এক হাজতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যু হয়।
হাজতি মো. নাদিম রাজধানী ঢাকার মুগদার খ্রিস্টান গলির বাসিন্দা। তার বাবার নাম জব্বার।
আরও পড়ুন: ঢাকায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও তার স্ত্রীর মৃত্যু
কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, শনিবার সকাল ১০টা ৫৫ মিনিটে নাদিম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বে নিয়োজিত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: গোপালগঞ্জে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে নারীর মৃত্যু
মাদারীপুরে বাস-ট্রাকের সংঘর্ষে ৪ জনের মৃত্যু, আহত ১০
৯ মাস আগে
যশোর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু
যশোরের কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আসামি হাবিবুর রহমান (৭২) মাগুরা জেলার শালিখা উপজেলার কোটভাগ গ্রামের মৃত গহর মুন্সির ছেলে।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম জানান, হাবিবুর রহমান একটি হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদি আসামি। তিনি মাগুরা জেলা কারাগারে ছিলেন। গত বছর ২০২৩ সালের জুন মাসের ২০ তারিখে যশোর কেন্দ্রীয় কারাগারে আসেন।
জানা গেছে, শনিবার সকালে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করে। এ সময় তাকে চিকিৎসার জন্য কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর মারা যান। নিহতের লাশ ময়নতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত শেষ নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান জেলার শরিফুল।
যশোর জেনারেল হাসপাতালের আরএমও পার্থ প্রতিম চক্রবর্তী বলেন, হৃদযন্ত্রের (হার্ট) সমস্যায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে রিপোর্ট আসার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
১০ মাস আগে
ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দির মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে ৮০ বছর বয়সী এক বন্দির মৃত্যু হয়েছে।
শমসের ফকির মৃত আরফান আলীর ছেলে। তার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
সূত্র জানায়, সকাল সাড়ে ৬টার দিকে তিনি অসুস্থ বোধ করেন।
আরও পড়ুন: কাশিমপুর কারাগারে বন্দির মৃত্যু
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা সকাল পৌনে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ঢামেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিসহ ২ বন্দির মৃত্যু
১১ মাস আগে
কেরানীগঞ্জে প্রিজন ভ্যানে বাসের ধাক্কায় ১৭ বন্দি ও ২ পুলিশ আহত
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে প্রিজন ভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় ১৭ বন্দি ও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুর নামক স্থানে ভ্যানটি ৩৭ জন বন্দিকে কারাগারে নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
তাদের মধ্যে আতিকুর (২২), অতুল (২৪), মুন্না (২৫), মুরাদ (৪০) ও রুমি (৪২) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান তিনি।
এছাড়া আরও ১২ বন্দিকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং দুই পুলিশকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ওসি শাহজামান আরও জানান, প্রিজন ভ্যানটি লেন পরিবর্তন করার সময় বেপরোয়া গতিতে আসা একটি যাত্রীবাহী বাস সেটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, ভ্যানে থাকা অন্য বন্দিদের কোনো ক্ষতি হয়নি।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৫
কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
২ বছর আগে
খেলার জন্য আলিয়া মাদ্রাসা মাঠ উন্মুক্ত করা হবে: ডিএসসিসি মেয়র
রাজধানীর আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে উন্নয়ন কাজ করে তা জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
৪ বছর আগে