কলেজছাত্রী নিহত
সিলেটের ওসমানীনগরে পৃথক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ নিহত ২
সিলেটের ওসমানীনগর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন।
জানা গেছে, রবিবার (১২ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজার হতে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার আসার পথে গোয়ালাবাজার সরকারি মহিলা কলেজের সামনে অজ্ঞাত লোকাল বাস থেকে নামতে গিয়ে পা পিছলে পূর্ণিমা দাস বন্যা (২০) গুরুতর আহত হন।
আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।
নিহত বন্যা ওসমানীনগর উপজেলার দত্তগ্রামের বাচ্চু দাসের মেয়ে এবং মৌলভীবাজার নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব বলেন, ‘লোকাল বাস থেকে নামতে গিয়ে মেয়েটি দুর্ঘটনার শিকার হয়েছে বলে জেনেছি।’
আরও পড়ুন: সিলেটে ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
নিহতের লাশ ময়নাতদন্ত শেষে সোমবার তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত বাসটি চিহ্নিত করার চেষ্টা চলছে।
এদিকে একইদিন সন্ধ্যায় ওসমানীনগর উপজেলার মোতিয়ারগাঁও কলারাই গ্রামীণ সড়কে ব্যাটারিচালিত রিকশা উল্টে এর চালক নিহত হয়েছেন।
নিহতের নাম ইউসুফ আলী (৩০)। তিনি মোতিয়ারগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা ৭টার দিকে রিকশাচালক ইউসুফ আলী যাত্রী নিয়ে মোতিয়ারগাঁওয়ে যান। যাত্রী নামিয়ে রিকশা ঘুরানোর সময় উল্টে সড়কের পাশে ধানের জমিতে পড়ে মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে তাৎক্ষণিক স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় ইউসুফ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সদস্য শাহিন মিয়া।
আরও পড়ুন: সিলেটে হোস্টেল থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
১ বছর আগে
মিরসরাইয়ে লরিচাপায় কলেজছাত্রী নিহত
চট্টগ্রামের মিরসরাই নিজামপুর কলেজের সামনে লরি চাপায় কলেজছাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিশু রানী দেবী পলি (১৮) দেবনাথ মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সূর্য মোহন দেবনাথের মেয়ে এবং নিজামপুর সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের ব্যবসায় শাখার ছাত্রী।
আরও পড়ুন: সৌদিতে লরি চাপায় চাঁদপুরের যুবক নিহত
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া বলেন, সকাল ৮টার দিকে নিজামপুর বাজারে সড়ক পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি লরির কলেজছাত্রী পলিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং লরির চালক ও তার সহকারীকে আটক করে।
২ বছর আগে
কাপ্তাইয়ে সিএনজি উল্টে কলেজছাত্রী নিহত, আহত ২
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী-বাঙ্গালহালিয়া সড়কের পেয়ারা বাগান এলাকায় শুক্রবার সিএনজি উল্টে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
৩ বছর আগে
রাঙ্গামাটিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রীর
রাঙ্গামাটি জেলার ঘাগড়া এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশা আরোহী এক কলেজছাত্রী নিহত হয়েছেন। রবিবার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনায় শিশুসহ আরও চারজন আহত হয়েছেন।
৫ বছর আগে