এস এম সুলতান
মেরামতের পর উন্মুক্ত হলো সুলতানের ৩ ছবি
প্রায় এক বছর পর শিল্পী সুলতানের ৩টি ছবি সুলতান কমপ্লেক্সে ফিরে এসেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মাধ্যমে ঢাকায় মেরামত ও সংস্কার করতে নেয়া দুটি ড্রইং ও একটি পেইন্টিং ছবি ছবি ‘ফসল সংগ্রহ’, ‘মাছ শিকার ও ‘জমি তৈরি’ সুলতান কমপ্লেক্সে প্রতিস্থাপন করে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে শিল্পকলা একাডেমির একটি টিম ছবিগুলো উন্মুক্ত করে।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম, এনডিসি জাহিদুল ইসলাম, জেলা কালচারাল অফিসার ও সুলতান কমপ্লেক্সের কিউরেটর হায়দার আলী, জেলা শিল্পকলা একাডেমির বিদায়ী সাধারণ সম্পাদক মলয় কুন্ডু, জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা শেখ হানিফ প্রমুখ।
আরও পড়ুন: অন্ধত্ব নিয়ে প্রাণে বেঁচে আছেন সুলতানের পালিত কন্যা নিহার বালা
এদিকে শিল্পীর জীবনের শেষ মুহূর্তে আঁকা অসমাপ্ত দু’টি ছবি ‘স্নানরত কলসি কাঁখে নারী’ ও ‘কাজিয়া (কাইজ্যা)’ ছবি মেরামতের জন্য জরুরি হলেও এখনও তা মেরামতের কোন উদ্যোগ নেয়া হচ্ছে না জানা গেছে।
সৈয়দা মাহবুবা করিম জানান, শিল্পীর নষ্ট হওয়া ‘স্নানরত কলসি কাঁখে নারী’ও ‘কাজিয়া (কাইজ্যা)’ দু’টি ছবি এ মুহূর্তে নেয়া হচ্ছে না। তবে শিল্পকলা একাডেমির নিদের্শনা অনুযায়ী পর্যায়ক্রমে এসব ছবি সংস্কারের ব্যবস্থা করা হবে।
সুলতান কমপ্লেক্সের জন্য একটি আধুনিক পরিবেশসম্মত গ্যালারির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি জানান, বর্তমানে যে গ্যালারিতে শিল্পীর ছবি রাখা হয়েছে এখানে অনেক সমস্যা রয়েছে। তবে ছোট ছোট সমস্যা যাতে ঠিক করা যায় সে জন্য জেলা প্রশাসন এবং জেলা শিল্পকলা একাডেমিকে পরামর্শ দেয়া হয়েছে।
আরও পড়ুন: এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে আর্ট ক্যাম
এসএম সুলতান কমপ্লেক্সের কিউরেটর ও জেলা কালচারাল অফিসার হায়দার আলী জানান, নষ্ট হয়ে যাওয়া বাকি ছবিগুলো রিপিয়ারের জন্য জেলা শিল্পকলা একাডেমি একটি প্রস্তাবনা দিবে। তার ভিত্তিতে পরবর্তীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পর্যায়ক্রমে ছবি সংস্কারের ব্যবস্থা করবে।
২ বছর আগে
এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে আর্ট ক্যাম্প
নড়াইলে চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আর্ট ক্যাম্প ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় শিল্পী সুলতানের প্রতিষ্ঠিত শিশুস্বর্গ ভবনে এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের পৃষ্টপোষকতায় এ আর্ট ক্যাম্প ও প্রদর্শনীর উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এই আর্টক্যাম্পে ঢাকা, রাজশাহী, খুলনা, যশোর ও নড়াইলের বিভিন্ন আর্ট কলেজের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান ৩৬ জন চারুকলার ছাত্র অংশগ্রহণ করছেন।
আরও পড়ুন: শিল্পী এস এম সুলতানের ৯৭তম জন্মবার্ষিকী আজ
জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম, এস এম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু,এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ অশোক শীল, বর্তমান অধ্যক্ষ অনাদী বৈরাগী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলুসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন ।
আরও পড়ুন: অব্যবস্থাপনায় নষ্টের পথে চিত্রশিল্পী এস এম সুলতানের চিত্রকর্ম
৩ বছর আগে
শিল্পী এস এম সুলতানের ৯৭তম জন্মবার্ষিকী আজ
নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের ৯৭ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসন ও এস, এম, সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এস এম সুলতান কমপ্লেক্সে কোরান খানি, শিল্পীর সমাধিতে পুস্পমাল্য অর্পণ, জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আরও পড়ুন: অব্যবস্থাপনায় নষ্টের পথে চিত্রশিল্পী এস এম সুলতানের চিত্রকর্ম
জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, এস এম সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, এস এম সুলতান বেঙ্গল চারু ও কারুকলা মহাবিদ্যালয়, লাল বাউল সম্প্রদায়, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মূর্ছনা সংগীত নিকেতনসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শিল্পীর সমাধিতে পুস্পমাল্য অর্পন করা হয়।
জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, পৌর মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম টুলু উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে ১২ দিনব্যাপী সুলতান মেলা শুরু
উল্লেখ্য, বিশ্ববরেণ্য এই শিল্পী ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।
৩ বছর আগে
জয়নুল-কামরুল-সুলতান-সফিউদ্দিনের সৃষ্টিকর্ম বুঝতে জাতির চিত্র স্বাক্ষরতা প্রয়োজন: মঈনুদ্দিন খালেদ
প্রখ্যাত শিল্প সমালোচনক মইনুদ্দীন খালেদ বলেছেন, শিল্পাচার্য জয়নুল আবেদীন, কামরুল হাসান, এস এম সুলতান এবং সাফিউদ্দিন আহমেদরা আধুনিক শিল্পকর্মকে এমন এক অস্পৃশ্য পর্যায়ে নিয়ে গেছেন যে, তাদের শিল্পকর্ম বোঝার জন্য জাতির চিত্র স্বাক্ষরতা (ইমেজ লিটারেসি) প্রয়োজন।
৪ বছর আগে