ঘুষি
রাজশাহীতে বখাটের ঘুষিতে আনসার সদস্য নিহত
রাজশাহী রেল স্টেশনে যাত্রীবেসে বখাটের ঘুষিতে এক আনসার সদস্য নিহত হয়েছেন।
নিহত আনসার সদস্য মাইনুল ইসলাম (৪৫) জয়েন উদ্দীনের ছেলে। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাঙ্গনপুর গ্রামে। তিনি রাজশাহী রেলওয়ে স্টেশনে দায়িত্বরত ছিলেন।
স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, রাত ৯টার দিকে বিনা টিকিটে ঢুকে স্টেশনের প্ল্যাটফর্মে কয়েকজন যুবক ঘোরাঘুরি করছিলেন। ওই সময় আনসার সদস্য তাদের বের হয়ে যেতে বললে তারা তর্কাতর্কিতে জড়ান।
আরও পড়ুন: পঞ্চগড়ে ছোট ভাইয়ের কিল-ঘুষিতে বড় ভাইয়ের মৃত্যু!
এক পর্যায়ে ওই যুবকরা মাইনুলকে ঘুষি মারেন। এতে তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিরা পালিয়েছেন। তবে এরা স্থানীয় বখাটে বলে মনে হচ্ছে।
সেখানে কি ঘটেছে বা কীভাবে মাইনুলের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়াও সিসিটিভি ক্যামেরাও দেখা হবে। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান ওসি।
তিনি আরও বলেন, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শুক্রবার ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: চাঁদপুরে চাচার ঘুষিতে ভাতিজার মৃত্যুর অভিযোগ!
ফরিদপুরে মানসিক প্রতিবন্ধী ছেলের কিল-ঘুষিতে বাবা নিহত
১০ মাস আগে
ফরিদপুরে মানসিক প্রতিবন্ধী ছেলের কিল-ঘুষিতে বাবা নিহত
ফরিদপুরের সদরপুরে মানসিক প্রতিবন্ধী ছেলের কিল-ঘুষিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের রাজার চর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ওহাব মোল্লা (৬৫)। তিনি অভিযুক্ত জাহিদ মোল্লার (২৬) বাবা।
আরও পড়ুন: রাজশাহীতে ছেলের কোপে বাবা নিহতের অভিযোগ
স্থানীরা জানান, সন্ধ্যার দিকে ঘরের বারান্দায় বসেছিলেন ওহাব মোল্লা। এ সময় তার মানসিক প্রতিবন্ধী ছেলে জাহিদ মোল্লা ঘরের বিদ্যুতের কাজ করতে যায়। এসময় জাহিদ মোল্লার সঙ্গে তার বাবা ওহাব মোল্লার কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে ছেলে জাহিদ মোল্লা তার বাবা ওহাব মোল্লাকে এলোপাতাড়িভাবে মাথায় ও মুখে কিলঘুষি মারে। ছেলের হামলায় গুরুতর আহত হন জাহিদ মোল্লা।
আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
তারা লাশ নিয়ে বাড়িতে ফিরে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন আল রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।
তিনি আরও বলেন, অভিযুক্ত ওই যুবক মানসিক ভারসাম্যহীন। তাকে থানায় আটক করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: মাংস কম দেয়াকে কেন্দ্র করে বিয়ে বাড়িতে সংঘর্ষ, বরের বাবা নিহত
পাবনায় মেয়েকে বিয়ে না দেয়ায় ছুরিকাঘাতে বাবা নিহত
১ বছর আগে
চাঁদপুরে চাচার ঘুষিতে ভাতিজার মৃত্যুর অভিযোগ!
চাঁদপুরের হাজীগঞ্জে জমিতে বালু ভরাট করাকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় চাচার ঘুষিতে ভাতিজার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শনিবার (০১ এপ্রিল) সকালে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের তারাপাল্লা গ্রামের আমান উদ্দিন প্রধানিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সালামত (৩৫) ওই বাড়ির রবিউল আলমের ছেলে এবং চাঁদপুর জেলা জজ আদালতে আইনজীবী সহকারী হিসেবে কাজ করতেন। ছয় মাস আগে তিনি বিয়ে করেন এবং তার স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা।
আরও পড়ুন: সিলেটে বিষপানে নার্সিং কলেজ ছাত্রীর মৃত্যু
অভিযুক্ত কাউছার আলমও (৩৫) একই বাড়ির মৃত আমির হোসেন প্রধানিয়ার ছেলে।
প্রতিবেশি আলমগীর হোসেন জানান, সকালে সালামত ঘর উঠানোর জন্য বাড়ির সামনের ভিটাতে বালু ভরাটের কাজ শুরু করেন। ওই সময় তার বাড়ির সম্পর্কে চাচা কাউছার এসে জিজ্ঞাসা করেন কেন বালু ভরাট করা হচ্ছে। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে কাউছার সালামতের পেটে ঘুষি মারেন। আঘাত পেয়ে ঘটনাস্থলেই সালামত লুটিয়ে পড়েন। সেখান থেকে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. তামীম হোসেন সালামতকে মৃত ঘোষণা করেন।
সালামতের বাবা রবিউল আলম বলেন, ‘কাউছার আমার চাচাতো ভাই। তাদের সঙ্গে আমাদের সম্পত্তি বন্টন হয়নি। বালু ভরাটের জায়গা নিয়ে কোনো সমস্যা নেই। অন্য জায়গা নিয়ে তাদের সঙ্গে উচ্ছেদ মামলা আছে। সে ক্ষোভেই আমার ছেলেকে মেরেছে। আমি এর বিচার চাই।’
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুছ বলেন, বিষয়টি জানার পর পুলিশের একটি দল আসামিকে আটক করার জন্য ঘটনাস্থলে গিয়েছে। দ্রুততত সময়ের মধ্যে তাকে আটকের চেষ্টা চলছে।
হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের সৈয়দ ইউএনবিকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করছি, মামলা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: নেত্রকোনা জেলা কারাগারে হাজতির মৃত্যু
চুয়াডাঙ্গায় ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু
১ বছর আগে
ঘুষি মেরে চেয়ারম্যানের নাক ফাটালেন চায়ের দোকানি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছেন নেছার উদ্দিন (৪৫) নামে স্থানীয় এক চায়ের দোকানদার।
৪ বছর আগে