বৃক্ষমেলা
প্রধানমন্ত্রী বুধবার বৃক্ষমেলার উদ্বোধন করবেন: পরিবেশমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ মেলা ও বৃক্ষমেলার উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিবসটি উপলক্ষে পলাশ ও বেল গাছের দুইটি চারা রোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করবেন।
আরও পড়ুন: সেচ পাম্পের জ্বালানি নবায়নযোগ্য করলে সাশ্রয় হতে পারে ৫০০০ মেগাওয়াট: পরিবেশমন্ত্রী
মঙ্গলবার (৪ জুন) সচিবালয়ে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে পরিবেশমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, শেরেবাংলা নগরে অনুষ্ঠিতব্য পরিবেশ মেলা চলবে ৫ জুন থেকে ১১ জুন পর্যন্ত এবং বৃক্ষমেলা চলবে ৫ থেকে ১৩ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু এওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন ২০২৩ ও ২০২৪, জাতীয় পরিবেশ পদক ২০২৩, বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২২ ও ২০২৩ এবং সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হবে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, দেশের সকল জেলা ও উপজেলায় এবং ঢাকা মহানগরীর ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হচ্ছে। পরিবেশ দিবস উপলক্ষ্যে শিশু চিত্রাঙ্কন, শিক্ষা প্রতিষ্ঠান বিতর্ক ও স্লোগান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষমেলার আয়োজনে করা হবে। এ উপলক্ষে শিশুদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষের চারা বিতরণ করা হবে।
আগামী ৫ জুন বুধবার থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে অনুষ্ঠিতব্য পরিবেশ মেলা ও বৃক্ষমেলায় অংশগ্রহণের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান পরিবেশমন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মোশাররফ হোসেন, অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর এবং বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরও পড়ুন: বনভূমি জবরদখলমুক্ত করে বনায়ন করছে সরকার: পরিবেশমন্ত্রী
পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে যুব সমাজের অংশগ্রহণ অপরিহার্য: পরিবেশমন্ত্রী
৬ মাস আগে
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষমেলা অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) টিএসসি মিনি কনফারেন্স রুমে শনিবার (১৮ ই নভেম্বর) বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়েছে।
বাউ প্ল্যান্ট লাভারস অনলাইনভিত্তিক ফেসবুক গ্রুপের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো বৃক্ষমেলার আয়োজন করা হয়।
এসময় মেলা পরিদর্শন করতে আসেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আফরিনা মুস্তারি, সহকারী প্রক্টর মো. শরীয়ত-উল্লাহ ও ড. মো. আরিফ সাকিল।
আরও পড়ুন: বাকৃবির মরণ সাগর: সূর্য সন্তানদের অমলিন স্মৃতি
১ বছর আগে
বাগেরহাটে চলছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা
বাগেরহাটে বৃক্ষমেলায় দেশি-বিদেশি ফলজ, বনজ ঔষধিসহ নানা জাতের গাছের চারা পাওয়া যাচ্ছে। নার্সারিতে মিলছে ৫০ প্রজাতির ক্যাকটাস, ৪০ প্রজাতির অ্যাডেনিয়াম এবং ৪০ প্রজাতির দেশি-বিদেশি আমের চারা। সেইসঙ্গে লাল, সাদা, নীল, গোলাপীসহ নানা রঙের ফুলের চারা রয়েছে মেলায়। মেলায় আসা নার্সারিগুলোতে দেশি-বিদেশি নানা জাতের গাছের চারা ভরপুর থাকলেও এখনো বিক্রি জমে উঠেনি।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বাগেরহাট শহরের শালতলার জেলা পরিষদ মিলনায়তন চত্ত্বরে সাতদিন ব্যাপী এই মেলা শুরু হয়েছে।
মেলায় জেলার বিভিন্ন এলাকা থেকে ১৫টি নার্সারি স্টল দিয়েছে। বাগেরহাট জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও সুন্দরবন পূর্ব বিভাগ এই মেলার আয়োজন করেছে। আগামী ৩ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী এই মেলা চলবে।
শনিবার বেলা ১২টার দিকে বৃক্ষমেলায় গিয়ে দেখা গেছে, নার্সারি মালিকরা তাদের স্টলের সামনে দেশি-বিদেশি ফলজ, বনজ এবং ঔষধিসহ নানা জাতের গাছের চারা সাজিয়ে রেখেছে। দর্শনার্থীদের জানার সুবিধার্থে অনেক গাছের চারার সাথে নাম লিখে ঝুলিয়ে রাখা হয়েছে। মেলায় ঘুরে আর আর মর্ডান নার্সারিতে ৫০ প্রজাতির ক্যাকটাস এবং ৪০ প্রজাতির অ্যাডেনিয়াম দেখা মিলেছে। আল্লাহর দান নার্সারিতেও দেখা গেছে দেশি-বিদেশি অনেক জাতের গাছের চারা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি হওয়ায় পর বাড়ি ফেরার পথে শিক্ষার্থীরা মেলায় প্রবেশ করে ঘুরে ঘুরে দেখছে। এসময় নানা বয়সের নারী-পুরুষ দর্শনার্থী ও ক্রেতা ছিল হাতে গোনা কয়েকজন।
মেলায় আসা নার্সারির মালিকরা জানান, তাদের বিক্রি তুলনামূলকভাবে অনেক কম। তবে আগামিতে বিক্রি বাড়ার আশায় রয়েছে নার্সারি মালিকরা।
আরও পড়ুন: বিজয়নগর বছরে ৫০ কোটি টাকার ফল বিক্রি
২ বছর আগে
বাগেরহাটে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা
বাগেরহাট, ২২ আগস্ট (ইউএনবি)- বাগেরহাটে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।
৫ বছর আগে
বৃক্ষমেলায় এবার ১১ কোটি টাকায় ১৬ লাখ চারা বিক্রি
ঢাকা, ২২ জুলাই (ইউএনবি)- এবছর মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলায় গাছ ও প্রকৃতির প্রেমীদের কাছে ১১ কোটি টাকা মূল্যের প্রায় ১৬ লাখ চারা বিক্রি হয়েছে।
৫ বছর আগে