রিখটার স্কেল
ইরানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শনিবার ইরানের খোয় শহরে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
টিআরটি ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে ২ জন নিহত ও প্রায় ৭০ জন আহত হয়। আশেপাশের বেশ কয়েকটি শহরে কম্পন অনুভূত হয়। খবর ভারতীয় গণমাধ্যম এএনআই-এর।
ইউএসজিএস জানিয়েছে, শনিবার রাতে ইরানের খোয়-এর ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্পটি।
ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল এবং ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের অনেক এলাকায় অনুভূত হয়।
খোয় ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের খোয় কাউন্টির একটি শহর ও রাজধানী।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ার জাভায় শক্তিশালী ভূমিকম্প
পূর্ব ইন্দোনেশিয়া ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
ঢাকায় ৫.৬ মাত্রার ভূমিকম্প
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার ভোররাতে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) অধীন সিসমিক অবজারভেটরি অ্যান্ড রিসার্চ সেন্টারের ইনচার্জ ইকবাল আহমেদ বলেছেন, রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী থেকে প্রায় ৪৭১ কিলোমিটার পূর্বে মিয়ানমারের মাওলাইক জেলায়।
তিনি বলেন, ঢাকা ও দেশের অন্যান্য অংশে ভোর ৪টা ২২ মিনিটে কম্পন অনুভূত হয়।
তবে এই ভূমিকম্পে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
৫ থেকে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পকে মাঝারি বলে মনে করা হয় এবং এটি ভবন এবং অন্যান্য কাঠামোর সামান্য ক্ষতি করতে পারে।
পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউগিনি
চীনের সিচুয়ানে ভূমিকম্পে নিহত বেড়ে ৬৫
সিলেটে ৪.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
সিলেট, ০৩ নভেম্বর (ইউএনবি)- সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪।