শিল্পাচার্য জয়নুল অবেদন
জয়নুল-কামরুল-সুলতান-সফিউদ্দিনের সৃষ্টিকর্ম বুঝতে জাতির চিত্র স্বাক্ষরতা প্রয়োজন: মঈনুদ্দিন খালেদ
প্রখ্যাত শিল্প সমালোচনক মইনুদ্দীন খালেদ বলেছেন, শিল্পাচার্য জয়নুল আবেদীন, কামরুল হাসান, এস এম সুলতান এবং সাফিউদ্দিন আহমেদরা আধুনিক শিল্পকর্মকে এমন এক অস্পৃশ্য পর্যায়ে নিয়ে গেছেন যে, তাদের শিল্পকর্ম বোঝার জন্য জাতির চিত্র স্বাক্ষরতা (ইমেজ লিটারেসি) প্রয়োজন।
৪ বছর আগে