পণ্য জব্দ
সিলেট সীমান্তে ৭০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৭০ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সকালে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান।
এতে বলা হয়, বুধবার (২০ নভেম্বর) বিজিবি সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশি রসুন, সুপারি, ভারতীয় মোটসাইকেল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। যার আনুমানিক বাজার মূল্য ৭০ লাখ ৩ হাজার ৯০০ টাকা।
আরও পড়ুন: সিলেটে ভারতীয় কসমেটিক্সসহ ৫০ লাখ টাকার পণ্য জব্দ
লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি'র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান চালিয়ে চোরাচালানের মালামাল জব্দ করা হয়।
আটক চোরাচালানের মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: গাংনীতে আগ্নেয়াস্ত্র জব্দ, ইউপি সদস্য আটক
১ দিন আগে
ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ককটেলসহ ভিজিডি ও টিসিবির পণ্য জব্দ
চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ খাঁনের বাড়ি থেকে ককটেলসহ ভিজিডি ও টিসিবির পণ্য জব্দ করা হয়।
শুক্রবার (১০ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী এগুলো জব্দ করে।
আরও পড়ুন: যশোরে মাথায় গুলি করে প্রবাসীকে হত্যা
চেয়ারম্যানের বাড়ি থেকে জব্দ করা হয়- ৫০টি ককটেল, সরকারি ২২০টি কম্বল, ভিজিডির বরাদ্দ দেওয়া ৯০০ কেজি চাল, টিসিবির ১ হাজার ২০০ কেজি চাল, ৮০ কেজি ডাল, ৭২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম. জাহিদ হাসান ইউএনবিকে বলেন, ‘চেয়ারম্যান শরীফ খানের বাড়ি থেকে জব্দ মালামাল ইউনিয়ন পরিষদের সচিবের হেফাজতে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা পক্রিয়াধীন।’
ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, স্থানীয় বাজারের ব্যবসায়ী আব্দুল কাদিরসহ স্থানীয় বাসিন্দারা বলেন, চেয়ারম্যান শরীফ খান সরকারি মালামাল সঠিকভাবে বণ্টন না করে নিজেই আত্মসাৎ করেছেন। সরকারি চাল তার মাছের খামারে ব্যবহার করেন এবং ডাল, তেল ও চিনি চেয়ারম্যানের নিজের হোটেলে ব্যবহার করেন। তার অন্যায়ের প্রতিবাদ করলে তার সন্ত্রাসী বাহিনী হামলা-মারধর করে।
অভিযানে উপস্থিত ছিলেন- সেনাবাহিনীর সদস্য (সাজের্ন্ট) সাঈদ হোসেন, স্থানীয় ইউপি সচিব রাবেয়া বসরি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্থানীয় সমন্বয়ক মো. হাসান, আব্দুল্লাহ আল নোমান।
এদিকে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শরীফ খান পলাতক রয়েছেন। মুঠোফোনে চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আরও পড়ুন: হিন্দু সম্প্রদায়ের সুরক্ষার দাবিতে শাহবাগে বিক্ষোভ চলছে
যশোরে টাইলস মিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার
৩ মাস আগে
নভেম্বরে ১৩৪ কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি
চলতি বছরের নভেম্বর মাসে ১৩৪ দশমিক ৩৭ কোটি টাকার পণ্য, অস্ত্র ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে পাঁচ লাখ ২১ হাজার ৯৮৯টি ইয়াবা বড়ি, দুই কেজি ১৬২ গ্রাম ক্রিস্টাল মেথ, ১২ হাজার ৫৭৬ বোতল ফেনসিডিল, ১৮ হাজার ৯১০ বোতল বিদেশি মদ, ২১৪ লিটার দেশি মদ, এক হাজার ৩১৫টি বিয়ারের ক্যান, এক কেজি ৮৮১ গ্রাম গাঁজা, চার কেজি হেরোইন, ২৩ হাজার ৯৭৪টি উদ্দীপক ইনজেকশন, আট হাজার ৫৯২টি এসকুফ সিরাপ ও এক হাজার ৬১৮টি বোতল এমকেডিল/কফিডিল।
আরও পড়ুন: টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ক্রিস্টাল মেথ ও ইয়াবা জব্দ: বিজিবি
এছাড়াও, ৫৫ দশমিক ৫৪৬ কেজি সোনা, সাত কেজি রুপা, দুই লাখ ১২ হাজার ৫৬৩টি প্রসাধনী, ১০ হাজার ৪৯৪টি ইমিটেশন জুয়েলারি, ১৭ হাজার ৪২৪টি শাড়ি, ছয় হাজার ১১টি থ্রি-পিস সেট, কম্বল ও শার্টের টুকরো; এক হাজার ৬৩১ পিস তৈরি পোশাক, দুই হাজার ৯৮৯ কাঠ, ছয় হাজার ৮০কেজি চা পাতা, ৭৪ চাজার ৫৩৩ কেজি কয়লা, একটি টাচস্টোন মূর্তি, ৬৮টি মোটরসাইকেল, দুটি ট্রাক/কাভার্ড ভ্যান, পাঁচটি পিকআপ ভ্যান, ২৪টি সিএনজি-চালিত অটোরিকশা জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে সাতটি পিস্তল, আটটি বন্দুক, ককটেল, ২৪টি মর্টার শেল, ৫৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন।
আরও পড়ুন: টেকনাফে বিজিবি-বিজিপির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত
অক্টোবরে ৯৮ কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি
১ বছর আগে
অক্টোবরে ৯৮ কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, তারা অক্টোবরে অস্ত্র ও মাদকসহ ৯৮ কোটি পাঁচ লাখ টাকার পণ্য জব্দ করেছে।
বুধবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, জব্দ পণ্যের মধ্যে রয়েছে পাঁচ লাখ ৭৩ হাজার ৩৯৩টি ইয়াবা ট্যাবলেট, দুই দশমিক ১২০ কেজি ক্রিস্টাল মেথ, ১৩ হাজার ৬৭০ বোতল ফেনসিডিল, ২০ হাজার ২২৭ বোতল বিদেশী মদ, ১২০ লিটার দেশি মদ, তিন হাজার ৮১৫টি বিয়ারের ক্যান, দুই হাজার ২১৪ কেজি গাঁজা, ৫২৭ গ্রাম হেরোইন, ৪৪ হাজার ২৩৭টি উদ্দীপক ইনজেকশন, সাত হাজার ২২৯টি এসকুফ সিরাপ এবং এক হাজার ৬০৫ বোতল এমকেডিল/কফিডিল।
আরও পড়ুন: টেকনাফে বিজিবি-বিজিপির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত
এছাড়াও আরও জব্দ করা হয়েছে- ২৭ দশমিক ৮২৯ কেজি সোনা, ২৪ দশমিক ৪৮৯ কেজি রূপা, এক লাখ ৪৫ হাজার ৯৭৭টি প্রসাধনী, পাঁচ হাজার ৭০২টি ইমিটেশন গহনা, ১২ হাজার ৩৬৪টি শাড়ি, পাঁচ হাজার ৩২৩টি থ্রি-পিচ কাপড়-কম্বল-শার্টের কাপড়, দুই হাজার ৮৭০টি তৈরি পোশাক, তিন হাজার ৫৬৪ ঘনফুট কাঠ, চার হাজার ৭০৯ কেজি চা-পাতা, ৩৫ হাজার ২৫০ কেজি কয়লা, একটি কষ্টিপাথরের মূর্তি, ৮১টি মোটর সাইকেল, সাতটি ট্রাক/কাভার্ড ভ্যান, ১০টি পিক-আপ ভ্যান, ১৯টি সিএনজি অটোরিক্সা-ব্যাটারিচালিত অটোরিক্সা-কার।
জব্দ অস্ত্রের মধ্যে রয়েছে চারটি পিস্তল, তিনটি বন্দুক, ২৯ রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন।
এছাড়াও, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় ২২৯ ‘চোরাকারবারী’, ১১৯ বাংলাদেশি ও ১১ ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান শরিফুল।
আরও পড়ুন: সীমান্তে উত্তেজনা নিরসনে বিজিবি ও বিজিপির পতাকা বৈঠক রবিবার
পঞ্চগড় সীমান্তে বিজিবির অস্ত্র ও গুলি জব্দ
২ বছর আগে
অক্টোবরে বিজিবির অভিযানে ৬৪.৯ কোটি টাকার পণ্য জব্দ
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গত অক্টেবর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য জায়গায় অভিযান চালিয়ে ৬৪ কোটি ৯০ লাখ টাকা মূল্যের চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে।
৪ বছর আগে