এএসআই বরখাস্ত
রাজশাহীতে নারীর ঘরে আটক এএসআই বরখাস্ত
রাজশাহীতে এক নারীর ঘরে আটক হওয়া সমালোচিত সেই পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পাশাপাশি বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে রাজশাহী পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া এএসআই সোহেল রানা রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় কর্মরত ছিলেন।
এর আগে, গত মঙ্গলবার রাতে নগরীর মতিহার থানার সাতবাড়িয়া মহল্লার এক মাদক কারবারির স্ত্রীর ঘরে সোহেল রানাকে পেয়ে স্থানীয় লোকজন আটক করে। পরে ঘরের দরজা বন্ধ করে তাকে লাঠিপেটা করা হয়। এ সময় মারধর করা হয় ওই নারীকেও।
আরও পড়ুন: রাতে মাদক কারবারির স্ত্রীর ঘরে এএসআই, লাঠিপেটা
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, রাতে ওই নারীর বাড়ি থেকে উদ্ধার করে এনে এএসআই সোহেল রানাকে থানা হেফাজতে রাখা হয়।
পরে এএসআই সোহেলকে চন্দ্রিমা থানায় পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে পুলিশ লাইন্সে চলে যান তিনি।
রাজশাহী মেট্রোপলিটনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, অভিযোগের প্রেক্ষিতে এএসআই সোহেল রানাকে পুলিশ লাইন্সে ক্লোজড করার পাশাপাশি সাময়িক বরখাস্তও করা হয়েছে। তদন্ত শেষে নিয়মানুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
২৮৯ দিন আগে
রংপুরে প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, এএসআই বরখাস্ত
রংপুরে প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রায়হানুল ইসলামকে সোমবার দুপুরে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৮৬৬ দিন আগে