ফরাসি প্রেসিডেন্ট
আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
আগামী মাসে জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনের পরপরই বাংলাদেশ সফরে আসছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, বাংলাদেশ ও ফ্রান্স সফর নিয়ে কাজ করছে এবং ১১ সেপ্টেম্বর ম্যাক্রোঁ বাংলাদেশে আসার কথা রয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর তিনি ঢাকা ত্যাগ করবেন বলেও জানান তারা।
তবে এই সফরের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখন পর্যন্ত আসেনি। এই সফরকে সমস্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দু'দেশের মধ্যে সম্পর্ক গভীর করার আরও প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
ফরাসি প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা ২০২১ সালের নভেম্বরে ফ্রান্স সফর করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ছাড়াও ফ্রান্সের প্রেসিডেন্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে শহরের ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।
আরও পড়ুন: ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
দুই নেতার নয়াদিল্লিতে ৯-১০ সেপ্টেম্বর জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।
ফ্রান্স ও বাংলাদেশ কৌশলগত দিকনির্দেশনার জন্য নিয়মিত রাজনৈতিক পরামর্শের মাধ্যমে তাদের অংশীদারিত্বের ক্ষেত্রের উন্নয়ন ও গভীর করার জন্য তাদের অভিন্ন ইচ্ছার কথা তুলে ধরেছে।
উভয় দেশ রাজনীতি ও কূটনীতি, প্রতিরক্ষা ও নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ, টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন এবং শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়সহ সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য তাদের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছে।
উভয় দেশ প্রাসঙ্গিক আঞ্চলিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে টেকসই ও বাস্তব সহযোগিতার গুরুত্বকেও স্বীকৃতি দিয়েছে।
দুই দেশের অংশীদারিত্বের প্রতিরক্ষা ও নিরাপত্তার ব্যবস্থাকে আরও উন্নত করতে তাদের ইচ্ছার কথা জানিয়েছে বাংলাদেশ ও ফ্রান্স।
সেই লক্ষ্যে, উভয় দেশ সংলাপ জোরদার করতে এবং তাদের সহযোগিতা অব্যাহত রাখতে সম্মত হয়েছে, বিশেষ করে প্রশিক্ষণের ক্ষেত্রে, যা ওই সফরের সময় চালু হয়েছিল।
প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে প্রয়োজনীয়তার ভিত্তিতে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেয় দুই দেশ। উভয় দেশই প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত একটি সম্মতিপত্রে সই করেছে।
আন্তর্জাতিক আইনের ভিত্তিতে এবং সবার জন্য অভিন্ন সমৃদ্ধির ভিত্তিতে একটি অবাধ, উন্মুক্ত, শান্তিপূর্ণ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য একই মত পোষণ করেছে ফ্রান্স ও বাংলাদেশ।
আরও পড়ুন: ম্যাক্রোঁকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি
১ বছর আগে
ইউক্রেনে সংকট বাড়াবে না রাশিয়া: ম্যাক্রোঁ
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মঙ্গলবার বলেছেন, মস্কো ইউক্রেনে সংকট আর বাড়াবে না বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অঙ্গীকার করেছেন।
তিনি বলেন, ক্রমবর্ধমান উত্তেজনার একটি কূটনৈতিক সমাধান খুঁজে পেতে সময় লাগবে।
মস্কো সফর শেষে কিয়েভে ইউক্রেনের নেতার সঙ্গে বৈঠকের আগে ম্যাক্রোঁ এসব কথা বলেন।
তিনি বলেন, পুতিন সঙ্কট কমানোর বিষয়ে অঙ্গীকার করেছেন।
তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে মস্কো এবং প্যারিস কোনও চুক্তিতে পৌঁছাতে পারে না।’
আরও পড়ুন: পুতিনের সাথে সম্পর্ক এগিয়ে নিতে প্রস্তুত শি জিনপিং
রাশিয়ার আগ্রাসনের আশঙ্কার মধ্যে মঙ্গলবার ম্যাক্রোঁ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন। মস্কো ইউক্রেনের সীমান্তের কাছে এক লাখের বেশি সৈন্য মোতায়েন করেছে। তবে ইউক্রেনে আক্রমণের কোনো পরিকল্পনা নেই বলে মস্কো বরাবরই দাবি করে আসছে।
জেলেনস্কির সাথে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেছেন, ‘পুতিনের সাথে সোমবার পাঁচ ঘন্টার বেশি সময় বৈঠক হয়েছে। সেখানে তিনি কোনও উত্তেজনা বাড়াবেন না বলে জানিয়েছেন। আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ।’
ফরাসি প্রেসিডেন্টের মতে, পুতিন আরও বলেছেন যে বেলারুশে রাশিয়ার কোন স্থায়ী (সামরিক) ঘাঁটি থাকবে না, যেখানে রাশিয়া যুদ্ধের জন্য বিপুল সংখ্যক সৈন্য পাঠিয়েছিল।
পেসকভ বলেছেন, যুদ্ধের পর বেলারুশ থেকে রুশ সৈন্য প্রত্যাহার করা আমাদের পরিকল্পনাতেই ছিল।
এদিকে জেলেনস্কি বলেছেন, উত্তেজনা প্রশমনে পুতিন কোনো পদক্ষেপ নিলে তিনি স্বাগত জানাবেন। তবে কোনো মুখের কথায় নয়, জোরালো পদক্ষেপকে তিনি বিশ্বাস করেন বলে জানান।
পড়ুন: তুষারধসে চীন সীমান্তের কাছে ৭ ভারতীয় সেনার মৃত্যু
২ বছর আগে
ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁর কোভিড-১৯ শনাক্ত
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর কোভিড-১৯ শনাক্ত হয়েছে বলে তার সরকারি বাসস্থান এলিসি প্রাসাদ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে।
৪ বছর আগে
ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না: পররাষ্ট্র সচিব
মত প্রকাশের স্বাধীনতাকে দায়িত্বের সাথে ব্যবহারের পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতার নামে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
৪ বছর আগে
আরব দেশগুলোকে পণ্য বর্জন না করতে ফ্রান্সের আহ্বান
মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের অধিকার নিয়ে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রর সাফাই গাওয়ার প্রতিবাদে দেশটির পণ্য বর্জনের যে ডাক দেয়া হয়েছে তা তুলে নিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স, খবর বিবিসি।
৪ বছর আগে