দুবাই
আরাভ খান দুবাইয়ে নজরদারিতে রয়েছেন: পররাষ্ট্র মন্ত্রণালয়
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, পুলিশ অফিসার হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশ মিশন কাজ করছে।
বৃহস্পতিবার বিকালে সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবররিন সাংবাদিকদের বলেন, ‘তিনি (আরাভ খান) সেখানে নজরদারি করছেন।’
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় সহায়তা দেবে।
এর আগে মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়নি।
আরও পড়ুন: আরাভ খানসহ ৮ জনের বিরুদ্ধে বাদীর সাক্ষ্যগ্রহণ শেষ
পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, ‘না, তাকে গ্রেপ্তার করা হয়নি... আপনারা সময়মত জানতে পারবেন।’
দুবাইয়ের আরাভ জুয়েলার্সের মালিক পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য বাংলাদেশ পুলিশের অনুরোধ ইন্টারপোল গ্রহণ করেছে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন শনিবার (১৮ মার্চ) বলেছিলেন, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে আরাভ খান ওরফে রবিউল ইসলামকে দেশে আনার চেষ্টা চলছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) গোয়েন্দা শাখার একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, তদন্তের স্বার্থে দুবাইয়ে আরাভ জুয়েলার্সের উদ্বোধনে অংশ নেয়া ক্রিকেটার সাকিব আল হাসান এবং কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
আরও পড়ুন: আরাভ খান এখনও গ্রেপ্তার হননি: শাহরিয়ার আলম
আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলে আবেদন করা হয়েছে: আইজিপি
দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির সম্পত্তি অনুসন্ধানে ৪ সংস্থাকে তদন্তের নির্দেশ
দুবাইয়ে ৪৫৯ জন বাংলাদেশির সম্পত্তি কেনার অভিযোগের বিষয়ে দুদকসহ চারটি সংস্থাকে অনুসন্ধান করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক আবেদনের শুনানি করে রবিবার (১৫ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
অন্য যাদেরকে অনুসন্ধান করতে বলা হয়েছে তারা হলেন-বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আদালত চারটি সংস্থাকে অনুসন্ধান করে এক মাসের মধ্যে অগ্রগতি জানাতে বলেছেন।
একই সঙ্গে দুবাইয়ে ৪৫৯ জনের সম্পত্তি কেনার অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিয়ে সরকারের সংশ্লিষ্টের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষনা করা হবে না তা জানতে রুল জারি করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির সম্পদ থাকার বিষয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন। দুর্নীতি দমন কমিশন, বিএফআইইউ, এনবিআর ও সিআইডিসহ সংশ্লিষ্টদের আবেদনে বিবাদী করা হয়।
আরও পড়ুন: রিতা দেওয়ানের মামলা হাইকোর্টে স্থগিত
গত বুধবার একটি জাতীয় দৈনিকে ‘দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির হাজার প্রপার্টি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে এ আবেদন করা হয়।
ওই প্রতিবেদনের একাংশে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রকাশ্যে-গোপনে বিপুল পরিমাণ মূলধন স্থানান্তরিত হচ্ছে দুবাইয়ে। এ অর্থ পুনর্বিনিয়োগে ফুলে ফেঁপে উঠছে দুবাইয়ের আর্থিক, ভূসম্পত্তি, আবাসনসহ (রিয়েল এস্টেট) বিভিন্ন খাত।
যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজের (সি৪এডিএস) সংগৃহীত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে ইইউ ট্যাক্স অবজারভেটরি জানিয়েছে, বাংলাদেশে তথ্য গোপন করে দুবাইয়ে প্রপার্টি কিনেছেন ৪৫৯ বাংলাদেশি।
২০২০ সাল পর্যন্ত তাদের মালিকানায় সেখানে মোট ৯৭২টি প্রপার্টি ক্রয়ের তথ্য পাওয়া গেছে, কাগজে-কলমে যার মূল্য সাড়ে ৩১ কোটি ডলার। তবে প্রকৃতপক্ষে এসব সম্পত্তি কিনতে ক্রেতাদের ব্যয়ের পরিমাণ আরও অনেক বেশি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দুবাইয়ে বসবাসকারীসহ বিভিন্ন সূত্রের অনানুষ্ঠানিকভাবে জানানো তথ্য অনুযায়ী, ইইউ ট্যাক্স অবজারভেটরির পরিসংখ্যানটি করা হয়েছে সি৪এডিএসের ২০২০ সালের তথ্য নিয়ে।
এরপর গত দুই বছরে দুবাইয়ে বাংলাদেশিদের প্রপার্টি ক্রয়ের প্রবণতা আরও ব্যাপক মাত্রায় বেড়েছে। এ সময়ের মধ্যে বিপুল পরিমাণ সম্পত্তি কিনেছেন বাংলাদেশিরা, যার তথ্য তারা দেশে পুরোপুরি গোপন করেছেন।
বিভিন্ন মাধ্যমের তথ্য অনুযায়ী, দুবাইয়ে বাংলাদেশিদের গোপনে কেনা সম্পদের অর্থমূল্য এখন কম করে হলেও এক বিলিয়ন ডলারের কাছাকাছি। বৈশ্বিক অর্থনীতির করোনাকালীন বিপত্তির মধ্যেও দেশটির রিয়েল এস্টেট খাতের বিদেশি প্রপার্টি ক্রেতাদের মধ্যে বাংলাদেশিরা ছিল শীর্ষে।
স্থানীয় ভূমি বিভাগের তথ্য অনুযায়ী, করোনায় দুবাইয়ে বাংলাদেশি ধনীরাই সবচেয়ে বেশি সম্পদ কিনেছেন। এদিক থেকে নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, চীন ও জার্মানির মতো দেশগুলোর বাসিন্দাদের পেছনে ফেলেছেন বাংলাদেশিরা।
দেশের বিত্তবানদের কাছে দীর্ঘদিন দুবাইয়ের আকর্ষণ ছিল নিছক পর্যটন কেন্দ্র হিসেবে। সাম্প্রতিক বছরগুলোয় এ আকর্ষণ রূপ নিয়েছে প্রকাশ্য ও গোপন লগ্নির কেন্দ্র হিসেবে। আকর্ষণীয় মুনাফার খোঁজে রিয়েল এস্টেট ছাড়াও অন্যান্য ব্যবসায় নাম লেখাচ্ছেন তারা। দেশের অনেক ব্যবসাপ্রতিষ্ঠানই এখন দুবাইকে বেছে নিয়েছে ব্যবসায়িক কার্যক্রমের কেন্দ্র হিসেবে।
২০২০ সালে করোনার মধ্যেই দেশের নির্মাণ খাতের ঠিকাদারির সঙ্গে যুক্ত একজন ব্যবসায়ী দুবাই চলে যান। এর পর থেকে তিনি সেখানেই বসবাস করছেন। দেশের ব্যবসা থেকে উপার্জিত মুনাফা প্রতিনিয়ত দুবাইয়ে স্থানান্তর করছেন তিনি। এরই মধ্যে তিনি দুবাইয়ের আবাসন ও নির্মাণ খাতে বড় ব্যবসায়ী হিসেবে পরিচিতি পেয়েছেন।
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এখন যেকোনোভাবে হোক বিদেশ থেকে পুঁজির প্রবাহ বাড়াতে উদ্যোগী হয়ে উঠেছে। এজন্য বিদেশি ধনীদের স্থানান্তরিত হতে নানা ধরনের সুযোগ-সুবিধাও দেয়া হচ্ছে।
এর সঙ্গে বাংলাদেশও অর্থপাচার প্রতিরোধে কার্যকর ও শক্তিশালী কোনো ব্যবস্থা গড়তে না পারায় এখান থেকে দুবাইয়ে অর্থ পাচার বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: ভুজপুরে আ.লীগের ৩ নেতাকর্মী হত্যামামলা স্থগিতের আবেদন খারিজ: হাইকোর্ট
বিচারকের বিরুদ্ধে অশ্লীল স্লোগান: ২১ আইনজীবীকে হাইকোর্টে তলব
দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির সম্পদের বিষয়ে অনুসন্ধানের দাবিতে রিট
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির সম্পদ থাকার বিষয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিট আবেদনটির ওপর শুনানির জন্য আগামী রবিবার (১৫ জানুয়ারি) দিন ধার্য করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুবীর নন্দী দাস।
এর আগে, আজ সকালে দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির হাজার কোটি টাকার সম্পদ থাকার বিষয়ে অনুসন্ধান করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়। অ্যাডভোকেট সুবীর নন্দী দাস জনস্বার্থে এ আবেদন দায়ের করেন। দুর্নীতি দমন কমিশন, বিএফআইইউ, এনবিআর ও সিআইডিসহ সংশ্লিষ্টদের আবেদনে বিবাদী করা হয়েছে।
বুধবার একটি জাতীয় দৈনিকে ‘দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির হাজার প্রপার্টি’-শিরোনামে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে এ আবেদন করা হয়।
ওই প্রতিবেদনের একাংশে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রকাশ্যে-গোপনে বিপুল পরিমাণ মূলধন স্থানান্তরিত হচ্ছে দুবাইয়ে। এ অর্থ পুনর্বিনিয়োগে ফুলে ফেঁপে উঠছে দুবাইয়ের আর্থিক, ভূসম্পত্তি, আবাসনসহ (রিয়েল এস্টেট) বিভিন্ন খাত।
আরও পড়ুন: ডেসটিনির মোহাম্মদ হোসেনকে জামিন দেননি হাইকোর্ট
যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজের (সি৪এডিএস) সংগৃহীত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে ইইউ ট্যাক্স অবজারভেটরি জানিয়েছে, বাংলাদেশে তথ্য গোপন করে দুবাইয়ে প্রপার্টি কিনেছেন ৪৫৯ বাংলাদেশি। ২০২০ সাল পর্যন্ত তাদের মালিকানায় সেখানে মোট ৯৭২টি প্রপার্টি ক্রয়ের তথ্য পাওয়া গেছে, কাগজে-কলমে যার মূল্য সাড়ে ৩১ কোটি ডলার। তবে প্রকৃতপক্ষে এসব সম্পত্তি কিনতে ক্রেতাদের ব্যয়ের পরিমাণ আরও অনেক বেশি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দুবাইয়ে বসবাসকারীসহ বিভিন্ন সূত্রের অনানুষ্ঠানিকভাবে জানানো তথ্য অনুযায়ী, ইইউ ট্যাক্স অবজারভেটরির পরিসংখ্যানটি করা হয়েছে সি৪এডিএসের ২০২০ সালের তথ্য নিয়ে। এরপর গত দুই বছরে দুবাইয়ে বাংলাদেশিদের প্রপার্টি ক্রয়ের প্রবণতা আরও ব্যাপক মাত্রায় বেড়েছে। এ সময়ের মধ্যে বিপুল পরিমাণ সম্পত্তি কিনেছেন বাংলাদেশিরা, যার তথ্য তারা দেশে পুরোপুরি গোপন করেছেন।
বিভিন্ন মাধ্যমের তথ্য অনুযায়ী, দুবাইয়ে বাংলাদেশিদের গোপনে কেনা সম্পদের অর্থমূল্য এখন কম করে হলেও এক বিলিয়ন ডলারের কাছাকাছি। বৈশ্বিক অর্থনীতির করোনাকালীন বিপত্তির মধ্যেও দেশটির রিয়েল এস্টেট খাতের বিদেশি প্রপার্টি ক্রেতাদের মধ্যে বাংলাদেশিরা ছিল শীর্ষে।
স্থানীয় ভূমি বিভাগের তথ্য অনুযায়ী, করোনায় দুবাইয়ে বাংলাদেশি ধনীরাই সবচেয়ে বেশি সম্পদ কিনেছেন। এদিক থেকে নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, চীন ও জার্মানির মতো দেশগুলোর বাসিন্দাদের পেছনে ফেলেছেন বাংলাদেশিরা। দেশের বিত্তবানদের কাছে দীর্ঘদিন দুবাইয়ের আকর্ষণ ছিল নিছক পর্যটন কেন্দ্র হিসেবে। সাম্প্রতিক বছরগুলোয় এ আকর্ষণ রূপ নিয়েছে প্রকাশ্য ও গোপন লগ্নির কেন্দ্র হিসেবে। আকর্ষণীয় মুনাফার খোঁজে রিয়েল এস্টেট ছাড়াও অন্যান্য ব্যবসায় নাম লেখাচ্ছেন তারা। দেশের অনেক ব্যবসাপ্রতিষ্ঠানই এখন দুবাইকে বেছে নিয়েছে ব্যবসায়িক কার্যক্রমের কেন্দ্র হিসেবে।
২০২০ সালে করোনার মধ্যেই দেশের নির্মাণ খাতের ঠিকাদারির সঙ্গে যুক্ত একজন ব্যবসায়ী দুবাই চলে যান। এর পর থেকে তিনি সেখানেই বসবাস করছেন। দেশের ব্যবসা থেকে উপার্জিত মুনাফা প্রতিনিয়ত দুবাইয়ে স্থানান্তর করছেন তিনি। এরই মধ্যে তিনি দুবাইয়ের আবাসন ও নির্মাণ খাতে বড় ব্যবসায়ী হিসেবে পরিচিতি পেয়েছেন।
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এখন যেকোনোভাবে হোক বিদেশ থেকে পুঁজির প্রবাহ বাড়াতে উদ্যোগী হয়ে উঠেছে। এজন্য বিদেশি ধনীদের স্থানান্তরিত হতে নানা ধরনের সুযোগ-সুবিধাও দেওয়া হচ্ছে। এর সঙ্গে বাংলাদেশও অর্থপাচার প্রতিরোধে কার্যকর ও শক্তিশালী কোনো ব্যবস্থা গড়তে না পারায় এখান থেকে দুবাইয়ে অর্থ পাচার বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: রিফাত হত্যা: মিন্নির জামিন আবেদন শুনতে হাইকোর্টের অপারগতা প্রকাশ
ভুজপুরে আ.লীগের ৩ নেতাকর্মী হত্যামামলা স্থগিতের আবেদন খারিজ: হাইকোর্ট
বিশ্বের সবচেয়ে খর্বাকায় পুরুষ আফশিনের আদ্যোপান্ত
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ইরানি তরুণ আফশিন ইসমায়েল ঘাদেরজাদেহকে বিশ্বের সবচেয়ে খর্বাকায় জীবিত পুরুষ হিসেবে ঘোষণা করা করেছে।
দুবাইয়ের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসে মা-বাবার সঙ্গে যান আফশিন। যেখানে ২৪ ঘণ্টায় তিনবার তার উচ্চতার পরিমাপ নেয়া হয়। গিনেস কর্তৃপক্ষ নতুন রেকর্ড যাচাই করে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ইউটিউবে আফশিনের একটি ভিডিও প্রকাশ করে।
নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে বিশ্বের সবচেয়ে খর্বাকায় মানুষের উচ্চতা কত। আফশিনের উচ্চতা দুই ফুট এক দশমিক ছয় ইঞ্চি বা ৬৫ দশমিক ২৪ সেন্টিমিটার। যা পূর্বের রেকর্ডধারীর চেয়ে সাত সেন্টিমিটার কম। বিশ্বের সবচেয়ে খর্বাকায় মানুষের পূর্বের রেকর্ডটি কলম্বিয়ার ৩৬ বছর বয়সী এডওয়ার্ড নিনো হার্নান্দেজের দখলে ছিল, যার উচ্চতা ৭০ দশমিক ২১ সেমি।
দুবাইয়ে চালকবিহীন বৈদ্যুতিক উড়ুক্কু গাড়ি চালাল চীনা প্রতিষ্ঠান
চীনা এক প্রতিষ্ঠান সোমবার দুবাইয়ে একটি চালকবিহীন বৈদ্যুতিক উড়ুক্কু গাড়ি চালিয়ে দেখিয়েছে। ভবিষ্যতের এই প্রযুক্তি ব্যবহার করে শহরের যানজট কাটিয়ে যাত্রীদের অনায়াসে আকাশপথে কম সময়ে নির্বিঘ্নভাবে গন্তব্যে পৌঁছে দেয়া যাবে।
উড্ডয়ন প্রতিষ্ঠান চীনের গুয়াংজুভিত্তিক এক্সপেং ইনকরপোরেশন এক্সপেং এক্স২ নামের এই উড়ুক্কু গাড়ি তৈরি করেছে। বিশ্বজুড়ে ডজনখানেক উড়ুক্কু গাড়ির প্রজেক্টের মধ্যে এটি একটি। তবে যাত্রীসহ উড্ডয়ন পরীক্ষায় সফল হয়েছে হাতেগোনা কয়েকটি। তাছাড়া মাঠ পর্যায়ে এই পরিষেবা চালু করতে কয়েক বছর লেগে যেতে পারে।
সোমবারের এই উড্ডয়ন পরীক্ষায় উড়ুক্কু গাড়িতে ছিল না কোনো মানুষ। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গতবছরের জুলাইয়ে তারা মানুষসহ গাড়িটি পরীক্ষা করে দেখেছে।
আরও পড়ুন: বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ি সংযোজন প্লান্ট স্থাপনে কাজ করবে থ্রিডিওএম ও কসমস গ্লোবাল
বিশ্বকাপ বাছাইপর্ব: আয়ারল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
আবুধাবিতে রবিবার ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব ২০২২ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বাছাইপর্বের ফাইনালে উঠে আগামী বছর বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দল। পরবর্তী আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে।
ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। ফারজানা হকের ৫৫ বলে ৬১ রানের উপর ভর করে ২০ ওভারে আট উইকেটে ১২০ রান করে বাংলাদেশ। এছাড়া রুমানা আহমেদ করেন ২১ রান।
লরা ডেলানি আয়ারল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট নেন কারা মারে ও আর্লেন কেলি।
পড়ুন: আইফোন ও টাকা পেলেন সাফ নারী চ্যাম্পিয়ন দলের তিন ফুটবলার
জবাবে আয়ারল্যান্ড ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১১৩ রান করতে সক্ষম হয়। নয় নম্বরে ব্যাট করতে নেমে আর্লেন কেলি করেন ২৮ রান।
বাংলাদেশের হয়ে রুমানা আহমেদ তিনটি উইকেট শিকার করেন। এছাড়া দুটি করে উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা, নাহিদা আক্তার ও সোহেলী আক্তার।
গ্রুপ পর্বে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে হারিয়েছিল বাংলাদেশ। এছাড়া সেমিফাইনালে থাইল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
পড়ুন: সাফ নারী চ্যাম্পিয়নদের জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা সেনাবাহিনীর
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয়ের নতুন ধারা শুরুর আশা নুরুলের
ভারতকে ৫ উইকেটে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে রবিবার রাতে দুবাইয়ে ভারতকে পাঁচ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ভারতে দেয়া ১৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে এক বল হাতে রেখে জয় তুলে নেয় বাবর আজমের দল।
পাকিস্তানের হয়ে ওপেনার রিজওয়ান ৫১ বলে ৭১ এবং নওয়াজ ২০ বলে ৪২ রান করেন।
ভারতের পাঁচ বোলারই একটি করে উইকেট শিকার করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৮১ রান করে রোহত শর্মার দল। দলের পক্ষে সাবেক অধিনায়ক বিরাট কোহলি ৪৪ বলে সর্বোচ্চ ৬০ রান করেন। এছাড়া দুই ওপেনার রোহিত ১৬ বলে ২৮ এবং রাহুল ২০ বলে ২৮ রান করে করেন।
পাকিস্তানের হয়ে শাদাব ৩০ রানে দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন, হারিস ও মোহাম্মদ নওয়াজ।
এর আগে ২৮ আগস্ট গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছিল ভারত।
পড়ুন: এশিয়া কাপ ২০২২: পাকিস্তানকে ৫ উইকেটে হারাল ভারত
এশিয়া কাপ ২০২২: ভারতকে পরাস্ত করতে পাকিস্তানের প্রয়োজন ১৮২
এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের
এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার দুবাইয়ে শ্রীলঙ্কার কাছে দুই উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সাত উইকেটে হেরেছিল সাকিব আল হাসানের দল। এর ফলে এশিয়া কাপ ২০২২ এ সুপার ফোরে খেলার আগেই বিদায় নিল বাংলাদেশ।
বাংলাদেশের দেয়া ১৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে চার বল ও দুই উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে লঙ্কানরা।
শ্রীলঙ্কার পক্ষে কুশাল মেন্ডিস ৩৭ বলে ৬০ এবং অধিনায়ক শানাকা ৩৩ বলে ৪৫ রান করেন।
এর আগে টস হেরে ব্যাট করে সাত উইকেটে ১৮৩ রানের চ্যালেঞ্জিং স্কোর করে বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২২ বলে ৩৯ রান করেন আফিফ হোসেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ ২৬ বলে ৩৮, মাহমুদউল্লাহ রিয়াদ ২২ বলে ২৭ এবং মোসাদ্দেক হোসেন সৈকত ৯ বলে অপরাজিত ২৪ রান করেন।
লঙ্কানদের হয়ে হাসারাঙ্গা ও করুণারত্নে দুটি করে উইকেট নেন।
এই ম্যাচে বাংলাদেশ একাদশে তিনটি পরিবর্তন করেছে।
গত ম্যাচে খেলা দুই ওপেনার এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন একাদশ থেকে বাদ পড়েছেন। তাদের জায়গায় সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ ও এবাদত হোসেন একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সাত উইকেটে হেরে যাওয়া প্রথম ম্যাচে বিজয় এবং নাইম ওপেনিংয়ে ব্যর্থ হয়েছিলেন।
তিন বছর বিরতির পর টি-টোয়েন্টিতে ফিরছেন সাব্বির।
পড়ুন: শ্রীলঙ্কাকে ১৮৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
৩ পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
এশিয়া কাপ: ৭ উইকেটে হারল বাংলাদেশ
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের যুবক নিহত
সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের মীরসরাইয়ের এক প্রবাসী নিহত হয়েছেন। তার নাম মো. কামাল উদ্দিন (৩৮)। মঙ্গলবার রাতে দুবাইয়ের আজমান এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় তিনি নিহত হন।
নিহত কামাল উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বাড়িয়াখালী এলাকার সাত ভাইয়ের বাড়ির মো. নিজাম উদ্দিনের ছেলে।
মৃত কামালের প্রতিবেশী খাজা মাঈন উদ্দিন জানান, মঙ্গলবার রাতে আজমান শহরে রাস্তা পার হওয়ার সময় কামালকে একটি দ্রুতগামী গাড়ি চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। কামাল দীর্ঘ ১৭-১৮ বছর ধরে প্রবাসে রয়েছে। সেখানে একটি লন্ড্রি দোকানে চাকরি করতেন।
মীরসরাই কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন বলেন, বাড়িয়াখালী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে কামাল দুবাইতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে শুনেছি। লাশ দেশে আনতে কাগজপত্র যা প্রয়োজন হয় পরিষদ থেকে আমি ব্যবস্থা করে দেব।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম-দুবাই রুটে বিমানের বিশেষ ফ্লাইট চালু ৯ জানুয়ারি
ঢাকা-দুবাই রুটে বিমানের দুটি অতিরিক্ত ফ্লাইট
আরব আমিরাতে প্রথম মাঙ্কিপক্স শনাক্ত
সংযুক্ত আরব আমিরাতে মাঙ্কিপক্সে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, পশ্চিম আফ্রিকা থেকে ভ্রমণ করা এক তরুণীর মধ্যে মাঙ্কিপক্স ভাইরাস শনাক্ত হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, মাঙ্কিপক্সের বিস্তার প্রতিরোধে সব ধরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রথম উপসাগরীয় দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে মাঙ্কিপক্স রোগী শনাক্ত হলো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বব্যাপী ১০০ জনেরও বেশি মানুষ এ রোগে আক্রান্ত হয়েছে।
মাঙ্কিপক্স একটি ভাইরাস যা ইঁদুর ও বন্য প্রাণীর মধ্যে সংক্রমিত হয়। তবে মাঝে মাঝে মানুষের মধ্যেও হয়ে থাকে। মধ্য ও পশ্চিম আফ্রিকায় এটি সাধারণত বেশি দেখা যায়।
১৯৫৮ সালে বিজ্ঞানীরা এই রোগটি প্রথম শনাক্ত করেছিলেন। তবে ১৯৭০ সালে কঙ্গোর প্রত্যন্ত অঞ্চলে ৯ বছর বয়সী এক ছেলের মধ্যে এটি প্রথম শনাক্ত হয়।
পড়ুন: মাঙ্কিপক্স: পোষা প্রাণী থেকে সতর্ক থাকার আহ্বান
মাঙ্কিপক্স: স্থলবন্দর ও বিমানবন্দরে সতর্কতা অবলম্বনের নির্দেশ সরকারের