গ্র্যান্ড মাস্টার
গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান আর নেই
রাজধানীতে চলমান জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর ১২তম রাউন্ডের ম্যাচ খেলার সময় মারা গেছেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান।
শুক্রবার (৫ জুলাই) বিকেল ৫টা ৫০ মিনিটে জাতীয় ক্রীড়া পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ দাবা ফেডারেশনের হলরুমে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: গীতিকার, সুরকার সৈয়দ মহিউদ্দিন আর নেই
তার বয়স হয়েছিল ৫০ বছর।
শুক্রবার বিকেল ৫টা ৫০ মিনিটে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে ম্যাচ খেলতে খেলতে হঠাৎ দাবার বোর্ডের ওপর পড়ে যান তিনি।
ঘটনার পরপরই তাকে রাজধানীর বারডেম হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের ধারণা, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে।
জিয়াউর রহমান ১৯৭৪ সালের ১ মে একটি দাবা খেলার সঙ্গে জড়িত পরিবারে জন্মগ্রহণ করেন এবং তার ছেলে তাহসিন তাজওয়ার জিয়াও একজন জাতীয় দাবা খেলোয়াড়। ২০০২ সালে গ্র্যান্ডমাস্টার হন জিয়াউর রহমান।
আরও পড়ুন: রাজশাহী বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তফা আর নেই
অভিনেতা আহমেদ রুবেল আর নেই
৪ মাস আগে
বাংলাদেশ চেস চ্যাম্পিয়নশিপের শেষ রাউন্ড শনিবার
মর্নিং গ্লোরী অনলাইন বাংলাদেশ চেস চ্যাম্পিয়নশিপ-২০২০-এর শেষ রাউন্ড শনিবার অনুষ্ঠিত হবে।
৪ বছর আগে