চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় তিন কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ দুলাল জমাদ্দার নামের এক যাত্রীকে আটক করেছে সিভিল এভিয়েশন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ইউএস বাংলার একটি ফ্লাইট থেকে বিদেশি মুদ্রা জব্দসহ তাকে আটকের পর থানায় সোপর্দ করা হয়।
এ সময় তার কাছ থেকে ২ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ৯ লাখ ২১ হাজার ৫০০ সৌদি রিয়াল জব্দ করা হয়।
আরও পড়ুন: শাহ আমানতে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, আটক ব্যক্তি বিদেশি মুদ্রা পাচারের উদ্দেশ্যে দুবাইগামী কানেক্টিং ফ্লাইটে উঠেছিলেন। তার সন্দেহজনক গতিবিধির কারণে ফ্লাইটের ক্রুরা তাকে চট্টগ্রামে অফলোড করেন এবং তল্লাশি করে বিদেশি মুদ্রা জব্দ করেন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তার বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।