শাহরুখ কন্যা
জয়া আক্তারের দি আর্চিস : অমিতাভের নাতি, শ্রীদেবী কন্যা, শাহরুখ কন্যা আসছেন রুপালি পর্দায়
খবরটি বলিউড মুভি ভক্তদের জন্য বেশ চমকপ্রদ। প্রায় তিন যুগেরও বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রে কর্তৃত্ব করা তারকাদের পরবর্তী প্রজন্মরাও শুরু করতে যাচ্ছেন তাদের রুপালী পর্দার অধ্যায়। এ হৈচৈ-এর নেপথ্যে আছেন অমিতাভ বচ্চনের নাতি, শ্রীদেবী কন্যা এবং শাহরুখ কন্যা। আর এই ঐতিহাসিক ঘটনাটি সম্ভব হতে যাচ্ছে সিনেমা পরিচালক জয়া আক্তারের দি আর্চিস চলচ্চিত্রের মাধ্যমে। চলুন, এ ব্যাপারে আরও কিছু জেনে নেয়া যাক।
কিংবদন্তি তারকাদের নতুন প্রজন্ম
বচ্চন পরিবারের তৃতীয় প্রজন্মের পদচিহ্ন পড়তে যাচ্ছে বলিউডের জমকালো মঞ্চে। সরাসরি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করতে যাচ্ছেন অমিতাভ বচ্চনের প্রথম সন্তান শ্বেতা বচ্চনের ছেলে অগস্ত্য নন্দা। দাদুর কাছ থেকে অভিনন্দনসহ বচ্চন ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই ২১ বছর বয়সী অভিনেতা। অগস্ত্যর বাবা নিখিল নন্দা ভারতের ইঞ্জিনিয়ারিং কোম্পানি এস্কর্ট গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক।
পড়ুন: ১৮ বছরে পা দিলো শিশুদের প্রিয় সিসিমপুর
অগস্ত্যর সহশিল্পী হিসেবে থাকছেন ৮০ ও ৯০ দশকের খ্যাতনামা নায়িকা প্রয়াত অভিনয় শিল্পী শ্রীদেবীর কনিষ্ঠ কন্যা খুশী কাপুর। এখনো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকা ২১ বছর বয়সী খুশী ইতোমধ্যে ইন্টারনেটে এক বিরাট ভক্ত গ্রুপ তৈরি করে ফেলেছেন। বড় বোন জাহ্নবী কাপুরও একজন স্বনামধন্য অভিনেত্রী এবং সঙ্গীতশিল্পী। বাবা বনি কাপুর বলিউডের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক।
আরও একটি চমক হিসেবে থাকছেন বলিউড কিং শাহরুখ খান ও গৌরি খানের দ্বিতীয় সন্তান সুহানা খান। সুহানার বড় ভাই আরিয়ান খান ও ছোট ভাই ৯ বছরের আব্রাম খান। সুহানা ইতোমধ্যে ২০১৯ সালের দ্যা গ্রে পার্ট অফ ব্লু নামে একটি শর্ট ফিল্মে অভিনয় করেছেন। এছাড়া বাকি স্টার কিডদের মত তিনিও ইন্টারনেটে বেশ পরিচিত একটি মুখ।
পড়ুন: বলিউড: অবশেষে গাঁটছড়া বাঁধলেন রণবীর, আলিয়া!
প্রথিতযশা চলচ্চিত্র নির্মাতা জয়া আখতার
জয়ার চলচ্চিত্র পরিচালনার শুরু ২০০৯-এর হিন্দি মুভি লাক বাই চান্স-এর মাধ্যমে। ২০১১ সালে জিন্দেগি না মিলেগি দোবারা’র মধ্য দিয়ে তিনি মুলধারার চলচ্চিত্র ভক্ত ও সমালোচকদের নজরে আসেন। ২০১৫ সালে ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার রীমা কাগতির সাথে দ্বৈতভাবে প্রতিষ্ঠা করেন মুভি নির্মাতা কোম্পানি টাইগার বেবি ফিল্ম্স। তার ২০১৯-এর গালিবয় মুভিটি ব্যাপকভাবে সমাদৃত হয়। তিনি একমাত্র নারী চলচ্চিত্র পরিচালক যিনি দুইবার সেরা মুভি নির্দেশনায় ফিল্ম ফেয়ার পুরস্কার জিতেছেন।
২ বছর আগে
শাহরুখ কন্যা সুহানা অভিনীত প্রথম সিনেমার মুক্তি
বলিউডের বাদশা খ্যাত শাহরুখ খানের কন্যা সুহানা খান অভিনীত প্রথম শর্ট ফিল্ম 'দ্য গ্রে পার্ট অফ দয়া ব্ল্যু' মুক্তি পেয়েছে।
৪ বছর আগে